বাংলা নিউজ > ভোটযুদ্ধ > তৃণমূল নেতার কাছে 'শুভেন্দুর প্রার্থী'কে নিয়ে ফোন শিশিরের!পুরভোট শুরুর ঠিক আগে ভাইরাল বিস্ফোরক অডিয়ো

তৃণমূল নেতার কাছে 'শুভেন্দুর প্রার্থী'কে নিয়ে ফোন শিশিরের!পুরভোট শুরুর ঠিক আগে ভাইরাল বিস্ফোরক অডিয়ো

শিশির অধিকারী। (ফাইল ছবি, সৌজন্য ফেসবুক)

কাঁথির বুকে বিজেপি প্রার্থীদের জেতানোর লক্ষ্যে ময়দানে নেমেছেন শুভেন্দু অধিকারী। সেই লক্ষ্যে তিনি প্রচারও চালিয়েছেন। এদিকে, অডিয়ো সামনে রেখে রাজ্যের শাসকদল তৃণমূলের দাবি, শিশির অধিকারী তৃণমূলের সাংসদ হয়েও ভোটের দাবি করছেন বিজেপি প্রার্থীর জন্য।

বাংলার ১০৮ আসনে পুরসভা ভোটের রণদামামা বেজে ওঠার ঠিক আগেই বাংলার রাজনীতি কাঁপিয়ে একটি অডিয়ো ক্লিপ ভাইরাল হয়ে যায়। যদিও অডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। এক জনপ্রিয় বাংলা দৈনিকের খবর অনুযায়ী, শিশির অধিকারী পুরভোটের ঠিক আগেই ছেলে 'শুভেন্দুর প্রার্থী'কে 'দেখে নিও' বলে আবেদন রাখেন এক তৃণমূল নেতার কাছে। ফোনে চলে কথপোকথন। আর সেই ফোনবার্তার অডিও ভাইরাল হয়। উল্লেখ্য, পুরভোট শুরু হওয়ার ঠিক আগের দিন অর্থাৎ শনিবার এই অডিয়ো প্রকাশ্যে আসে।

উল্লেখ্য, কাঁথির বুকে বিজেপি প্রার্থীদের জেতানোর লক্ষ্যে ময়দানে নেমেছেন শুভেন্দু অধিকারী। সেই লক্ষ্যে তিনি প্রচারও চালিয়েছেন। এদিকে, অডিয়ো সামনে রেখে রাজ্যের শাসকদল তৃণমূলের দাবি, শিশির অধিকারী তৃণমূলের সাংসদ হয়েও ভোটের দাবি করছেন বিজেপি প্রার্থীর জন্য। ঘটনা নিয়ে ওই সংবাদমাধ্যম শিশির অধিকারীকে প্রশ্ন করলে, কাঁথির বর্ষীয়ান রাজনীতিবিদ তথা সাংসদ বলেন, ভোট দিতে বলাটা কি অপরাধের?উল্লেখ্য, পুরভোট শুরুর ২৪ ঘণ্টা আগে যে অডিয়ো ক্লিপ ভাইরাল হয়েছে তাতে দুজনের কণ্ঠস্বর শোনা যাচ্ছে। সেখানে একজন বর্ষীয়ানের কণ্ঠস্বর শোনা যাচ্ছে। যিনি নিজেকে শিশির অধিকারী বলে পরিচয় দিচ্ছেন। অন্যদিকে, একজন তরুণ ফোনের অপর প্রান্ত থেকে তাঁর কথার জবাব দিচ্ছেন। তরুণ নিজেকে ১৩ নম্বর ওয়ার্ডের নিত্যানন্দ বলে পরিচয় দিয়েছেন। এরপর ওই বর্ষীয়ান বলেন, 'আমার ছেলে বলেছিল, আপনাকে ফোন করে একবার বলতে। একটু দেখে নেবেন বাবা।' উত্তরে ওই তরুণ প্রশ্ন করেন কাকে দেখতে হবে? যার জবাবে বয়স্ক ব্যক্তি বলেন, 'শুভেন্দুর প্রার্থী।' পাল্টা ওই তরুণ প্রশ্ন করেন, 'শুভেন্দুর প্রার্থী' বলতে কে? যার উত্তরে বর্ষীয়ান বলেন, সে আপনাকে দেখে নিতে হবে। এরপর কথপোকথন সূত্রে ওই বর্ষীয়ান বলেন, 'তৃণমূল পার্টিতে যাঁরা আছেন সেটা আপনি আমার থেকে বেশি জানেন। আপনি বুদ্ধিমান লোক। চোর-ডাকাত চেনেন না?' ওই বর্ষীয়ান ব্যক্তি বলেন, 'আমি খুব বিনীতভাবে' বলছি।

 

