বাংলা নিউজ > বায়োস্কোপ > Ranbir-Alia: বিবাহ-বার্ষিকীতে মুখোমুখি বসে স্প্যাগেটি খাচ্ছেন রণবীর-আলিয়া, তাঁদের মুখের নুডুলস দুহাতে ধরে ছোট্ট রাহা

Ranbir-Alia: বিবাহ-বার্ষিকীতে মুখোমুখি বসে স্প্যাগেটি খাচ্ছেন রণবীর-আলিয়া, তাঁদের মুখের নুডুলস দুহাতে ধরে ছোট্ট রাহা

রণবীর-আলিয়া

ছবিতে দেখা যাচ্ছে একই টেবিলে মুখোমুখি বসে স্প্যাগেটি খাচ্ছেন রণবীর-আলিয়া। তাঁদের মাঝে ছোট্ট রাহাকে বসে থাকতে দেখা যাচ্ছে। রণবীর-আলিয়ার মুখে রয়েছে একটাই নুডুলস স্ট্যাপ, যেটা ধরে রয়েছে তাঁদের আদরের মেয়ে রাহা। মেনু কার্ডে লেখা আছে ১৪ এপ্রিল, ২০২৪।

দেখতে দেখতে বিবাহিত জীবনের ২ বছর একসঙ্গে কাটিয়ে ফেললেন রণবীর-আলিয়া। ২০২২-এর ১৪ এপ্রিল ব্যক্তিগত পরিসরে সাতপাকে বাঁধা পড়েছিলেন 'রালিয়া' জুটি। তার ঠিক পরই তাঁদের জীবনে এসেছে মেয়ে রাহা। নভেম্বরে জন্ম হয় রাহার। ২০২৪-এর ১৪ এপ্রিল বছর দেড়েকের মেয়ে রাহাকে নিয়েই দ্বিতীয় বিবাহবার্ষিকী কাটালেন ‘কাপুর’ দম্পতি।

কীভাবে কেটেছে তাঁদের দ্বিতীয় বিবাহ-বার্ষিকী?

রণবীর-আলিয়ার ব্যক্তিগত শেফ (বাবুর্চি) হর্ষ দীক্ষিতের ইনস্টাস্টোরিতে ফাঁস হয়েছে ‘রালিয়া’ জুটির দ্বিতীয় বিবাহ-বার্ষিকী উদযাপনের মুহূর্ত। যেখানে রয়েছে দুটি ফটো। যার একটিতে রণবীর কাপুরকে মজা করে গিয়ে আলিয়ার কোলে বসতে দেখা যাচ্ছে। অপরটিতে রয়েছে কাস্টমাইজ মেনু কার্ড। যেখানে কিছুটা মজা করেই রণবীর-আলিয়াকে চিত্রিত করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে একই টেবিলে মুখোমুখি বসে স্প্যাগেটি খাচ্ছেন রণবীর-আলিয়া। তাঁদের মাঝে ছোট্ট রাহাকে বসে থাকতে দেখা যাচ্ছে। রণবীর-আলিয়ার মুখে রয়েছে একটাই নুডুলস স্ট্যাপ, যেটা ধরে রয়েছে তাঁদের আদরের মেয়ে রাহা। মেনু কার্ডে লেখা আছে ১৪ এপ্রিল, ২০২৪।

রণবীর-আলিয়ার অ্যানিভার্সারির মেনু কার্ড
রণবীর-আলিয়ার অ্যানিভার্সারির মেনু কার্ড

প্রসঙ্গত, রণবীর বরবরই ভীষণ প্রাইভেট পার্সন বলেই ইন্ডাস্ট্রিতে পরিচিত। তাই ব্যক্তিগত আনন্দগুলো তিনি ব্যক্তিগত পরিসরেই উদযাপন করতে পছন্দ করেন। তা জন্মদিন হোক কিংবা বিবাহবার্ষিকী। এবার বিবাহবার্ষকীতেও একান্তে স্ত্রী আলিয়ার সঙ্গেই কাটালেন রণবীর।

দ্বিতীয় বিবাহ-বার্ষিকী উপলক্ষ্যে আলিয়া রণবীরের সঙ্গে একটা মজাদার কার্টুন ছবি শেয়ার করেছেন। ক্যাপশানে লিখেছেন, হাসিখুশি ২, এখানে আমাদের জন্য রইল আমার অনেক ভালবাসা…আজ এবং আজ থেকে আরও অনেক বছর আমাদের একসঙ্গে কাটাতে হবে।

আরও পড়ুন-দরজা যখন ভাঙা হল, তখন সব শেষ! অকালেই চলে গেলেন তরুণ পরিচালক হিরণ

কাজের ক্ষেত্রে নীতিশ তিওয়ারির 'রামায়ণ'-এ 'রাম' হয়ে আর কয়েকদিনের মধ্যেই শ্যুটিং শুরু করবেন রণবীর। অন্যদিকে স্ঞ্জয়লীলা বনশালির 'লাভ অ্যান্ড ওয়ার'-এ দেখা যাবে রণবীরকে। 

বায়োস্কোপ খবর

Latest News

দিনে দুপুরে কলেজ ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ, উত্তজেনা বাঁকুড়ার বেলিয়াতোড়ে সুনীল নারিনের স্টাইলে 'লুকিয়ে' বোলিং! কে এই 'মিস্ট্রি' স্পিনার দিগবেশ রাঠি! পাকিস্তানের খারাপ পারফরম্যান্স,রয়েছে নতুন প্রতিভার অভাব! মত সৌরভের… ‘অসময়’-এ জন্মদিন! মনখারাপের মধ্যে ইমনকে চমকে দিতে বিশেষ কাজ করলেন সতীর্থরা স্বাস্থ্যকর হলেও এই ৫ খাবার বাড়িয়ে দেয় ওজন, মেপে মেপে খান এগুলি মাওবাদীদের রক্তচক্ষু উপেক্ষা করে খুলে গেল স্কুল, দু’‌দশক পর ফিরল শিক্ষার আলো রোগী কল্যাণ সমিতিতে শুধুই চিকিৎসকরা, রাজনৈতিক নেতাদের সরিয়ে দিলেন মমতা 'আমার মেয়েটাকে যেভাবে গলা টিপে মেরেছে, আন্দোলনকে ঠিক সেভাবে মারতে চাইছেন দিদি' অভিনেত্রীকে যৌন হেনস্থার ঘটনায় FIR অরিন্দমের বিরুদ্ধে! টলিউডে কোণঠাসা পরিচালক ১১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে মহালক্ষ্মী ব্রত, জেনে নিন এই পুজোর নিয়ম ও গুরুত্ব

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.