নিজের অ্যাপার্টমেন্টের লিফটে উঠতে গিয়ে কিছুতেই উঠতে পারছিলেন না। বারবার শ্রীলেখার পায়ের কাছে এসে জড়িয়ে ধরছিল ও। 'নাছোড়বান্দা' সে, যেন বলছিল আমাকে নিয়ে চলো…। কিন্তু কী করবেন অভিনেত্রী। বারবার ওদের কাকুতি মিনতিতে আবেগতাড়িত হয়ে পড়লেন অভিনেত্রী। চোখে জল নিয়ে বললেন, 'এটা নাটক নয়, এই ভালোবাসা অন্যকেউ বুঝবে না, তবে ওরা বোঝে…'
কিন্তু কে বারবার জড়িয়ে ধরছিল শ্রীলেখার পা?
এ আর কেউ নন, একটা ছোট্ট বিড়াল। বেশকিছুদিন ধরে শ্রীলেখা মিত্র ওকে খাবার দিচ্ছেন, তাই সেও(বিড়ালটি) তাঁকে ভালোবেসে ফেলেছে। দীর্ঘক্ষণ বিড়ালটির সঙ্গে কথা বলতে দেখা গেল শ্রীলেখা মিত্রকে। যতবারই বিড়ালটি লিফটের মধ্যে ঢুকে পড়ে, ততবারই শ্রীলেখা তার সঙ্গে কথা বলে, তাকে লিফট থেকে বাইরে বের করার চেষ্টা করতে থাকলেন। আর বিড়়ালটিও মিয়াও মিয়াও করতে করতে লিফটের মধ্যে ঘুরপাক খেতে লাগল। শ্রীলেখাকে বিড়ালের উদ্দেশ্যে বলতে শোনা গেল…'আয় আয়, সোনা বাবা, আমি তোকে নিয়ে যেতে পারব না তো…' তারপর কথা বলতে বলতে নিজেই বললেন, ‘এই জন্যই লোকে আমাকে এখানে পাগল বলেছিল, এদের সঙ্গে কথা বলি, এদের কথা বুঝি…।’ তারপরে ফের বিড়ালের উদ্দেশ্যে বললেন, ‘এ তো মহা জ্বালা, আর আসিস না রে, আর মায়ায় জড়াস না রে…’।
এরপর লিফটে ঢুকে শ্রীলেখা বললেন, ‘হ্যাঁ, আমি পাগল। এদের প্রেমে পাগল। যদি পারি তো BMW, অডি না, অনেকটা জায়গা, জমি আর বাড়ি করে ওদের রাখব… (কাঁদতে কাঁদতে) শেষে সজোরে কান্নার আওয়াজও শোনা গেল। তবে ততক্ষণে শ্রীলেখা ভিডিয়ো বন্ধ করে দিয়েছেন।’ হ্য়াঁ, শ্রীলেখা মিত্র এই ছোট্ট প্রাণীটির তাঁর প্রতি ভালোবাসার একটুকরো ঝলক পোস্ট করেছেন।
আরও পড়ুন-‘ফাইটার’ হৃত্বিকের ঠোঁটে ঠোঁট রেখেছেন দীপিকা, ঝলক দেখে কী লিখলেন শাহরুখ?
অভিনেত্রী শ্রীলেখা মিত্র যে পশুপ্রেমী, একথা হয়ত অনেকেই জানেন। কুকুর, বিড়ালদের প্রতি তাঁর অগাধ ভালোবাসা। সম্প্রতি ২৪ ঘণ্টা অবহেলায়, আটকে পড়া এক হুলো বিড়ালকে নিজের বাড়িতে নিয়ে এসেছেন অভিনেত্রী। যাঁকে পুত্র সন্তানের স্থান দিয়েছেন শ্রীলেখা। নাম রেখেছেন মিঁয়া সাহেব। যদিও অভিনেত্রী নিজেই সাজিয়েছেন, মিঁয়া সাহেবকে তাঁর পোষ্য সারমেয় কর্ণ কিছুতেই সহ্য করতে পারছে না। এদিকে এরই মাঝে এক মিনি বিড়াল এসেও অভিনেত্রীর সঙ্গে যাওয়ার জন্য জবরদস্তি শুরু করে দিয়েছেন।