বাংলা নিউজ > বায়োস্কোপ > Didi No 1: খলনায়িকার মতোই বাড়িতে হাবভাব করেন ‘জগদ্ধাত্রী’র দিব্যা! রচনার কাছে অভিযোগ প্রিয়ার মায়ের

Didi No 1: খলনায়িকার মতোই বাড়িতে হাবভাব করেন ‘জগদ্ধাত্রী’র দিব্যা! রচনার কাছে অভিযোগ প্রিয়ার মায়ের

খলনায়িকার মতোই বাড়িতে হাবভাব করেন ‘জগদ্ধাত্রী’র দিব্যা

Didi No 1: দিদি নম্বর ১ -এর মঞ্চে আসবেন কেউ তাঁর তাঁর হাঁড়ির খবর ফাঁস হবে না র হয় কখনও! এবার জগদ্ধাত্রী ধারাবাহিকের চার দিদি তাঁদের মায়েদের নিয়ে খেলতে এসেছিলেন, আর সেখানেই প্রিয়া পালের অজানা রূপ ফাঁস করে দেন তাঁর মা!

‘দিদি নম্বর ১’ এর মঞ্চ মানেই তারকাদের হাঁড়ির খবর ফাঁস হওয়ার জায়গা। রচনা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন বাণের সামনে পরে সমস্ত অজানা কথাই ফাঁস হয়ে যায় অভিনেতা, অভিনেত্রীদের। এবারও ঠিক তাই হল ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিক খ্যাত অভিনেত্রী প্রিয়া পালের।

‘দিদি নম্বর ১’ এর মঞ্চে এদিন জগদ্ধাত্রী ধারাবাহিকের চার দিদি খেলতে এসেছিলেন তাঁদের মায়ের সঙ্গে। এখানে এই ধারাবাহিকের খলনায়িকা ‘দিব্যা’ ওরফে প্রিয়া পালও ছিলেন। রচনা বন্দ্যোপাধ্যায় যখন তাঁকে জিজ্ঞেস করেন বাস্তবে প্রিয়া কেমন অভিনেত্রী এক কথায় বলে ওঠেন, 'বিশ্বাস করো বাস্তবে আমি একদম এরম না। আমি মোটেই এসব করি না। তাও যে কেন সবাই আমায় নেতিবাচক চরিত্র দেয় ভালো লাগে।' দিদির কাছে অনুযোগের সুরে তিনি আরও বলেন, 'বিশ্বাস করো ওরম চোখ বেঁকিয়ে তাকাতে, এভাবে কানে ফোন দিয়ে কথা বলতে, গা হাত পা নাচাতে আমার একটুও ভালো লাগে না।'

অভিনেত্রী যেই না এতটুকু বলেছেন অমনি তাঁর আসল রূপ ভরা মঞ্চে ফাঁস করে দেন তাঁর মা! অভিনেত্রীর মা রচনার কাছে বলেন 'বাড়িতেও এমন করে। রাগলে পরেই জগদ্ধাত্রীতে যেমন অভিনয় করে অমন হয়ে যাচ্ছে। চোখ মুখ লাল হয়ে কেমন হয়ে যায়।' মা এভাবে যে হাঁড়ি ভেঙে দেবেন হাটের মাঝে আশা করেননি বোধহয় প্রিয়া। তাই মাকে থামানোর চেষ্টা করেন তিনি। কিন্তু সবটাই বিফলে যায়! হেসে গড়িয়ে পড়েন রচনা থেকে তাঁর সহঅভিনেত্রীরা।

তবে কি বাস্তবেই চরিত্রে অভিনয় করতে করতে তার রেশ থেকে যায়? চরিত্রের মধ্যেই ঢুকে যান প্রিয়া? না না, তেমন কিছু নয়। পুরোটাই মজার ছলে এদিন বলা হয়। অনেকেই রিলটা দেখে বেশ মজা পেয়েছেন। এদিন তাঁর সঙ্গে জগদ্ধাত্রী ওরফে অঙ্কিতা মল্লিক, সুরভী সান্যাল, প্রমুখ উপস্থিত ছিলেন। রচনার কাছে তাঁদের মায়েরাও মেয়েদের নানা অজানা কথা ফাঁস করে দেন এদিন।

বন্ধ করুন