ফিটনেসের মামলায় বেশ যে কাউকে টেক্কা দিতে পারেন বলিউডের খিলাড়ি কুমার। খেলাধুলোর প্রতিও আলাদা ভালোবাসা রয়েছে তাঁর। প্রো কাবাডি লিগের ১০তম আসরের একটি টিম বেঙ্গল ওয়ারিয়র্সের সঙ্গে প্রায়শই ভলিবল খেলেন অক্ষয় কুমার। কলকাতা-ভিত্তিক ফ্র্যাঞ্চাইজির সহ-মালিকানায় রয়েছেন অভিনেতা।
সম্প্রতি ইনস্টাগ্রামে ‘বন্ধুত্বপূর্ণ ম্যাচের’ একটি ভিডিয়ো শেয়ার করেছেন অক্ষয় কুমার। ‘বড়ে মিয়াঁ ছোট মিয়াঁ’ সহ-অভিনেতা টাইগার শ্রফ এবং দিশা পাটানির সঙ্গে ম্যাচ খেলেছেন অভিনেতা। খেলায় নিজেদের সেরাটা উজাড় করছেন অভিনেতা। ম্যাচটি প্রো কাবাডি লিগ সিজন ১০ শুরু হওয়ার আগে হয়েছিল। টুর্নামেন্টটি ২ ডিসেম্বর থেকে শুরু হয়েছে।
ম্যাচের ভিডিয়ো শেয়ার করে অক্ষয় লিখেছেন, ‘প্রো কাবাডি লিগ শুরুর ঠিক আগে, আমার বাংলার যোদ্ধাদের সঙ্গে ভলিবলের একটি বন্ধুত্বপূর্ণ খেলা খেলার সুযোগ পেয়েছি। এখন পর্যন্ত লিগে তোমাদের জ্বলজ্বল করতে দেখে খুশি হলাম। #AamarWarriors নিয়ে গর্বিত। টাইগার শ্রফ এবং দিশা পাটানিও যখন ম্যাচে যোগ দিয়েছিল মজা আরও দ্বিগুণ হয়ে উঠেছে। অনুমান করুন আমরা জিতব কি না?’
দিশাই প্রথম একজন যিনি পোস্টের নিচে একটি মন্তব্য করেছিলেন। তিনি বাইসেপ ইমোজি কমেন্ট করেছিলেন। টাইগার শ্রফের মা আয়েশা শ্রফ সবার পক্ষে কথা বলেছেন। তিনি লিখেছেন, 'অবশ্যই জিতছি'।
বিগত কয়েক বছরে দেখা গিয়েছে অক্ষয় কুমারের সব ছবিগুলো ভীষণ গায়ে গায়ে রিলিজ করেছে। তাই অনুরাগীরা অভিনেতার কাছে আবেদন করেছিলেন যে তিনি যেন তাঁর ছবিগুলোকে একটু গ্যাপ দিয়ে দিয়ে মুক্তি দেন। ‘বড়ে মিয়াঁ ছোট মিয়াঁ’ আগামী বছরের এপ্রিল মাসে মুক্তি পেতে পারে বলেই শোনা যাচ্ছে। ছবিটি লিখেছেন এবং পরিচালনা করছেন আলি আব্বাস জাফর। ছবিটির প্রযোজনা করেছেন বাশু ভগনানি, দীপশিখা দেশমুখ, হিমাংশু কিষান মেহরা প্রমুখ। টাইগার শ্রফও অভিনয় করছেন এই ছবিতে।