বাংলা নিউজ > বায়োস্কোপ > Raktobeej Poster: হাজির পুজোর ছবির পোস্টার, আবির-মিমি অভিনীত রক্তবীজে এত মুখোশ কেন

Raktobeej Poster: হাজির পুজোর ছবির পোস্টার, আবির-মিমি অভিনীত রক্তবীজে এত মুখোশ কেন

আবির-মিমি অভিনীত রক্তবীজে এত মুখোশ কেন

Raktobeej Poster: স্বাধীনতা দিবসে মুক্তি পেল রক্তবীজের অফিসিয়াল পোস্টার। মিমি চক্রবর্তী, ভিক্টর বন্দ্যোপাধ্যায় এবং আবির চট্টোপাধ্যায় ধরা দিলেন নতুন অবতারে।

পুজোয় এবার পুজোর ছবি, হ্যাঁ, এমনটাই ট্যাগলাইন উইন্ডোজ প্রোডাকশন হাউজ প্রযোজিত ছবি রক্তবীজের। শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় পরিচালিত এই ছবির অফিসিয়াল পোস্টার মুক্তি পেল স্বাধীনতা দিবসে। দেখা গেল আবির চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী এবং ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের ফার্স্ট লুক।

খাগড়াগড় কাণ্ডের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এই ছবি। ২০১৪ সালে ২ অক্টোবর, দুর্গাপুজোর সময় বর্ধমানের খাগড়াগড়ে একটি বাড়িতে ভয়াবহ বিস্ফোরণের জেরে কেঁপে উঠেছে এলাকা। তৈরি হয়েছিল ভয়ের পরিবেশ। সরগরম হয়ে ওঠে রাজ্য রাজনীতি। সেই ভয়ঙ্কর বিস্ফোরণের ইতিবৃত্ত এবার বড় পর্দায়।

এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে আবির চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী, ভিক্টর বন্দ্যোপাধ্যায়, সত্যম ভট্টাচার্য, প্রমুখকে। স্বাধীনতা দিবসের দিন উইন্ডোজ প্রোডাকশন হাউজের তরফে এই ছবির অফিসিয়াল পোস্টার শেয়ার করা হয়

সেখানে দেখা যাচ্ছে উপরের অংশে তিরঙার সামনে একদিকে বন্দুক হাতে দাঁড়িয়ে আবির, অন্যদিকে মিমি। আর মাঝে রয়েছেন ভিক্টর। ছবির নিচের দিকে মুখোশ পরা মানুষের ভিড় এবং দেবী দুর্গার একটি মূর্তি। মাঝে লেখা ছবির নাম রক্তবীজ।

এই ছবির পোস্টার শেয়ার করে লেখা হয়, 'চলেছে একদল বীর, পায়ে পায়ে ষড়যন্ত্রের তাস, নদীর এপারে যা বিপ্লব ওপারে সন্ত্রাস। রক্তবীজ আসছে উনিশে অক্টোবর বাংলা, উড়িয়া, অসমীয়া এবং হিন্দি ভাষায়। পুজোয় এবার পুজোর ছবি।' একই সঙ্গে প্রযোজনা সংস্থার তরফে এই পোস্টের ক্যাপশনে লেখা হয়, 'সাহস এবং লড়াইয়ের এক দুর্দান্ত কাহিনির সাক্ষী থাকুন এবার। উইন্ডোজ এবং সাগর আগরওয়াল নিবেদিত, উইন্ডোজ প্রযোজিত এই ছবি আগামী ১৯ অক্টোবর মুক্তি পাচ্ছে বড় পর্দায়।'

প্রসঙ্গত এই ছবিটিও গোটা ভারত জুড়ে মুক্তি পাচ্ছে তাও একাধিক ভাষায়। হিন্দি, বাংলা, ওড়িয়া এবং অহমিয়া ভাষায় মুক্তি পাবে এই ছবি। এটাই প্রথম ছবি যেটার জন্য প্রথমবার রাষ্ট্রপতি ভবনে শুটিং করা হয়। এই ছবিতে সোশ্যাল মিডিয়া স্টার নন্দী সিস্টার্স অর্থাৎ অন্তরা নন্দী এবং অঙ্কিতা নন্দী গান গেয়েছেন। ইতিমধ্যেই এই ছবির শুটিং হয়ে গিয়েছে। এই প্রথম শিবপ্রসাদ এবং নন্দিতা জুটি কোনও থ্রিলার ছবি নিয়ে আসছেন। ফলে কেমন হয় গোটা বিষয়টা সেটা দেখার জন্যই সকলে মুখিয়ে আছেন।

বন্ধ করুন