ইউপি অযোধ্যার ছেলে ঋষি সিং রবিবার জিতে নিয়েছে ইন্ডিয়ান আইডল সিজন ১৩-এর ট্রফি। আর শো জিততে পেরে কেমন লাগছে সে বিষয়ে প্রশ্ন করা হলে এই বছর ২১-এর তরুণ জানান, ‘বিজেতা হিসেবে নিজের নাম শুনে চোখের জল ধরে রাখতে পারিনি। আমি সত্যিই অনেক পরিশ্রম করেছিলাম। প্রথম থেকেই ভেবে রেখেছিলাম শেষ পর্যন্ত টিকে থাকতে হবে। যদিও আমি প্রথম থেকেই সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হয়ে উঠেছিলাম। কিন্তু প্রতিযোগিতা সত্যিই কঠিন ছিল। বিশেষ করে আমার সহ-প্রতিযোগী দেবোস্মিতা রায়ের সঙ্গে। যিনি প্রথম রানার আপ হয়েছেন। আমি প্রথম থেকেই জানতাম যে কেউ বিজয়ী হতে পারে।’
কীভাবে নিজের পুরস্কারে জেতা ২৫ লাখ খরচ করবেন তাও জানান ঋষি। বলেন, ‘আমি এই অর্থ সংগীতের পিছনেই খরচ করব। নিজের বিকাশ করতে আমি আন্তর্জাতিকভাবে প্রশিক্ষণ নিতে চাই। একজন শিল্পীর তো শেখা কখনও শেষ হয় না। আমি এতটা শিখতে চাই যাতে আমি একদিন এই শো-তে বিচারক হিসেবে ফিরে আসতে পারি।’ সঙ্গে ঋষি জানান, তাঁর হাতে অনেক প্লেব্যাকের অফার রয়েছে। সঙ্গে নিজের মিউজিক ভিডিয়োও বানাবেন।
সঙ্গে ঋষি জানান তাঁর আরেক স্বপ্ন হল অরিজিৎ সিং-এর সঙ্গে দেখা করা। ‘আমি এখন আমার আইডল অরিজিৎ সিংয়ের সঙ্গে দেখা করতে চাই। আমি ওঁকে নিয়ে পাগল।’, বলেন ঋষি।
রিয়েল লাইফে কি প্রেম করে ঋষি কারও সঙ্গে? জবাব আসে, ‘স্কুলের দিন থেকেই আমার অনেক ক্রাশ ছিল যা আমাকে আমার গানে সেই আবেগ ধরে রাখতে সাহায্য করেছে। তবে অন্যথায় আমি এখন পর্যন্ত তেমন কোনও সম্পর্কে জড়াইনি।’
ঋষি নিজের বক্তব্যে আরও জানান, ছেলেবেলা থেকেই তাঁর সংগীতের প্রতি টান। বিষয় হিসেবেও তাই সায়েন্স বা কমার্স বাছেননি। বদলে বেছে নিয়েছিলেন হিউম্যানিটিস। পরিবারেরও পূর্ণ সমর্থন পেয়েছেন এই ব্যাপারে। এমনকী সকলকে যখন ইন্ডিয়ান আইডলে যাওয়ার খবর দিয়েছিলেন তখনই বাড়ির থেকে পরামর্শ পেয়েছিলেন
‘যখন আমার পরিবার জানতে পেরেছিল যে আমি ইন্ডিয়ান আইডলের মতো একটি রিয়েলিটি শোতে অংশ নিতে যাচ্ছি, তারা আমাকে শুধু একটি কথাই বলেছিল, অনুষ্ঠানটি প্রায় প্রতি বছর আসে কিন্তু আমি যদি এমন একটি শোতে অংশগ্রহণ করতে যাই তবে আমাকে আমার একশো ভাগ দিতে হবে। সরসময়। এই মরসুমে আমি এটাই করার চেষ্টা চালিয়ে গিয়েছি। শোতে শোনানোর জন্য কোনও কষ্ট বা কান্নাকাটির গল্প আমার কাছে ছিল না। ইন্ডিয়ান আইডলে অংশগ্রহণের পর অন্তর্মুখী আমি অনেকটাই খোলামেলা হতে পেরেছি।’
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)