বাংলা নিউজ > বায়োস্কোপ > Amitabh Bachchan: ‘আর কত কাঁদাবেন আপনারা?’ কেবিসি-র সেটে ঝরঝরিয়ে কাঁদলেন অমিতাভ, কী ঘটল?

Amitabh Bachchan: ‘আর কত কাঁদাবেন আপনারা?’ কেবিসি-র সেটে ঝরঝরিয়ে কাঁদলেন অমিতাভ, কী ঘটল?

অমিতাভ বচ্চনের কান্না

Amitabh Bachchan at KBC 15: কেবিসি-র মঞ্চে অমিতাভের ৮১তম জন্মদিনের উদযাপন। কেঁদে ভাসালেন নায়ক। 

কাউন্ট ডাউন শুরু করে ফেলেছে বিগ বি ভক্তরা। আগামী বুধবার শাহেনশা-র জন্মদিন। ৮১-এ পা দেবেন বলিউডের এই মেগাস্টার। আর কৌন বনেগা ক্রোড়পতির সেটে জন্মদিন উদযাপন করতে দেখা যাবে অমিতাভ বচ্চনকে। জন্মদিনে কেবিসি টিমের তরফে একগুচ্ছ সারপ্রাইজ পেতে চলেছেন অমিতাভ, সেই ঝলকই এল প্রকাশ্যে। তাঁর জন্মদিন ঘিরে এমন আয়োজন, এত উন্মাদনা থেকে আবেগতাড়িত হয়ে পড়েন শাহেনশা।

প্রোমোয় অমিতাভকে ঝরঝরিয়ে কাঁদতে দেখা গেল। চোখের জল মুছতে মুছতেই তিনি জানান, ‘আর কত কাঁদাবেন আপনারা?’ তারপর তিনি যোগ করেন, 'আমি লোকজনকে টিস্যু (পেপার) দিই. আজ আমারই হালত খারাপ। এরপর সকলকে ধন্যবাদ জানান অমিতাভ বচ্চন তাঁর জন্মদিনের এমন জাঁকজমকপূর্ণ আয়োজনের জন্য।

অভিনেতাকে বলতে শোনা গেল, ‘এই মঞ্চে আমার জন্মদিনের যে সেলিব্রেশন হয়, সেটা অতি উত্তম’। অমিতাভের এই কথা শুনে দর্শকও নিজের আবেগ ধরে রাখতে পারেনি। অমিতাভের জন্য করতালিতে ভরে উঠে গোটা স্টেডিয়াম।

টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্টানুসারে অমিতাভকে সারপ্রাইজ দিতে এদিন হাজির হবেন পদ্মবিভূষণ ওস্তাদ আমজাদ আলি খান। খাস বিগ বি-র জন্য সারোদে ঝংকার তুলবেন ওস্তাদজি। এছাড়ও চিরঞ্জীবী, অনুপম খের, বিদ্যা বালান, ভিকি কৌশল, আর মাধবনের মতো তারকারা ভিডিয়ো বার্তায় জন্মদিনের শুভেচ্ছা জানাবেন অমিতাভকে। অমিতাভের হ্য়াপি বার্থ ডে বলে কথা! কেবিসির আগের সিজনের কোটিপতিরা হাজির থাকবেন মঞ্চে। এই সিজনের বিজয়ী জসকরণও পৌঁছাবেন সঞ্চালককে শুভেচ্ছা জানাতে।

দর্শকাসনে বসা অমিতাভ ভক্তরাও উপহারে মুড়ে দেবেন প্রিয় তারকারা। ভারতীয় আর্মির সোশ্যাল সার্ভিস টিমের তরফেও অমিতাভের জন্য থাকবে বিশেষ বার্তা। দেশের উন্নয়নের স্বার্থে অমিতাভের অবদানকে কুর্নিশ জানাবে তাঁরা।

সোম থেকে শুক্রবার পর্যন্ত, রাত ৯টায় সোনি টিভিতে সম্প্রচারিত হয় কৌন বনেগা ক্রোড়পতি। সোনি লিভ অ্যাপে যে কোনও সময় দেখা যায় এই গেম শো।

 

বায়োস্কোপ খবর

Latest News

তৃণমূল কংগ্রেসের মুখপত্রের সম্পাদক হচ্ছেন মন্ত্রী শোভনদেব, রাত পোহালেই দায়িত্বে আমেরিকা সফরে যাবেন মোদী, যোগ দেবেন কোয়াড বৈঠকে, সফরসূচিটা জেনে নিন ‘একটা অত্যাচারী লোক, যে ব্রিটিশের অত্যাচারকেও হার মানিয়েছে’ ‘মুখ্যমন্ত্রী অনুতপ্ত নন তাঁর কথাতেই স্পষ্ট, শাস্তি কোথায়? এতো পুরস্কৃত করা হল’ Kharge writes to PM: রাহুল গান্ধীকে যা-তা বলা হচ্ছে, মোদীকে চিঠি দিলেন খাড়গে চিকিৎসকদের আন্দোলনের নামে টাকা চেয়ে প্রতারণার ফাঁদ! সতর্ক করলেন জুনিয়র ডাক্তাররা জল-যন্ত্রণা আরও বাড়ার আশঙ্কা! জল ছাড়ার পরিমাণ বাড়াল DVC, রইল তাক লাগানো দৃশ্য Visavakarma Puja: চলন্ত ট্রেনে বিশ্বকর্মা পুজো, চলল মন্ত্র পাঠ-প্রসাদ বিতরণও আন্দোলনকারীদের অন্যায়ের শিকার ভিন্ন মতাবলম্বীরা? সরকারের কাছে বিহিত চাইলেন কুণাল বুধে ভারী বৃষ্টি হবে না বাংলায়, শুক্রে ৫ জেলায় জারি সতর্কতা, কোথায় কেমন আবহাওয়া?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.