বাংলা নিউজ > ভোটযুদ্ধ > পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021 > হেস্টিংস অফিসে মনিরুল ইসলাম, বৈঠক মুকুল রায়ের সঙ্গে, তৈরি হল জল্পনা

বিজেপির নয়া কলকাতা অফিসে কেন গেলেন মনিরুল ইসলাম?‌ এই প্রশ্নই এখন উঠতে শুরু করেছে। বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হয়েছে শুক্রবার। আর শনিবার দুপুরেই হাজির তিনি হেস্টিংসের বিজেপি অফিসে। এখনও প্রার্থী তালিকা ঘোষণা করেনি বিজেপি। তার মধ্যেই এই বীরভূমের লাভপুরের বিধায়ক মনিরুল ইসলামের আগমণ জল্পনা তৈরি করেছে। এবার কি তাহলে মনিরুলকে প্রার্থী করবে বিজেপি? যদিও বিষয়টি নিয়ে কেউ মুখ খোলেনি।

২০‌১৯ সালের লোকসভা নির্বাচনের আগে এই মনিরুল তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। তখন তাঁকে নিয়ে রাজ্য বিজেপির অন্দরেই তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছিল। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে তিনি তখন জানিয়েছিলেন নিজের ইস্তফা দেওয়ার কথা। আজ তাঁকেই দেখা গেল হেস্টিংসের অফিসে মুকুল রায়ের সঙ্গে বৈঠক করতে। আর তা থেকেই তৈরি হয় মনিরুলের কামব্যাকের জল্পনা।

কিন্তু যাঁর বিরুদ্ধে বিজেপি কর্মীকে খুনের অভিযোগ, তাঁকেই বিজেপিতে নেওয়ায় রীতিমতো দল ছাড়ার হুমকি দিয়েছিলেন বিজেপির অনেকেই। বাধ্য হয়ে চাপের মুখে বিজেপি ছাড়তে চেয়ে ইস্তফাপত্র লিখেছেন লাভপুরের বিধায়ক, এমন খবর তখন সংবাদে জায়গা পেয়েছিল। এমনকী মুকুল রায়ও স্বীকার করে নিয়েছিলেন মণিরুলের দল ছাড়ার ইচ্ছার কথা। তবে মুকুল রায় জানান, ‘মনিরুলকে দল থেকে সাসপেন্ড করা হয়নি।’

এই পরিস্থিতিতে একুশের ভোটের মুখে ফের বিজেপি অফিসে মনিরুলের উপস্থিতি এবং মুকুল রায়ের সঙ্গে তাঁর বৈঠক জল্পনা তৈরি করল। তবে জেলা সূত্রে খবর, মনিরুল এবার আর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। বরং মনিরুল নিজের বড় ছেলে আসিফ ইসলামকে বিজেপির টিকিটে যাতে প্রার্থী করা হয় তাই সক্রিয় হয়েছেন। এখন দেখার বিষয় মনিরুল বা তাঁর ছেলেকে বিজেপি প্রার্থী করে কিনা।

বন্ধ করুন