বাংলা নিউজ > ভোটযুদ্ধ > Sub-Cate Quota: তফশিলি জাতির 'সাব-কোটা' নিয়ে কমিটি গঠনের ঘোষণা প্রধানমন্ত্রী মোদীর

Sub-Cate Quota: তফশিলি জাতির 'সাব-কোটা' নিয়ে কমিটি গঠনের ঘোষণা প্রধানমন্ত্রী মোদীর

নরেন্দ্র মোদী (PTI)

বিহারের জাতিগত জনগণনার পর থেকেই এই ইস্যুতে বিরোধী এবং গেরুয়া শিবিরের চাপানউতোর জারি আছে। কংগ্রেস বিভিন্ন রাজ্যে জাতিগত জনগণনার প্রতিশরুতি দিয়েছে। এদিকে রাহুল গান্ধী অভিযোগ করেন, দেশের জাতিগত জনগণনা সংক্রান্ত তথ্য আছে কেন্দ্রীয় সরকারের কাছে, তবে তা প্রকাশ করা হয়নি। 

তফশিলি জাতির মধ্যে বিভিন্ন গোষ্ঠীর পৃথক সংরক্ষণের বিষয়টি খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করা হবে ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল তেলাঙ্গানার সেকেন্দ্রাবাদে একটি জনসভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী মোদী। সেই অনুষ্ঠানটি ছিল মদিগা জাতিগোষ্ঠীর সম্মেলন। সেখান থেকেই মোদী বলেন, এতকাল যত রাজনৈতিক দল তাদের প্রতিশ্রুতি পূরণ করেনি, তাদের হয়ে আমি ক্ষমা চাইছি। উল্লেখ্য, দীর্ঘ তিন দশক ধরে মদিগারা সাব কোটার দাবি করেছে অন্ধ্র এবং তেলাঙ্গানায়। এই আবহে মদিগাদের দাবি অনুযায়ী যদি সাব কোটার বিষয়টি কার্যকর করা হয়, তাহলে তা গোটা দেশেই প্রযোজ্য হবে বলে মনে করা হচ্ছে। (আরও পড়ুন: প্রথায় পড়ল না চিড়, সেনার সঙ্গে দিওয়ালি উদযাপনে এবার কোথায় গেলেন মোদী?)

প্রসঙ্গত, বিহারের জাতিগত জনগণনার পর থেকেই এই ইস্যুতে বিরোধী এবং গেরুয়া শিবিরের চাপানউতোর জারি আছে। কংগ্রেস বিভিন্ন রাজ্যে জাতিগত জনগণনার প্রতিশরুতি দিয়েছে। এদিকে রাহুল গান্ধী অভিযোগ করেন, দেশের জাতিগত জনগণনা সংক্রান্ত তথ্য আছে কেন্দ্রীয় সরকারের কাছে, তবে তা প্রকাশ করা হয়নি। এই সব রাজনৈতিক অঙ্ক কষার মাঝে মোদী বড় ঘোষণা করলেন সাব-কোটা নিয়ে।

গতকাল সভা মঞ্চ থেকে কেসিআর-এর সরকারকে তোপ দাগেন মোদী। প্রধানমন্ত্রী বলেন, 'তেলাঙ্গানা এখন ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে। বিগত ১০ বছর ধরে এই রাজ্যে যে সরকার ক্ষমতায় রয়েছে, তারা তাদের প্রতিশ্রুতি পূরণ করেনি। মদিগা জাতিকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা এই তেলাঙ্গানা সরকার পূরণে ব্যর্থ। এদিকে তেলাঙ্গানা গঠনের ক্ষেত্রে কংগ্রেস যে কীভাবে বাধা সৃষ্টি করেছিল, তা কে ভুলে গিয়েছে? তবে এত বলিদানের পর যখন তেলাঙ্গানা গঠন হয়, তখন বিআরএস নেতারা কংগ্রেসের কাছে ছুটে গিয়েছিলেন ধন্যবাদ জানাতে। তাই কংগ্রেস এবং বিআরএস, উভয়ের থেকেই সাবধান থাকতে হবে। এই দুই দলই দলিত বিরোধী। বিআরএস নয়া সংবিধান চেয়ে বিআর আম্বেদকরকে অসম্মান করেছিল। কংগ্রেসও আম্বেদকরের বিরোধিতা করেছিল এবং তাঁকে দ্বিতীয়বারের জন্য নির্বাচনে জিততে দেয়নি। কংগ্রেসের কারণেই বাবাসাহেবকে ভারত রত্নে ভূষিত করা যায়নি।'

এদিকে নরেন্দ্র মোদী প্রতিশ্রুতি দিলেন, যদি বিজেপি তেলাঙ্গানায় ক্ষমতা আসে তাহলে তারা কোনও এক ওবিসি নেতাকেই মুখ্যমন্ত্রী করবে। উল্লেখ্য, বিগত তিন দশক ধরে মদিগা সমিতি তাদের জন্য ওবিসি ভাগে সাব-কাস্ট সংরক্ষণের দাবি করে এসেছে। উল্লেখ্য, তেলাঙ্গানার তফশিলি জাতিভুক্তদের মধ্যে মদিগা হল অন্যতম বৃহত্তম জনগোষ্ঠী। ঐতিহাসিক ভাবে মুচি বা মেথরের কাজ করে এসেছে মদিগারা। এই আবহে গতকালকের জনসভা থেকে মদিগা নেতা কৃষ্ণকে 'নিজের ভাই' বলে সম্বোধন করেন মোদী। প্রধানমন্ত্রী বলেন, 'আমার ভাই কৃষ্ণ, আপনার এই আন্দোলনে বিগত বছরগুলিতে অনেকের থেকেই হয়ত সাহায্য পেয়েছেন। আজ থেকে আরও একজনের সাহায্য পাবেন আপনি। আমার। আমি এখানে সব রাজনৈতিক দলের হয়ে ক্ষমা চাইতে এসেছি। তারা বারবার আপনাদের প্রতিশ্রুতি দিয়ে তা ভঙ্গ করেছে।'

বন্ধ করুন