বাংলা নিউজ > ভোটযুদ্ধ > লোকসভার ভোটযুদ্ধ > খাজুরাহো লোকসভা কেন্দ্রে বড় চমক, ফরওয়ার্ড ব্লক প্রার্থীকে সমর্থন কংগ্রেস- সমাজবাদী পার্টির

খাজুরাহো লোকসভা কেন্দ্রে বড় চমক, ফরওয়ার্ড ব্লক প্রার্থীকে সমর্থন কংগ্রেস- সমাজবাদী পার্টির

কংগ্রেস এবং সমাজবাদী পার্টি সমর্থন করেছে ফরওয়ার্ড ব্লকের প্রার্থীকে

এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন ফরওয়ার্ড ব্লকের রাজ্য সভাপতি জং বাহাদুর সিং গিল এবং সমাজবাদী পার্টির রাজ্য সভাপতি মনোজ যাদব। জানা যায়, আরবি প্রজাপতি প্রাক্তন আমলা ছিলেন। আর শিবপুরী এবং টিকামগড় বিধানসভা কেন্দ্র থেকে নির্দল প্রার্থী হয়ে আগে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এবার ফরওয়ার্ড ব্লকের টিকিট মিলেছে।

লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোটের প্রকৃত ছবিটা কেমন?‌ জাতীয় রাজনীতির অলিন্দে এটাই এখন বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। কারণ সামনে লোকসভা নির্বাচন। দেশের তামাম বিরোধী দলগুলি একছাতার তলায় এসেছে। কিন্তু কিছু কেন্দ্রে সমঝোতা হয়নি। আবার বেশিরভাগ কেন্দ্রে সেটা সম্ভব হয়েছে। তবে এই আবহে কংগ্রেস ও সমাজবাদী পার্টি যেভাবে এগিয়ে এসে নিজেদের কেন্দ্র ছেড়ে ফরওয়ার্ড ব্লকের প্রার্থীকে সমর্থন করেছে তাতে ইন্ডিয়া জোট মজবুত বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। এই সমর্থনের ছবি দেখা গিয়েছে, মধ্যপ্রদেশের খাজুরাহো লোকসভা কেন্দ্রে। যা রাজনীতির ময়দানে অনেকটাই বিরল।

এই লোকসভা কেন্দ্রে কংগ্রেস এবং সমাজবাদী পার্টি সমর্থন করেছে অবসরপ্রাপ্ত আইএএস অফিসার আরবি প্রজাপতিকে। যিনি ফরওয়ার্ড ব্লকের প্রার্থী। এখানে প্রার্থী দিয়েছিল সমাজবাদী পার্টি। মীরা যাদবকে প্রার্থী করেছিল সমাজবাদী পার্টি। কিন্তু একসপ্তাহ আগে তাঁর মনোনয়ন বাতিল হয়ে যায়। আর তারপরই পরিকল্পনা করে ফরওয়ার্ড ব্লক প্রার্থীকে সমর্থন করে সমাজবাদী পার্টি এবং কংগ্রেস। মধ্যপ্রদেশের খাজুরাহো লোকসভা কেন্দ্রে আসন সমঝোতা হয়েছিল দুই পার্টির। কিন্তু এমন পরিস্থিতি তৈরি হওয়ায় আসনটি ফরওয়ার্ড ব্লককে ছেড়ে দেওয়া হয়। আর এই সিদ্ধান্তের মধ্য দিয়ে সার্বিক ইন্ডিয়া জোটের ছবি তুলে ধরা হয়েছে।

আরও পড়ুন:‌ ফের উত্তপ্ত হয়ে উঠল কোচবিহার, বিজেপির সভায় হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, পথ অবরোধ

