টলিপাড়ার প্রথমসারির নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তবে অভিনয় কেরিয়ারের চেয়ে নায়িকার ব্যক্তিগত জীবনই চর্চার কেন্দ্রবিন্দুতে থাকে বেশি। তিনটে বিয়ে ভেঙেছে, তবুও 'প্রেমে' না নেই শ্রাবন্তীর, এমনটাই বলেন তাঁর ঘনিষ্ঠজনেরা। রোশনের সঙ্গে বিয়ে ভাঙার পর (যদিও আইনত এখনও তাঁরা স্বামী-স্ত্রী) অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে নাম জড়িয়েছিল শ্রাবন্তীর, তবে এখন অভিরূপ শ্রাবন্তীর জীবনের অতীত অধ্যায়।
গত কয়েক সপ্তাহ ধরে পরিচালক শুভ্রজিৎ মিত্রর সঙ্গে শ্রাবন্তীর সম্পর্কের রসায়ন নিয়ে চর্চা দানা বেঁধেছে টলিপাড়ায়। তাঁদের সোশ্যাল মিডিয়া পিডিএ-ও বেশ নজর কাড়ছে। পরিচালকের আসন্ন ছবি দেবী চৌধুরানী-তে নাম ভূমিকায় দেখা যাবে শ্রাবন্তীকে। প্রেমের গুঞ্জন নিয়ে দু-দিন আগেই বিরক্তি প্রকাশ করেছিলেন শ্রাবন্তী, তবে এবার জানা গেল শ্রাবন্তীর ‘বর’ শুভ্রজিৎ! না, ঘাবড়ে যাবেন না, রিয়েলে নয় রিলে!
পরিচালক রাজর্ষি দে-র আসন্ন ছবি 'সাদা রঙের পৃথিবী'-তে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন শ্রাবন্তী সে কথা তো আগেই জানা গিয়েছিল। এবার প্রকাশ্যে এল এই ছবিতে একটি বিশেষ চরিত্রে থাকছেন পরিচালক শুভ্রজিৎ মিত্র। ছবিতে একজন বৈজ্ঞানিকের চরিত্রে দেখা যাবে শুভ্রজিৎ-কে। ছবিতে ডবল রোলে রয়েছেন শ্রাবন্তী, নায়িকার বরের চরিত্রে অভিনয়ের প্রস্তাব গিয়েছে শুভ্রজিতের কাছে। ছবিতে অতিথি শিল্পী হিসাবেই থাকবেন তিনি।
টলিপাড়ার বহু পরিচালকই অভিনেতা হিসাবে পারদর্শী। কৌশিক গঙ্গোপাধ্যায়, কমলেশ্বর মুখোপাধ্যায়রা তো রীতিমতো দুঁদে অভিনেতা। তবে অতিথি শিল্পী হিসাবে রাজ চক্রবর্তী, সৃজিত মুখোপাধ্যায়রাও অভিনয় করে থাকেন। শুভ্রজিৎ অবশ্য আগেও পর্দায় মুখ দেখিয়েছেন। নিজের পরিচালনায় তৈরি 'চোরাবালি' ছবিতে কাজ করেছিলেন তিনি। এবার রাজর্ষি দে-র নির্দেশনায় অভিনয়ে ‘অভিযাত্রিক’ পরিচালক।
আরও পড়ুন- নারীপাচার চক্রে শ্রাবন্তী! নিজের বিরুদ্ধে কোন লড়াইয়ে নামলেন অভিনেত্রী?
জাতীয় পুরস্কারের মঞ্চে সেরা বাংলা ছবির সম্মান পেয়েছে ‘অভিযাত্রিক’। এবার ‘দেবী চৌধুরানি’কে রুপোলি পর্দায় তুলে ধরতে চলেছেন পরিচালক। এই ছবিতে শ্রাবন্তীর পাশাপাশি ভবনী পাঠকের ভূমিকায় থাকছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সূত্রের খবর, অর্জুন চক্রবর্তীকেও দেখা যেতে পারে এই ছবিতে, তবে তা চূড়ান্ত নয়। পাশাপাশি দর্শনা বনিক, বিবৃতি চট্টোপাধ্যায়রাও থাকবেন এই পিরিয়ড ড্রামায়।
অন্যদিকে শুভ্রজিতের সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে সম্প্রতি শ্রাবন্তী জানিয়েছেন, পরিচালককে তিনি ‘দাদা’ বলে ডাকেন। তাই এই ধরনের ভিত্তিহীন কুৎসা তাঁর কাছে খুবই অপ্রিয়।