নাম চাঁদনি ভাবড়া। তারকাদের ‘মিমিক্রি’ করেই আজ তিনি বিখ্যাত, বারবার আলোচনায় উঠে এসেছেন এই সোশ্যাল মিডিয়া তারকা। কিছুদিন আগেই আলিয়া ভাটের ‘মিমিক্রি’ অর্থাৎ অনুকরণ করে ভাইরাল হয়েছিলেন চাঁদনি। এখন ফের একবার চর্চায় উঠে এলেন তিনি। তবে এবার তাঁকে নিয়ে চর্চার কারণ ‘মিমিক্রি’ নয়, অন্যকিছু।
জানা যাচ্ছে, মাত্র ২৪ বছর বয়সেই মুম্বইতে নিজের প্রথম ফ্ল্যাট কিনে ফেলেছেন এই সোশ্যাল মিডিয়া স্টার চাঁদনি ভাবড়া। অবাক হচ্ছেন তো? তবে এখবর একেবারেই পাক্কা। আবার যে সে ফ্ল্যাট নয়, অক্ষয় কুমার মুম্বইয়ের আন্ধেরির পুরনো একটি ফ্ল্যাটের মালিক চাঁদনি। সম্প্রতি সেই ফ্ল্যাটে গৃহপ্রবেশের অনুষ্ঠান করেছেন তিনি।
নিজের গৃহপ্রবেশের অনুষ্ঠানের নানান ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন চাঁদনি। ক্যাপশানে লিখেছেন, একজন ২৫ বছরের কম বয়সীর বাড়ি কেনা এবং ইএমআই পরিশোধ করা। হ্য়াজট্যাগে দিয়েছেন, #ghar #chandnimimic #chandunegharleliya। যদিও এরবেশি বিস্তারিত কোনও তথ্য প্রকাশ করা হয়নি। অনেকেই এই সাফল্যের জন্য চাঁদনিকে শুভেচ্ছা জানিয়েছেন।
চাঁদনির শেয়ার করা ছবিতে তাঁকে শাড়ি পরে গৃহপ্রবেশের পুজোয় বসতে দেখা গিয়েছে। আবার কখনও মাথায় ঘট নিয়ে, শাড়ি পরে নতুন বাড়িতে পা রাখতেও দেখা গিয়েছে চাঁদনিকে।
তবে শুধু মিমিক্রি করাই নয়, চাঁদনী ভাবড়া সম্প্রতি আইন নিয়ে পড়াশোনা করে ডিগ্রি অর্জন করেছেন। এছাড়া একইসঙ্গে তিনি একজন অভিনেতা হিসাবেও নিজের পরিচয় দিয়েছেন। অ্যামাজন মিনিটিভি-তে এক কমেডি শো কনস্টেবল গিরাপড়ে-তে অভিনয় করেছিলেন চাঁদনি। ফোর্বস ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে চাঁদনি বলেছিলেন, ‘আমি ছোটবেলা থেকেই অভিনয় করতে চেয়েছিলাম এবং একইসঙ্গে আমি নানান রকম কনটেন্ট তৈরি করেও কনটেন্ট ক্রিয়েটার হিসাবে নিজের কেরিয়ারে উন্নতি করতে চাই।’