এদিকে মধ্যপ্রদেশের খাজুরাহো লোকসভা কেন্দ্র বাদ দিলে বাকি ২৮টি আসনে কংগ্রেস ও সমাজবাদী পার্টি সমঝোতা করে প্রতিদ্বন্দ্বিতা করছে। পান্না জেলার কালেক্টর তথা রিটার্নিং অফিসার সুরেশ কুমার বাতিল করে দেন মীরা যাদবের মনোনয়নপত্র। তাঁর পক্ষ থেকে দাবি করা হয়, মনোনয়নপত্র অসম্পূর্ণ। তাই বাতিল করা হয়েছে। এই ঘটনা নিয়ে মীরা যাদব আদালতে গেলেও কোনও পিটিশন ফাইল করেননি। তবে সোমবার কংগ্রেস এবং সমাজবাদী পার্টি ঘোষণা করে যে, তারা ফরওয়ার্ড ব্লক প্রার্থী আরবি প্রজাপতিকে ওই আসনে সমর্থন করবেন। এখানে বিজেপি প্রার্থী করেছে রাজ্য সভাপতি ভিডি শর্মাকে।

অন্যদিকে এই সিদ্ধান্ত জানাতে সাংবাদিক বৈঠক করেন মধ্যপ্রদেশের কংগ্রেস মিডিয়া বিভাগের সভাপতি মুকেশ নায়েক। তিনি বলেন, ‘‌আমরা সমর্থন করছি ইন্ডিয়া জোটে থাকা দল ফরওয়ার্ড ব্লক প্রার্থীকে। এই বিষয়টি নিয়ে যৌথ বৈঠক হয় রাহুল গান্ধী এবং অখিলেশ যাদবের মধ্যে। এই প্রস্তাব তাঁদের দু’‌জনের কাছে গেলে সেটা নিয়ে আলোচনা হয় এবং তাতে সমর্থন মিলতেই ঘোষণা করা হল।’‌ এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন ফরওয়ার্ড ব্লকের রাজ্য সভাপতি জং বাহাদুর সিং গিল এবং সমাজবাদী পার্টির রাজ্য সভাপতি মনোজ যাদব। এখান থেকেই জানা যায়, আরবি প্রজাপতি প্রাক্তন আমলা ছিলেন। আর শিবপুরী এবং টিকামগড় বিধানসভা কেন্দ্র থেকে নির্দল প্রার্থী হয়ে আগে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এবার ফরওয়ার্ড ব্লকের পক্ষ থেকে টিকিট মিলেছে।

ভোটযুদ্ধ খবর

Latest News

পেটের মধ্যে গুণে গুণে ১৩ হাজার পাথর! কলকাতা মেডিক্যাল কলেজের চিকিৎসকরা অবাক দুর্নীতি নিয়ে প্রশ্ন তোলায় নির্যাতিতাকে সরাসরি হুমকি দিয়েছিলেন সন্দীপ: রিপোর্ট বন্যার্তদের পাশে জুনিয়র ডাক্তাররা, তুলে দেওয়া হচ্ছে খাবার-জল! ছবি দিলেন কিঞ্জল IND vs BAN 1st Test Day 3 Live: জোড়া ছক্কায় হাফ-সেঞ্চুরি গিলের, ১০০ টপকাল ভারত মোদীর US সফরের আগে ভারত সরকারের নামে সেদেশে মামলা পান্নুনের, পঞ্জাবে তৎপর NIA অতিরিক্ত জাঙ্ক ফুড খেলে হতে পারে স্মৃতিশক্তি নষ্ট, বলছে গবেষণা IND vs BAN: অফ-স্পিনে ৩৯ বার আউট! কোহলিকে রোগ সারানোর কড়া দাওয়াই শাস্ত্রীর মলদ্বীপকে ৮৩৪ কোটি টাকার 'স্বস্তি' ভারতের, সাহায্যে আপ্লুত মুইজ্জুর সরকার India Under-19 বনাম Australia Under-19 ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? মশাল মিছিলের রাতে হঠাৎ দুর্যোগ! আরজি কর নিয়ে অদম্য কলকাতা,‘যতই আসুক বৃষ্টি ঝড়…’

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.