বাংলা নিউজ > বায়োস্কোপ > Maidaan: 'আরও রিসার্চ প্রয়োজন ছিল...' ভুলে ভরা অজয়ের ময়দান! তথ্য বিকৃতির অভিযোগ ফুটবলারদের পরিবারের

Maidaan: 'আরও রিসার্চ প্রয়োজন ছিল...' ভুলে ভরা অজয়ের ময়দান! তথ্য বিকৃতির অভিযোগ ফুটবলারদের পরিবারের

ভুলে ভরা অজয়ের ময়দান!

Maidaan: অজয় দেবগনের ময়দানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। ভুল তথ্য দেখানো হয়েছে এই ছবিতে! কিন্তু কোন তথ্যটি ভুল?

সদ্যই মুক্তি পেয়েছে অজয় দেবগন অভিনীত ছবি ময়দান। ইদের দিন অজয় দেবগন অভিনীত এই ছবিটি বড় পর্দায় আসে অক্ষয় কুমারের বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁর সঙ্গে। দর্শক থেকে সমালোচক, খেলোয়াড়দের থেকে দারুণ প্রশংসা পেয়েছে ছবিটি। কিন্তু একি! এর মধ্যেই ছবিটি নিয়ে তৈরি হল বিতর্ক। এই ছবিতে নাকি একাধিক ভুল তথ্য দেখানো হয়েছে।

কী অভিযোগ উঠছে ময়দান নিয়ে?

১৯৬২ সালের জাকার্তা এশিয়াডে সোনা জয় নিয়ে তৈরি হয়েছে ময়দান। এই ছবিটিকে সত্য ঘটনা অবলম্বনে তৈরি করা হয়েছে এবং এটি সেই দোলের কোচ সৈয়দ আবদুল রহিমের বায়োপিক বলে জানানো হয়েছে। এআর এখানেই বেঁধেছে গোল। অনেকেই দাবি করেছেন এই ছবিতে নাকি একাধিক ভুল তথ্য দেখানো হয়েছে।

আরও পড়ুন: অযোগ্য মুক্তির আগেই প্রসেনজিতের উপর ক্ষুব্ধ ঋতুপর্ণা! কেন বললেন, 'আমাদের দেখাই হয় না, হলেও...'

আরও পড়ুন: 'মানুষের কাছে বেশি...' ভোটের প্রচারে 'দিদি'র গুণগান ঝাড়গ্রামের প্রার্থীর, মমতার আদর্শ-উন্নয়ন নিয়ে বাঁধলেন গান!

১৯৬২ এর সেই দলে থাকা প্রশান্ত সিংহের পরিবারের তরফে তথ্য বিকৃতির অভিযোগ করা হয়েছে। এই প্রয়াত ফুটবলারের নাতনি রেশমি সরকার এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে লেখেন, 'ছবিতে ফাইনালের দলটা পর্যন্ত ঠিকঠাক দেখানো হয়নি।' কিন্তু কী ভুল আছে ছবিতে? ১৯৬২ সালের জাকার্তা এশিয়াডের সেমি ফাইনালে রামবাহাদুরকে বসিয়ে প্রশান্ত সিংহকে খেলানো হয়েছিল। তবে এই ছবিতে দেখানো হয়নি। এআর সেই বিষয়ে ক্ষোভ উগরে রেশমি সরকার আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, 'ময়দান ছবিতে যিনি প্রশান্ত সিংহের ভূমিকায় অভিনয় করেছেন অর্থাৎ অর্ক দাসের পোস্ট থেকেই এই ছবির কথা জানতে পারি। এই ছবিতে দাদুকে বদলি খেলোয়াড় হিসেবেই সারাক্ষণ দেখিয়ে যাওয়া হয়েছে। এটা দেখে মা খুবই কষ্ট পেয়েছে।' তিনি আরও বলেছেন, 'দুঃখের বিষয় এটাই যে এই ছবি থেকে আগামী প্রজন্ম ভুল তথ্য জানবে।'

একই সুর চুনী গোস্বামীর স্ত্রীর গলায়। তিনি বলেন, 'এই প্রথম ৬২ এর জয় নিয়ে কোনও ছবি হল। কিন্তু রিসার্চ আরও ভালো করা যেত।'

শুধু তাই নয়, ছবির জন্য খেলোয়াড়দের অনেকের নাম সহ খেলার স্কোর বদলে দেওয়া, ইত্যাদির অভিযোগও উঠেছে।

আরও পড়ুন: বলিউডের বিখ্যাত কমেডিয়ান অভিনেতা, আরবাজের সঙ্গে থাকা বন্দুক হাতে অভিনেতাকে চিনতে পারছেন?

ময়দান প্রসঙ্গে

গত ১০ এপ্রিল মুক্তি পেয়েছে এই ছবিটি। মুখ্য ভূমিকায় দেখা যাচ্ছে অজয় দেবগনকে। তাঁর সঙ্গে থাকবেন রুদ্রনীল ঘোষ, আরিয়ান ভৌমিক, অমর্ত্য রায়, প্রমুখ। এই ছবিতে উঠে এসেছে ভারতীয় ফুটবলের বিখ্যাত কোচ সৈয়দ আবদুল রহিমের কথা। বক্স অফিসের ফলাফল যাই হোক না কেন, দর্শক, সমালোচক থেকে শুরু করে বিশিষ্ট মানুষরা কিন্তু অজয়ের ছবির দারুণ প্রশংসা করছেন।

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

ভারতকে সামনে দেখে কি নিজেদের উপর থেকে বিশ্বাসটাও হারিয়ে ফেলেছিল বাংলাদেশ? শার্লিন পায়ে হাত দিতে যেতেই চমকে গেলেন রানি! জানেন বয়সের কত ফারাক দুজনের পুলিশ–কলকাতা পুরসভা এককাট্টা বিসর্জন ঘাটে, নজরদারি–পরিষ্কার চলবে জোরকদমে ‘১ জন অসুস্থ হলে ১০ জন উঠে আসবে’, হুংকার কিঞ্জলের, কোন অনশনরত ডাক্তার কেমন আছেন? মীন রাশির সাপ্তাহিক রাশিফল, ১৩ থেকে ১৯ অক্টোবর কেমন কাটবে হারলে বিজয়াতেই শেষ হতে পারে সেমির স্বপ্ন, IND v AUS বিশ্বকাপ লড়াই কোথায় দেখবেন? গম্ভীরের একটা মন্ত্রেই বদলে গিয়েছে দল, সঞ্জুর খেলাতেই স্পষ্ট- সূর্যকুমার যাদব কুম্ভ রাশির সাপ্তাহিক রাশিফল, ১৩ থেকে ১৯ অক্টোবর কেমন কাটবে যুবকের পেট কেটে জীবন্ত আরশোলা বের করলেন চিকিৎসকরা, প্রাণে বাঁচলেন রোগী মকর রাশির সাপ্তাহিক রাশিফল, ১৩ থেকে ১৯ অক্টোবর কেমন কাটবে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.