উল্লেখ্য, কথপোকথনের মাঝে নিজেকে নিত্যানন্দ বলে পরিচয় দেওয়া ব্যক্তি প্রশ্ন করেন, 'শুভেন্দু তো বিজেপি করেন। আপনিও তা হলে বিজেপি-কে দিতে বলছেন?' কথায় কথায় ওই তরুণ বলেন, 'স্যার আপনি যদি সাংসদ পদ ছেড়ে নেমে পড়তেন , তাহলে সব জিতে যেত'। এরপর ধীরে ধীরে খোঁচার সুরে নিত্যানন্দ নামের ওই ব্যক্তি বর্ষীয়ান শিশির অধিকারী পরিচয় দেওয়া ব্যক্তিকে বলেন, 'জয় বাংলা বুড়ো বয়সে ভীমরতি।' এদিকে, কাঁথিতে শাসক দল তৃণমূলের দাবি, বিভিন্ন ওয়ার্ডে ঘাসফুল শিবিরের নেতাকে ফোন করে শিশির অধিকারী বিজেপিকে সমর্থনের কথা বলেন। যদিও বিজেপির দাবি, পুরভোট অনেকাংশেই দলের উর্ধ্বে, সেখানে দলীয় প্রার্থীর চেয়ে ভালো প্রার্থীকে অনেক সময়ই প্রাধান্য দেওয়া হয়।

ভোটযুদ্ধ খবর

Latest News

অক্ষয় তৃতীয়াকে বলা হয় স্বয়ংসিদ্ধ মুহূর্ত, জেনে নিন এই সম্পর্কিত ১০টি বিষয় আমাকে একটা বল তো খেলতে দাও:- বাবরদের অনুশীলনে কাতর আবেদন পাকিস্তানের নির্বাচকের ‘আমি যা হয়েছি,যতটুকু হয়েছি সবটাই ভিসি স্যারের জন্য’, বললেন গুকেশ ‘‌প্রচুর বুথে পুনর্নির্বাচন হওয়া দরকার’‌, ভোট মিটতেই সুর চড়ালেন বিজেপি প্রার্থী রবিতে বাংলার ৩ জেলায় ঝড়-বৃষ্টি! বৃহস্পতি পর্যন্ত কবে ও কোথায় বর্ষণ? রইল তালিকা সন্দেশখালিতে TMC নেতার বাড়িতে মিলল বিপুল বিস্ফোরক, নিষ্ক্রিয় করতে পৌঁছল NSG কুয়ো খুঁড়তে গিয়ে বেরিয়ে এল কালো সোনা, বাংলায় নতুন জায়গায় সন্ধান মিলল কয়লার মুর্শিদাবাদে রামনবমীতে বিক্ষিপ্ত অশান্তি হয়েছে, আদালতে রিপোর্ট দিয়ে দাবি রাজ্যের নাইট রাইডার্সে নিশাচর প্রাণী,দিনে ঘুমোয়,রাতে জাগে, কাদের কথা বললেন ওয়াসিম আক্রম? কদিন আগে ছেলের ‘প্রেম’ নিয়ে ওঠে প্রশ্ন! ‘আমি বাড়ি না থাকলে ও খুশি’, ফাঁস রচনার

Latest IPL News

আমাকে একটা বল তো খেলতে দাও:- বাবরদের অনুশীলনে কাতর আবেদন পাকিস্তানের নির্বাচকের নাইট রাইডার্সে নিশাচর প্রাণী,দিনে ঘুমোয়,রাতে জাগে, কাদের কথা বললেন ওয়াসিম আক্রম? বেটিং অ্যাপে IPL স্ট্রিমিং! তামান্নাকে সমন মহারাষ্ট্র সাইবার সেলের;এড়ালেন সঞ্জু স্লো উইকেটে ২০৭ করতে পারে না, আবার টার্গেট ৩০০, হেডের সমালোচনায় হার্শেল গিবস মাত্র ৮ ম্যাচেই ১০০ ছক্কা, রেকর্ড বুকে নাম উঠল সানরাইজার্স হায়দরাবাদের সামাদ আউট হতেই মুখ বেঁকিয়ে অঙ্গভঙ্গি, নেটপাড়ায় ভাইরাল কাব্য মারানের প্রতিক্রিয়া SRH-কে হারানোর পর, RCB-র প্লে-অফে ওঠার ক্ষীণ আলো দেখা গিয়েছে, তবে অঙ্কটা জটিল তাঁর প্রতি বিশ্বাস হারালে,পন্ত কী করেন- ভক্তের ভিডিয়ো দেখে উচ্ছ্বসিত DC অধিনায়ক টস জিতে ডু'প্লেসির ব্যাটিংয়ের সিদ্ধান্তে সহমত ছিলেন না- স্বীকার করলেন গ্রিন স্টার্ককে বাদ দেবে KKR? বদলে অভিষেক হবে চামিরার? বড় বদল হতে পারে PBKS-এর একাদশে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.