দীর্ঘ প্রতীক্ষার অবসান অবশেষে প্রকাশ্যে এসেছে 'ফাইটার'-এর টিজার। যেখানে ধরা পড়েছে এক্কেবারে মাঝ আকাশের লড়াই। বায়ু সেনা অফিসারের বেশে দেখা গিয়েছে দীপিকা পাড়ুকোন, হৃতিক রোশন, অনিল কাপুরকে। ছবির টিজার দেখে মুগ্ধ বহু সিনেমাপ্রেমী। এদিকে বন্ধু হৃত্বিক-দীপিকার বহু চর্চিত 'ফাইটার' টিজার দেখে ফেলেছেন খোদ কিং খান শাহরুখ।
'ফাইটার'-এর টিজার দেখে কী বলছেন কিং খান শাহরুখ?
বাদশা লিখেছেন, ‘একমাত্র হৃত্বিক ও দীপিকা ও অনিল কাপুরই এধরনের সুন্দর জিনিস উপহার দিতে পারেন। আর যেভাবে সিড আনন্দ (সিদ্ধার্থ আনন্দ) ছবিটিকে উপস্থাপনা করেছেন, তাতে সবদিক থেকেই ভালো লাগছে। সিড নিজের রসবোধেরও উন্নতি করেছেন। সবার জন্য শুভকামনা রইল। টেক অফের জন্য প্রস্তুত!’
আরও পড়ুন-৮৮তে পা, ছেলে সানিকে পাশে নিয়ে কেক কাটলেন ধর্মেন্দ্র, দেখা গেল না হেমাকে, লিখলেন…
আরও পড়ুন-৮৮তে পা, ছেলে সানিকে পাশে নিয়ে কেক কাটলেন ধর্মেন্দ্র, দেখা গেল না হেমাকে, লিখলেন…
২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের ঠিক আগে ২৫ জানুয়ারি মুক্তি পাবে হৃত্বিক, দীপিকা, অনিল কাপুরের ‘ফাইটার’। এই ছবিকে ভারতের প্রথম অ্যারিয়াল অ্যাকশন ফিল্ম হিসেবে দাবি করা হচ্ছে।
এদিকে বলি তারকাদের অনেকেই ‘ফাইটার’-এর টিজার দেখে প্রতিক্রিয়া জানিয়েছেন। অর্জুন কাপুর লিখেছেন, ‘পাগল করে দেবে, দেশপ্রেমের গর্জন, প্রজাতন্ত্র দিবস পর্যন্ত আর অপেক্ষা করে থাকতে পারছি না।’ ফাইটার-এর টিজার দেখে মুগ্ধ হৃত্বিকের বর্তমান প্রেমিকা সাবা আজাদ।

ফাইটার-এর টিজারের প্রতিক্রিয়া
শুধু তাই নয়, 'ফাইটার'-এর টিজার দেখে মুগ্ধতা ছড়িয়ে পড়েছে অভিষেক বচ্চন, কিয়ারা আডবানি, টাইগার শ্রফ, আয়ুষ্মান খুরানা সহ আরও অনেকে।

ফাইটারের টিজারের প্রতিক্রিয়া
এদিকে 'ফাইটার'-এর টিজার সম্পর্কে বলতে গিয়ে বলেছেন, ‘টিজার ছবিটি তীব্রতার একটা ভগ্নাংশ মাত্র।’ টিজার লঞ্চ হল ছবির একটা ঝলক যা আমরা পর্দায় তুলে ধরতে চলেছি। সিদ্ধার্থের পরিচালনায় ওয়ার, ব্যাং ব্যাং-এর মতো হিট আগেও উপহার দিয়েছেন রাকেশ-পুত্র হৃত্বিক। এবারেও এই ছবি হিট হবে এমনটাই আশা করা হচ্ছে।
প্রসঙ্গত, 'ফাইটার'-এর প্রযোজনার দায়িত্বে রয়েছে ভায়াকম ১৮ মোশন পিকচার্স। সিদ্ধার্থ আনন্দের সঙ্গে মিলে এই ছবির চিত্রনাট্য লিখছেন প্রাক্তন সেনা অফিসার রমন চিব। ফাইটারে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে করণ সিং গ্রোভার, অক্ষয় ওবেরয়কে। ফাইটার-ই হতে চলেছে হৃতিক আর দীপিকা জুটির প্রথম সিনেমা