বাংলা নিউজ > ক্রিকেট > 2024 IPL অভিযান শেষ দীপক চাহার, মায়াঙ্ক যাদবের? সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না

2024 IPL অভিযান শেষ দীপক চাহার, মায়াঙ্ক যাদবের? সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না

2024 IPL অভিযান শেষ দীপক চাহার, মায়াঙ্ক যাদবের? সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

Mayank Yadav, Deepak Chahar doubtful for remainder of IPL 2024: চেন্নাই সুপার কিংসের দীপক চাহার এবং লখনউ সুপার জায়ান্টস দলের মায়াঙ্ক যাদব এই মরশুমে তাঁদের শেষ আইপিএলের ম্যাচ খেলে নিয়েছেন বলেই মত বিশেষজ্ঞদের। দুই পেসার যে চোট পেয়েছেন, তার গতি প্রকৃতি দেখে এমনটাই ধারণা করা হচ্ছে।

শুভব্রত মুখার্জি: চলতি আইপিএলের অভিযান কি শেষ হয়ে গেল দুই ভারতীয় পেসারের? চেন্নাই সুপার কিংসের দীপক চাহার এবং লখনউ সুপার জায়ান্টস দলের মায়াঙ্ক যাদব এই মরশুমে তাঁদের শেষ আইপিএলের ম্যাচ খেলে নিয়েছেন বলেই মত বিশেষজ্ঞদের। দুই পেসার যে চোট পেয়েছেন, তার গতি প্রকৃতি দেখে এমনটাই ধারণা ডাক্তারদের। মরশুম চলাকালীন মাঝপথেই চোটের কবলে পড়েছেন দুই পেসার। মায়াঙ্ক যাদব এই নিয়ে চলতি মরশুমেই দু'বার চোটের কবলে পড়লেন। ফলে তাঁর চোটের ম্যানেজমেন্ট নিয়েই প্রশ্ন উঠছে তাঁর ফ্র্যাঞ্চাইজি সুপার জায়ান্টসের বিরুদ্ধে। এই প্রশ্ন তুলেছেন প্রাক্তন তারকা অজি পেসার ব্রেট লি।

আরও পড়ুন: ওয়াংখেড়েতে ১২ বছরের শাপমুক্তি, স্টার্ক-নারিনের জাদুতে মুম্বইকে হারিয়ে প্লে-অফের দিকে এগোল নাইটরা

সিএসকে পেসার দীপক চাহারকে নিয়ে বলতে গিয়ে দলের সিইও কাশী বিশ্বনাথ জানিয়েছেন, ‘দীপকের চোটটা আমাদের কাছে মোটেও ভালো ঠেকছে না। আমি এখনই এটা বলব না যে, ওর মরশুম শেষ হয়ে গিয়েছে। তবে এটা নিশ্চিত এই মরশুমে ওর খেলার বিষয়ে প্রশ্নচিহ্ন রয়ে গিয়েছে।’ চিপকে সিএসকের হয়ে পঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলার সময়ে এই চোট পান ভারতীয় পেসার। দুই বল করার পরেই তাঁর হ্যামস্ট্রিংয়ে চোট লাগে। রবিবার সিএসকে তাদের পরবর্তী ম্যাচেও খেলবে পঞ্জাবের বিরুদ্ধে। ধরমশালাতে এই ম্যাচ খেলবে দুই দল। ১৪ কোটি টাকায় দীপক চাহারকে কিনেছিল সিএসকে‌। সিএসকের সঙ্গে ধরমশালাতে যাচ্ছেন না এই ভারতীয় পেসার।

আরও পড়ুন: MI-কে হারিয়ে প্লে-অফ কার্যত পাকা করে ফেলল KKR, মুম্বইয়ের আশার প্রদীপ নিভু নিভু

চাহারের চোট নিয়ে কোচ স্টিফেন ফ্লেমিং জানিয়েছেন, ‘দীপক চাহারকে দেখে আমার ভালো লাগছে না। প্রাথমিক অনুভূতি একেবারেই ভালো নয়। ফিজিয়ো এবং ডাক্তাররা ওকে পর্যবেক্ষণ করছে।’ পাশাপাশি মাহিশা পাথিরানারও হাল্কা চোট রয়েছে। তুষার দেশপান্ডের আবার হাল্কা জ্বর হয়েছে। অন্য দিকে মায়াঙ্ক যাদব লখনউ সুপার জায়ান্টসের শেষ ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে কামব্যাক করেন। কিন্তু গোটা ম্যাচে খেলতে পারেননি। মাত্র ৩.১ ওভার বোলিং করার পরে ফের পুরনো চোটের জায়গাতেই ব্যথা অনুভব করায় উঠে যেতে হয় তাঁকে। 'সাইড স্ট্রেন' হওয়ার ফলে তাড়াতাড়ি মাঠ ছেড়ে উঠে যেতে হয়েছিল তাঁকে। মায়াঙ্কের চোট দেখে বিশেষজ্ঞদের অনুমান ৪-৬ সপ্তাহ লাগবে এই চোট সারতে। লখনউ তাদের পরের ম্যাচ খেলবে রবিবার নাইট রাইডার্সের বিপক্ষে। ফলে সেই ম্যাচে মায়াঙ্কের না থাকার সম্ভাবনাই বেশি।

ক্রিকেট খবর

Latest News

ভারতে এসে ফেসবুকে ভারত ভাগের হুমকি, ঘাড় ধরে বাংলাদেশিকে ফেরত পাঠাল মোদী সরকার মৌসুমীকে আক্রমণ কুণাল-দেবাংশুর, তথাগত লিখলেন, ‘পার্থক্য কোথায় রগড়ে দেব পার্টি..' সাউন্ডটা কমাবে? গণেশ পুজোয় তারস্বরে গান, সহ্য করতে না পেরে নিজেকে শেষ করলেন রোগী এবার টালা থানার ওসির স্ত্রীকে তলব করল সিবিআই, আজ দুপুরেই জিজ্ঞাসাবাদ শুরু ভালবাসায় মোড়া হৃদয়! চমকে দিয়ে বিয়ের পিঁড়িতে অদিতি-সিদ্ধার্থ, সাজে অপরূপ বর-কনে ভাদ্রে বিশ্বকর্মাপুজো ২০২৪র আবহে সংক্রান্তির তিথি দেখে নিন ‘এরপরও বলবেন মুখ্যমন্ত্রী আলোচনা নিয়ে…’ কালীঘাট-বৈঠক নিয়ে ভিডিয়ো পোস্ট TMC নেতার ICU-তে ভর্তি সৌদি আরবের জাতীয় দলের ফুটবলার! অ্যাপার্টমেন্টে থেকে পড়ে আহত ফাহাদ ভারী বৃষ্টি চলবে ৭ জেলায়, ৬০ কিমিতে ঝড়, কোন ৮টিতে ঝোড়ো হাওয়ার বেগ কম থাকবে? টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের গ্রেফতারির পর এবার তাঁর স্ত্রীকে ডাকল CBI

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.