বেজে গিয়েছে লোকসভা ভোট ২০২৪ এর রণদামামা। ইতিমধ্যেই এক ধাপ এগিয়ে থেকে ভোটে ১৯৫ জন প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে বিজেপি। বিজেপি আগেই দাবি করেছে, ২০২৪ লোকসভা ভোটে তাদের পাখির চোখ ৩৭০ টি আসন। আর সেই লক্ষ্যে ক্রমেই কৌশল সাজাচ্ছে গেরুয়া শিবির। ভোট কৌশলে প্রযুক্তিকে ব্যবহার করে রাজনীতির ময়দানে আগেও মাত দিয়েছেন মোদীরা। এবার মূলত, বিভিন্ন ভাষাভাষির ভোটারকে আরও কাছে পেতে আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স বা এআইকে কাজে লাগাচ্ছে বিজেপি।
কীভাবে প্রচারে কাজে লাগছে AI?
ভোটের প্রচারে বিজেপি ময়দানে হাতিয়ার করছে প্রযুক্তিকে। এআই ব্যবহার করে বিজেপি চালাচ্ছে তার ভোট প্রচার। বিজেপির অন্যতম লক্ষ্য, যে জায়গাগুলিতে শেষবার লোকসভা বা অন্যান্য ভোটে দলের ফল ভালো হয়নি, সেখানেই পদ্ম ফোটানো। ৩৭০ আসনের লক্ষ্য পূরণকে সম্ভব করতে ভাষণগুলির ভাষার দিকে ফোকাস বাড়াচ্ছে বিজেপি। এজন্য তারা মোদীর ভাষণকে রিয়েল টাইমে অনুবাদ করতে শুরু করছে কিছু কিছু ভাষায়। আর তার জন্যই বিজেপি তার প্রচারে কাজে লাগাচ্ছে আর্টিফিশিয়াল ইন্টালিজেন্সকে। রিয়েল টাইমে কানাড়া, তামিল, তেলুগু, মালায়ালম, পঞ্জাবি, বাংলা, মারাঠিতে মোদীর ভাষণকে অনুবাদ করছে বিজেপি। এই ভাষাগুলির মধ্যে ৪ টি দক্ষিণের ভাষা। এর আগের লোকসভা ভোটে দক্ষিণের ১২৯ আসনের মধ্যে ২৯ টি আসন পেয়েছিল বিজেপি। সেখানে পুদুচেরির আসন ধরলে সংখ্যাচি ১৩০। এদিকে বিজেপি দক্ষিণ থেকে প্রাপ্ত ভোটে সবচেয়ে বেশি আসন পেয়েছিল কর্ণাটকে। উল্লেখ্য, সেই সময় কর্ণাটকে ছিল বিজেপির সরকার। তবে এবার রয়েছে কংগ্রেসের সরকার। সেই জায়গা থেকে ভোটারদের কাছে পৌঁছতে এআই দিয়ে মোদীর ভাষণকে অনুবাদ করছে দল, আর তা ছড়িয়ে দেওয়া হচ্ছে সেই ভাষার মানুষের কাছে।
বিজেপি ও প্রযুক্তি
গত বছর, কাশি তামিল সঙ্গমে মোদীর ভাষণের সময় এই প্রযুক্তিকে ব্যবহার করেছিল বিজেপি। এদিকে, বিজেপি এভাবে দক্ষিণের ভাষায় মোদীর ভাষণ অনুবাদ করে মানুষের কাছে যাওয়ার কৌশলে কি আদৌ স্থানীয়দের ওপর প্রভাব পড়বে? তার উত্তর দিতে গিয়ে তেলগু দেশম পার্টির নেতা রঘুরামাকৃষ্ণ রাজু বলছেন, ' এর ব্যাপক প্রভাব পড়বে। দক্ষিণের মানুষ, আমরা আমাদের স্থানীয় ভাষা পছন্দ করি।' তাঁর দল টিডিপির সঙ্গে বিজেপির জোট সম্ভাবনার মাঝে রাজু এই ভাষায় অনুবাদ ও প্রযুক্তির ব্যবহার নিয়ে বলছেন, ‘ প্রধানমন্ত্রী মোদির মতো একজন উজ্জ্বল ব্যক্তিত্ব তেলেগুদের মন জয় করবে।’ উল্লেখ্য, নমো অ্যাপ -ই হোক বা ‘মোদী স্টোরি’ ওয়েবসাইট, প্রযুক্তিকে হাতিয়ার করতে বিজেপিকে বহুবার দেখা গিয়েছে। তবে ২০২৪ ভোটে AI তাদের কতটা সাহায্য করে সেদিকে নজর দেশের।