বাংলা নিউজ > ভোটযুদ্ধ > পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021 > মাদক মামলায় গ্রেফতার আরও ১ অভিযুক্ত, রাকেশ সিংকে আদালতে পেশ করল পুলিশ

মাদক মামলায় গ্রেফতার আরও ১ অভিযুক্ত, রাকেশ সিংকে আদালতে পেশ করল পুলিশ

মাদক কাণ্ডে গ্রেফতার সুরজ। 

কলকাতা পুলিশ সূত্রের খবর, পামেলা গোস্বামীর গাড়িতে মাদক রেখেছিলেন অমৃত সিং নামে একজন যুবক। রাকেশ সিংয়ের নির্দেশে পামেলার গাড়িতে মাদক রাখে সে।

মাদককাণ্ডে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। সুরজ কুমা শাহ নামে ওই যুবক এই ঘটনায় অন্যতম অভিযুক্ত অমৃত সিংকে পালাতে সাহায্য করেছিলেন বলে দাবি তদন্তকারীদের। সোমবার তাঁকে গ্রেফতারির পর আদালতে পেশ করেছে পুলিশ। এদিন ফের আদালতে পেশ করা হয়েছে বিজেপি নেতা রাকেশ সিংকেও। 

কলকাতা পুলিশ সূত্রের খবর, পামেলা গোস্বামীর গাড়িতে মাদক রেখেছিলেন অমৃত সিং নামে একজন যুবক। রাকেশ সিংয়ের নির্দেশে পামেলার গাড়িতে মাদক রাখে সে। এর পর পুলিশ যখন পামেলার গাড়ি তল্লাশি করছে তখন গাড়ি থেকে নেমে একটি স্কুটারে করে পালায় অমৃত। আগেই সেখানে স্কুটার নিয়ে দাঁড়িয়ে ছিলেন সুরজ। তার স্কুটারেই ঘটনাস্থল ছাড়ে অমৃত। অমৃত সিংকে ধরতে ইতিমধ্যে বিভিন্ন রাজ্যে তল্লাশি শুরু করেছে পুলিশ। 

এদিন সুরজকে আদালতে পেশ করে পুলিশ। হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় এদিন আদালতে পেশ করা হয় বিজেপি নেতা রাকেশ সিংকেও। রাকেশকে আদালতে পেশ করার সময় আদালত চত্বরে স্লোগান দিতে থাকেন তাঁর সমর্থকরা। সেই সময় তাঁর বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে বলে সংবাদমাধ্যমের কাছে ফের অভিযোগ করেন রাকেশ।

 

বন্ধ করুন