প্রধানমন্ত্রীর পর এবার বাংলার ভোট প্রচারে ময়দানে নামতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী সপ্তাহেই শাহ আসছেন রাজ্যে। বিজেপি সূত্রে খবর, আগামী ১০ তারিখ উত্তরবঙ্গ দিয়ে নির্বাচনী প্রচার শুরু করবেন শাহ। বালুরঘাটের প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে সেখানে সভা করার কথা আছে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে সুকান্ত মজুমদারের হাত ধরেই বালুরঘাট আসনটি পায় বিজেপি। এবারও তাঁর উপর ভরসা রাখা হয়েছে। অমিত শাহ প্রচার করবেন। আগামী ১৯ এপ্রিল লোকসভা নির্বাচনের প্রথম দফায় রাজ্যের তিনটি আসন— কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভোটগ্রহণ। তার আগে শাহের বঙ্গ সফর নিরঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
এদিকে দ্বিতীয় দফায় ২৬ এপ্রিল রাজ্যের তিনটি আসন—দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাটে ভোট আছে। সুকান্ত মজুমদার জানান, আগামী ১০ এপ্রিল অমিত শাহ আসছেন দক্ষিণ দিনাজপুরে। অমিত শাহের সভা বুনিয়াদপুরে রেলস্টেশনের মাঠে হওয়ার কথা। শিলিগুড়ি, কোচবিহারে পৃথক সভা করে উত্তরবঙ্গের তিন কেন্দ্রের দলীয় প্রার্থী জয়ন্তকুমার রায়, নিশীথ প্রামাণিক এবং মনোজ টিগ্গার হয়ে প্রচার করেছেন প্রধানমন্ত্রী। তারপর রবিবার আবার জলপাইগুড়িতে আসবেন মোদী। আর আগামী বুধবার বালুরঘাট থেকে বাংলার ভোটপ্রচার শুরু করবেন অমিত শাহ।
আরও পড়ুন: ডিসেম্বর মাসের মধ্যেই আবাসের প্রথম কিস্তির টাকা, বার্তা পৌঁছনোর নির্দেশ অভিষেকের
অন্যদিকে এখনও দুটি আসনে প্রার্থী দিতে পারেনি বিজেপি। সেটা কবে ঘোষণা করা হবে? জানা যায়নি। ইতিমধ্যেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্য চষে ফেলছেন নির্বাচনী প্রচার করে। তার উপর দলীয় প্রার্থীরাও জোরদার প্রচার করছেন। সেখানে পিছিয়ে পড়েছে বিজেপি। সেই পিছিয়ে পড়া থেকে সামনে নিয়ে আসা পর্যন্ত কাঁধে দায়িত্ব তুলে নিয়েছেন মোদী–শাহ। তাতে ফসল ঘরে ভাল উঠবে কিনা তা নিয়ে প্রশ্ন থাকতেই পারে। তবে রাজ্য সরকার এবং বাংলার মুখ্যমন্ত্রীকে আক্রমণ করাই মূল লক্ষ্য তাঁদের।
এছাড়া আগেই অমিত শাহ বাংলায় এসে লোকসভা নির্বাচনে আসন জয়ের টার্গেট বেঁধে দিয়েছিলেন। ৪২টি আসনের মধ্যে ৩৫ আসনে জিতবে বিজেপি বলেছিলেন। পরে অবশ্য অনেক নেতাই সেখান থেকে নেমে এসেছেন ২৫ সংখ্যায়। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ১৮ আসনে জিতেছিল বিজেপি। তার পর থেকে শুধুই হারের মুখ দেখেছে বিজেপি বাংলায়। এবার অনেকেই বলছেন, বিজেপির আসন সংখ্যা কমবে বাংলায়। সেটা যাতে না হয় তার জন্যই এই লাগাতার সফর। দলীয় কর্মীদের চাঙ্গা করে তুলতে আসছেন অমিত শাহ। নির্বাচনী প্রচারে আসার কথা বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা এবং একাধিক কেন্দ্রীয় মন্ত্রীর। তবে সেই সব প্রচার সূচি এখনও চূড়ান্ত হয়নি।