বাংলা নিউজ > বায়োস্কোপ > Akshay Kumar Birthday: কপালে চন্দন, গায়ে গেরুয়া বস্ত্র, জন্মদিনে মহাকালেশ্বর মন্দিরে পুজো দিলেন শিব-ভক্ত অক্ষয়

Akshay Kumar Birthday: কপালে চন্দন, গায়ে গেরুয়া বস্ত্র, জন্মদিনে মহাকালেশ্বর মন্দিরে পুজো দিলেন শিব-ভক্ত অক্ষয়

ক্রিকেটার শিখর ধাওয়ান ও ছেলে আরভকে নিয়ে জন্মদিনে মহাকালেশ্বর মন্দিরে পুজো দিলেন অক্ষয় কুমার। 

জন্মদিনে দেখা মিলল শিব-ভক্ত অক্ষয় কুমারের। পুজো দিলেন উজ্জয়ন মধ্যপ্রদেশের মহাকালেশ্বর মন্দিরে। পাশে ছেলে আরভ ও ক্রিকেটার শিখর ধাওয়ান। 

শনিবার ৫৬ বছরের জন্মদিন পালন করলেন অক্ষয় কুমার। সকাল থেকে বলি তারকাকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরা। শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন সহকর্মীরাও। তবে খিলাড়ি কুমারকে এদিন পাওয়া গেল একেবারে আধ্যাত্মিক মেজাজে। পুজো দিলেন মধ্যপ্রদেশের মহাকালেশ্বর মন্দিরে।

বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম হল মধ্যপ্রদেশের এই মহাকালেশ্বর মন্দির। মধ্যপ্রদেশ রাজ্যের উজ্জয়িনী শহরে রুদ্রসাগর হ্রদের তীরে অবস্থিত। ভক্তদের কাছে খুব জাগ্রত এটি। তারকাদেরও আনাগোনা লেগেই থাকে। জন্মদিনে এই মন্দিরেই পুজো দিতে এলেন অক্ষয় কুমার। সঙ্গে ছেলে আরভ ও ক্রিকেটার শিখর ধাওয়ান। অক্ষয়ের মন্দিরে বসে পুজো দেওয়ার ছবি ও ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। দেখা যাচ্ছে অভিনেতার পরনে গেরুয়া বস্ত্র। কপালে লাল চন্দন। পাশে সাদা পঞ্জাবি পরে বসে আছেন ছেলে আরভ। একটু দূরে বসে থাকতে দেখা গেল শিখর ধাওয়ানকে। হাত জোড় করে, ভক্তি ভরে শিবের আরাধনা করছেন অক্ষয়।

এই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই কমেন্টে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। জন্মদিনে শুভেচ্ছা জানানোর পাশাপাশি প্রশংসিত হয়েছে অক্ষয় কুমারের আধ্যাত্মিক চেতনাও। একজন লিখেছেন, ‘অক্ষয়ের ইশ্বরভক্তি আমার মন কেড়ে নিয়েছে। আজকের দিনের সেরা ছবি এটি।’ অপরজন মন্তব্য করেছেন, ‘বিশ্বাসই আমাদের জীবনের সবচেয়ে বড় পাওনা। ভগবান আপনার মঙ্গল করুন এই প্রার্থনা করি।’ 

সম্প্রতিই সামনে এসেছে অক্ষয় কুমারের সিনেমা ‘মিশন রানিগঞ্জ’-এর পোস্টার। রানিগঞ্জের কয়লাখনিতে ধস নামা ও ৬৫ বেশি শ্রমিকের মাটির নীচে আটকে পড়াকে কেন্দ্র করে এই ছবি আসছে। কেউ জানে না আদৌ তারা বাঁচবে কি না। সেই অভিশপ্ত রাত নিয়েই অক্ষয়ের ছবি আসছে। সিনিয়র অফিসার হিসেবে সেই রাতে শ্রমিকদের প্রাণে বাঁচিয়েছিলেন যশবন্ত সিং গিল। যেই চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার। যাকে সবাই খনির নীচে নামতে বারণ করেছিল। কিন্তু সব বাধা না শুনেই সবাইকে উদ্ধার ব্রতী হয় সে। অক্টোবরে এই সিনেমার মুক্তির কথা রয়েছে। 

সম্প্রতি ওএমজি ২-দিয়ে এতদিনের কাঙ্খিত সাফল্যের স্বাদ অবশেষে পেয়েছেন অক্ষয়। মাঝে দেড়টা বছরে বারবার ব্যর্থতা এসেছিল বক্স অফিসে। তবে ওএমজি ২ ১৫০ কোটির ঘরে প্রবেশ করতেই বিজয়ীর হাসি হাসেন অক্ষয়। সঙ্গে চলতি বছরের স্বাধীনতা দিবসের দিন ভারতের পাসপোর্ট শেয়ার করে ফের একবার দেশের নাগরিক হওয়ার কথাও ঘোষণা করেন তিনি। মাঝে কানাডার পাসপোর্ট থাকায় কম বিতর্কের মুখে পড়তে হয়নি অক্ষয়কে। তবে সেই সব ট্রোলারের মুখও বন্ধ করেছেন তিনি চলতি বছরেই। 

 

বায়োস্কোপ খবর

Latest News

‘‌যে যা খাবার দিচ্ছে খাবেন না’‌, ধরনা মঞ্চে দিদির সতর্কবার্তা জুনিয়র ডাক্তারদের দলীপে পরপর উইকেট হারালেও বুক চিতিয়ে লড়লেন অভিমন্যু!দলের লজ্জা ঢাকলেন শতরানে… 'মানুষের মধ্যেই দেবতা খুঁজে পাই', ডাক্তারদের জন্য সিদ্ধ ডিম বিতরণ মহিলার ভর দুপুরে কলকাতায় ব্যস্ত রাস্তার পাশে পরিত্যক্ত ব্যাগে বিস্ফোরণ, উড়ে গেল হাত 'হাতটা ক্রমেই শরীরের নিচের দিকে…' অরিন্দম শীলের বিরুদ্ধে সরব আরও এক অভিনেত্রী 'ত্রিপলগুলো গুনে নেবেন', ডাক্তারদের কাছে মমতা যাওয়ার পরে বললেন ‘বং গাই’, শতরূপরা তাজমহলের প্রধান গম্বুজ ফুটো হয়ে জল পড়ছে, সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো ভাইরাল ‘ক্রিকেটে টাকার গন্ধ পেয়েছে, বুকিরা তাই ঢুকতে চাইছে’!আশঙ্কার কথা মার্শালের গলায়… বিপদ সঙ্কেত উপেক্ষা, রেলওয়ে আন্ডারপাসে সলিলসমাধি দুই ব্যাংক কর্মীর ছোট্ট 'দীপজ্যোতি'র সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটিতে মজল নেট দুনিয়া!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.