দেখতে দেখতে বিবাহিত জীবনের ২ বছর একসঙ্গে কাটিয়ে ফেললেন রণবীর-আলিয়া। ২০২২-এর ১৪ এপ্রিল ব্যক্তিগত পরিসরে সাতপাকে বাঁধা পড়েছিলেন 'রালিয়া' জুটি। তার ঠিক পরই তাঁদের জীবনে এসেছে মেয়ে রাহা। নভেম্বরে জন্ম হয় রাহার। ২০২৪-এর ১৪ এপ্রিল বছর দেড়েকের মেয়ে রাহাকে নিয়েই দ্বিতীয় বিবাহবার্ষিকী কাটালেন ‘কাপুর’ দম্পতি।
কীভাবে কেটেছে তাঁদের দ্বিতীয় বিবাহ-বার্ষিকী?
রণবীর-আলিয়ার ব্যক্তিগত শেফ (বাবুর্চি) হর্ষ দীক্ষিতের ইনস্টাস্টোরিতে ফাঁস হয়েছে ‘রালিয়া’ জুটির দ্বিতীয় বিবাহ-বার্ষিকী উদযাপনের মুহূর্ত। যেখানে রয়েছে দুটি ফটো। যার একটিতে রণবীর কাপুরকে মজা করে গিয়ে আলিয়ার কোলে বসতে দেখা যাচ্ছে। অপরটিতে রয়েছে কাস্টমাইজ মেনু কার্ড। যেখানে কিছুটা মজা করেই রণবীর-আলিয়াকে চিত্রিত করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে একই টেবিলে মুখোমুখি বসে স্প্যাগেটি খাচ্ছেন রণবীর-আলিয়া। তাঁদের মাঝে ছোট্ট রাহাকে বসে থাকতে দেখা যাচ্ছে। রণবীর-আলিয়ার মুখে রয়েছে একটাই নুডুলস স্ট্যাপ, যেটা ধরে রয়েছে তাঁদের আদরের মেয়ে রাহা। মেনু কার্ডে লেখা আছে ১৪ এপ্রিল, ২০২৪।
প্রসঙ্গত, রণবীর বরবরই ভীষণ প্রাইভেট পার্সন বলেই ইন্ডাস্ট্রিতে পরিচিত। তাই ব্যক্তিগত আনন্দগুলো তিনি ব্যক্তিগত পরিসরেই উদযাপন করতে পছন্দ করেন। তা জন্মদিন হোক কিংবা বিবাহবার্ষিকী। এবার বিবাহবার্ষকীতেও একান্তে স্ত্রী আলিয়ার সঙ্গেই কাটালেন রণবীর।
দ্বিতীয় বিবাহ-বার্ষিকী উপলক্ষ্যে আলিয়া রণবীরের সঙ্গে একটা মজাদার কার্টুন ছবি শেয়ার করেছেন। ক্যাপশানে লিখেছেন, হাসিখুশি ২, এখানে আমাদের জন্য রইল আমার অনেক ভালবাসা…আজ এবং আজ থেকে আরও অনেক বছর আমাদের একসঙ্গে কাটাতে হবে।
আরও পড়ুন-দরজা যখন ভাঙা হল, তখন সব শেষ! অকালেই চলে গেলেন তরুণ পরিচালক হিরণ
কাজের ক্ষেত্রে নীতিশ তিওয়ারির 'রামায়ণ'-এ 'রাম' হয়ে আর কয়েকদিনের মধ্যেই শ্যুটিং শুরু করবেন রণবীর। অন্যদিকে স্ঞ্জয়লীলা বনশালির 'লাভ অ্যান্ড ওয়ার'-এ দেখা যাবে রণবীরকে।