দুই বাংলার জনপ্রিয় নায়ক ফিরদৌস আহমেদ। এক সময় দুই দেশের বাংলা ছবিতে অভিনয় করে দর্শকদের মনে জায়গা তৈরি করে নিয়েছেন তিনি। প্রায়শই ও দেশ থেকে এ দেশে তাঁর যাতায়াত লেগেই থাকে। কিছুদিন আগেই কলকাতায় এসেছিলেন তিনি। দেখা করেছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে।
দীর্ঘ ৭ বছর পর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন ফিরদৌস। ঘণ্টাখানেক একসঙ্গে জমিয়ে আড্ডা দিয়েছেন দুজনে। দুই বন্ধুর সাক্ষাতের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে প্রসেনজিৎ লিখেছেন, ‘অনেক দিন বাদে হঠাৎ দেখা দোস্তের সাথে। ধন্যবাদ সেটের এখানে আসার জন্য।’
প্রসেনজিতের পোস্টের পর সেই ছবি নজর কেড়েছে নেটিজেনদের। দুই তারকার ভক্তরা প্রকাশ করছেন তাদের মন্তব্য। জানিয়েছেন ভালোবাসা ও শুভেচ্ছা। অনেকে আবার দাবি করেছেন, এক সিনেমায় দুই বন্ধুকে দেখতে চান। আরও পড়ুন: 'তুমি আমার পৃথিবী', মা অমৃতার জন্মদিনে আবেগপ্রবণ পোস্ট সারার
এ দিকে ফিরদৌসও তাঁর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে ফেসবুকে ছবি পোস্ট করে লিখেছেন, ‘প্রসেনজিৎ আমার প্রিয় বুম্বাদা... কতদিন পর দেখা হলো... অনেক কথা, অনেক আড্ডা, অনেক হাসি, কত স্মৃতি... লাভ ইউ বুম্বাদা।’
এই আড্ডা প্রসঙ্গে ফিরদৌস বংলাদেশের এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘অনেকদিন পর বুম্বাদার সঙ্গে দেখা হয়েছে। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমাদের। ৭ বছর তো হবেই। একটুও বদলাননি তিনি। সেই আগের মতোই আন্তরিকতা ও ভালোবাসায় আবদ্ধ করলেন আমাকে। তাঁর ব্যবহারে সবসময় আমি মুগ্ধ। এত বছর পর আবারো মুগ্ধ হলাম। বুম্বাদা ঢাকার সিনেমার সব খবর রাখেন। ঢাকায় আসার ইচ্ছে প্রকাশ করেছেন। তিনি এলে খুব খুশি হব।’
একসঙ্গে ‘প্রতিহিংসা’ ও ‘ফুল আর পাথর’ দুটি সিনেমায় অভিনয় করেছেন ফিরদৌস আর প্রসেনজিৎ। বলা বাহুল্য, প্রসেনজিতের মতো ফিরদৌসও নিজ প্রতিভাগুণে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠিত হয়েছেন। বেশ কিছু ব্যবসা সফল ছবি উপহার দিয়েছেন। পেয়েছেন একাধিক জাতীয় পুরস্কার।
কর্মক্ষেত্রেই প্রসেনজিতের সঙ্গে বন্ধুত্ব হয় ফিরদৌসের। বর্তমানে কাজের সূত্রেই কলকাতায় আছেন ফিরদৌস। তিনি যেখানে আছেন, খবর পান তার পাশেই শ্যুটিং করছেন বন্ধু প্রসেনজিৎ। দেরি না করে দেখা করতে ছুটে যান। দুই অভিনেতাকে একফ্রেমে দেখে মুগ্ধ তাঁদের অনুরাগীরা।