২০২৪ লোকসভা ভোট শুরু হতে আর ২৪ ঘণ্টা বাকি। রাত পোহালেই দেশে প্রথম দফার ভোট শুরু হতে চলেছে ১৯ এপ্রিল। এদিকে, তার ঠিক আগে রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানাল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের অভিযোগ, প্রচারের নির্ধারিত সময় পার হওয়ার পর ‘সাইলেন্ট পিরিয়ড’ এ ভোট কেন্দ্রে যাওয়ার চেষ্টা করেছেন রাজ্যপাল। যা নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী বেআইনি।
প্রসঙ্গত, ২০২৪ লোকসভা ভোটে ১৯ এপ্রিল বাংলার একাধিক জায়গায় রয়েছে ভোট। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই তিন জেলায় রয়েছে আগামিকাল ভোট। এদিকে, রাজভবন সূত্রের খবর ছিল, ভোটের দিন সারাদিন কোচবিহারে থাকতে চেয়েছন রাজ্যপাল। তবে ভোটের দিন তাঁকে সেখানে যেতে স্পষ্টত বারণ করে দিয়েছে কমিশন। কোচবিহারে ভোটর সময় রাজ্যপাল থাকলে, তা নির্বাচনী বিধি ভঙ্গ করতে পারে বলে জানিয়েছে কমিশন। উল্লেখ্য, ভোটের প্রচার পর্বের শেষে প্রথম দফার কেন্দ্রগুলিতে এখন ‘সাইলেন্স পিরিয়ড’। সেখানে ভোটের কাজে যুক্ত প্রশাসনিক কর্তারা ও কর্মীরা ছাড়া বিধি ভেঙে কেউ ঘোরাফেরা করতে পারেন না। রাজ্যপাল সেখানে গেলে বিধি ভঙ্গ হবে, সেই কারণেই কমিশন তাঁকে সেখানে না যেতে অনুরোধ করেছে।
এদিকে, ভোট শুরুর আগেই উত্তপ্ত হয়েছে কোচবিহারের দিনহাটা। ভেটাগুড়ির বাজারে তৃণমূল কর্মীদের উপর হামলার অভিযোগ রয়েছে বিজেপির বিরুদ্ধে। এর প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়েছে ঘাসফুল শিবিরে। তৃণমূলের অভিযোগ ছিল ভোটের প্রচার থেকে কর্মীরা ফেরার সময় তাঁদের উপর বিনা প্ররোচনায় বিজেপির সদস্যরা হামলা করেন। ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইতিমধ্যেই নির্বাচন কমিশন প্রথম ও দ্বিতীয় দফার ভোটের সময়ের স্পর্শকাতর বুথের সংখ্যা জানান দিয়েছে। প্রথম ও দ্বিতীয় দফা মিলিয়ে উত্তরবঙ্গে মোট ৬ টি আসনে মোট ১৮৬২ টি স্পর্শকাতর বুথ রয়েছে। উল্লেখ্য, ১৯ এপ্রিল পশ্চিমবঙ্গে যে আসনগুলিতে প্রথম দফার ভোট হবে, তাতে স্পর্শকাতর বুথের সংখ্যা কোচবিহারে ১৯৬ টি, আলিপুরদুয়ারে ১৫৯, জলপাইগুড়িতে ৩৫৯ টি রয়েছে। উল্লেখ্য, প্রথম দফার ভোটে কোচবিহারে ভোট হবে মোট ২০৪৩ টি কেন্দ্রে, আলিপুরদুয়ারে মোট ১৮৬৭ টি কেন্দ্রে, জলপাইগুড়িতে মোট ১৯০৪টি কেন্দ্রে।