বাংলা নিউজ > বায়োস্কোপ > Madhubani: ‘আমি-রাজা হাসাহাসি করি… লিভ ইন করলেই পারে…!’, জিতু-নবনীতা-স্নেহালকে নিয়ে চর্চার মাঝে মধুবনীর বক্তব্য ভাইরাল

Madhubani: ‘আমি-রাজা হাসাহাসি করি… লিভ ইন করলেই পারে…!’, জিতু-নবনীতা-স্নেহালকে নিয়ে চর্চার মাঝে মধুবনীর বক্তব্য ভাইরাল

টলিউডে ‘পরকীয়া’র চর্চা, মুখ খুললেন নবনীতা। 

বিয়ে ভাঙা নিয়ে আজকাল রোজই খবরে আসছেন জিতু-নবনীতা। সঙ্গে আরও একটা নাম উঠে আসছে খবরে। তা হল স্নেহাল অধিকারি। এসবের মাঝেই ‘টলিউডের পরকীয়া’ নিয়ে মুখ খুললেন মধুবনী গোস্বামী। 

টলিপাড়ায় সম্পর্ক ভাঙাগড়ার চর্চা কিছু নতুন নয়। তথাগত-দেবলীনা থেকে শুরু করে জিতু-নবনীতা, সাম্প্রতিক সময়ে একাধিক বিয়ে ভাঙার খবর সামনে এসেছে। একসময় যাদের পাওয়ার কাপল হিসেবে ধরা হত, তাঁরাই হয়তো একে-অপরের থেকে আলাদা হয়ে প্রকাশ্যে বা আকার-ইঙ্গিতে কাদা ছোঁড়াছুঁড়িতে মেতেছেন। আর এই নিয়েই মুখ খুলতে দেখা গেল অভিনেত্রী মধুবনী গোস্বামীকে। ভালোবাসা ডট কমের সেটে মধুবনী প্রেমে পড়েন রাজার। এরপর ২০১৬ সালেই বিয়ে করে নেন। ২০২১ সালের এপ্রিলে মা হয়েছেন অভিনেত্রী। জন্ম হয় কেশবের। ছেলের জন্য দীর্ঘদিন নিজেকে ক্যামেরার সামনে থেকে দূরেও রাখেন তিনি। 

খুব জলদি সান বাংলার আসন্ন সিরিয়াল ‘শ্যামা’র হাত ধরে শ্যুটিং ফ্লোরে ফিরছেন অভিনেত্রী। মা তারার চরিত্রে দেখা যাবে মধুবনীকে। তবে সংবাদমাধ্যমের সামনে মুখ খুলে বর্তমানে যেভাবে ডিভোর্স আর পরকীয়ার খবর সামনে আসছে তা নিয়ে টলি টাইমের সামনে মুখ খুলতে দেখা যায় তাঁকে। 

মিডিয়াকে মধুবনী বলেন, ‘আমাদের পেশায় অনেক কিছুই শোনা যায়। আজ একজনের সঙ্গে, কাল একজনের সঙ্গে। আমি আর রাজা না রাত্রে বাড়িতে হাসাহাসি করি। কীকরে সম্ভব। কী করে পারে এটা করতে। প্রেম-ভালোবাসা থাকলে কী করে এটা সম্ভব। তাহলে বুঝতে হবে প্রকৃত প্রেম এটা ছিল না। অন্য কিছু ছিল, ভালোবাসা ছিল না। সম্পর্কে এখন আর কেউ সৎ থাকতে পারছে না। এ ওকে ঠকিয়ে ফেলছে।’

‘সম্পর্কের ৪টে ভিত। একটা হচ্ছে বিশ্বাস। একটা হচ্ছে ভালোবাসা। একটা হচ্ছে সঙ্গীর প্রতি সৎ থাকা, আর আরেকটা হচ্ছে সঙ্গীকে সম্মান দেওয়া। এই ৪টের একটাও নড়বড়ে হলে সম্পর্ক ধ্বসে পড়বেই। তোমাদের যদি এরকম থাকে আজ একে ভালো লাগছে কাল ওকে ভালো লাগছে না, তাহলে কমিটমেন্ট করো না। লিভ ইন করো। সম্পর্কে থাকলে সেই বিশ্বাসটা রাখো ভাই। এ আজ ওকে বিয়ে করছে, কাল ওকে বিয়ে করে নিল। কী যে বলব, খারাপও লাগে, হাসিও পায়।’, আরও বলেন মধুবনী। 

ভিডিয়ো ভাইরাল হতেই অনেকেই মধুবনীর প্রশংসা করেছেন। যেভাবে তিনি সহজ কথায় সম্পর্ককে সহজ করে বর্ণনা করেছেন তারও গুণগান নেট-নাগরিকদের মুখে। অভিনেত্রী নিজেই জানিয়েছেন, আড়াই বছরের ছেলেকে আরও একটু সময় দিতে চান। তাই এখনই হাতে বেশি কাজ নিতে চান না। তবে কেশব আরেকটু বড় হলে যখন নিজের জগত নিয়ে ব্যস্ত হয়ে পড়বে, স্কুলে যাবে, খেলাধূলা করবে তখন অভিনয় কেরিয়ারে আরেকটু বেশি ফোকাস করবেন। 

 

বন্ধ করুন