জনপ্রিয়তার শীর্ষেই ছিল গোটা পথচলা। তবুও একটা সময়ের পর বিদায় জানাতেই হয়। আর এবার বিদায় জানানোর পালা জনপ্রিয় বাংলা ধারাবাহিক ‘রাঙা বউ’-এর। স্বভাবতই মন খারাপ শ্রুতির। সম্প্রতি, বারবার সেই মন খারাপের কথা-ই উঠে এসেছে শ্রুতির সোশ্যাল মিডিয়ায়।
এবার শেষদিনে 'রাঙা বউ'-র শ্যুটিংয়ে চোখে জল নিয়ে মেকআপ করলেন শ্রুতি। শুধু চোখে জল বললে অবশ্য একটু ভুল হয়ে যায়, বলা ভালো, কেঁদে কেঁদে মুখ ফুলিয়ে ঢোল করে বসেছেন শ্রুতি দাস। কেঁদে মুখ ফুলিয়ে মেকআপ করার মুহূর্ত নিজেই পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। লিখেছেন, ‘আমি এতটাও মোটা নই যতটা কেঁদে কেঁদে চোখ মুখ ফুলিয়েছি’। গোটা মেকআপ, ড্রেস করার মুহূর্তেই মনমরা হয়ে থাকতে দেখা গিয়েছে শ্রুতিকে। তবু কী আর করা যাবে! অগত্যা মেকআপ, আর কাজলেই চোখের জল ঢেকেছেন শ্রুতি।
শ্রুতির পোস্ট করা এই ভিডিয়োর নিচে কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। একজন লিখেছেন, ‘সিরিয়ালটা আমার খুব পছন্দের ছিল, এখন নতুনের অপেক্ষায় আছি, তাড়াতাড়ি ফিরে এসো।’ কেউ লিখেছেন, ‘আবার ফিরে আসবে অন্যকোনও রূপে!’ কারোর কথায়, ‘খুব তাড়াতাড়ি চলে এসো, খুব মিস করব তোমায়’, কেউ আবার লিখেছেন, ‘রাঙা বউ’।
এদিকে 'রাঙা বউ'-এর শেষ হওয়ার পর নতুন কাজ না আসা পর্যন্ত দীর্ঘ বিরতিতে থাকবেন শ্রুতি। এর আগে এক পোস্টে তিনি লিখেছিলেন, 'হাতে নতুন কাজ থাকা অবস্থায় কর্মরত প্রজেক্টের শেষ কলটাইম পাওয়া আর অনির্দিষ্ট পথ চলা শুরু হওয়া অবস্থায় চলতি কাজের শেষ কলটাইম পাওয়ার মধ্যে বিস্তর ফারাক। নিশ্চয়ই প্রথম উদাহরণটা আমার ক্ষেত্রেও একদিন কার্যকরী হবে। তবে অনিচ্ছাকৃত-অনির্দিষ্টকালের জন্য এই বিরতি যেন আমার এবং আমার মতো রাঙা বউ টিমের অনেকের জন্য সুখকর হয় এই আশীর্বাদ করবেন।'
আর অভিনেত্রীর এই পোস্টেই স্পষ্ট ছিল, আপাতত তাঁর হাতে কাজ নেই। প্রসঙ্গত, ১৭ ডিসেম্বর হচ্ছে 'রাঙা বউ'-এর শেষ সম্প্রচার। এরপর ১৮ ডিসেম্বর থেকে রাঙা বউ ধারাবাহিকের জায়গায় আসছে নতুন মেগা। শ্বেতা ভট্টাচার্য এবং রণজয় বিষ্ণুর নতুন ধারাবাহিক কোন গোপনে মন ভেসেছে দেখা যাবে রাঙা বউ-এর স্লটে।