অভিনেত্রী অনন্যা পাণ্ডের প্রেমে হাবুডুবু খাচ্ছেন আদিত্য রায় কাপুর? বলিউডে কান পাতলে কানাঘুষো শোনা যাচ্ছে, দুই অভিনেতার সম্পর্কের গুঞ্জন। সম্প্রতি লন্ডনে ছুটি কাটাতে গিয়েছিলেন অনন্যা। সেখান থেকে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ার পাতায়। যদিও সম্পর্ক নিয়ে এখনও জনসমক্ষে মুখ খোলেননি দুজনের কেউই।
লন্ডন থেকে আদিত্য এবং অনন্যার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কোনও এক মিউজিয়াম ঘুরতে গিয়েছেন তাঁরা। সেখানেই এক ভক্তের সঙ্গে ছবিও তুলেছেন। মিউজিয়াম ঘোরার সময় অনন্যার ব্য়াগ কাঁধে নিয়ে ঘুরছিলেন আদিত্য। সেই ব্যাগের ঝুলছে অনন্যার স্কার্ফও। দু'জনেরই পরনে গরম পোশাক।
আদিত্য একটি সাদা টি-শার্ট, জিনস, একটি পশমের জ্যাকেট, মাথাট টুপি এবং একটি মাফলার ব্যাগের উপর ঝুলিয়ে ঘুরছিলেন। অন্যদিকে, অনন্যা জিনসের সঙ্গে নীল রঙের টপ এবং স্টাইলিশ ব্রাউন রঙের ওভারকোট পরেছিলেন।
প্রসঙ্গত 'কফি উইথ করণ'-এর সিজন-৭ অনন্যা-আদিত্যর প্রেমের কথা ফাঁস হয়। পরে রণবীর কাপুরও নাম না করে অনন্যা-আদিত্যর প্রেমের খবরে সিলমোহর দিয়েছিলেন। বলেছিলেন আদিত্য যাঁর সঙ্গে প্রেম করছে তাঁর নামের প্রথম অক্ষয় 'এ' দিয়ে শুরু।
মাঝে পর্তুগাল ট্রিপ থেকে এই জুটির ছবি ভাইরাল হয়েছিল। পর্তুগালের রাস্তায় অনন্যা-আদিত্যর প্রেমের ছবি ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। আর তাই অনন্যা-আদিত্যর প্রেমের খবর আর চাপা থাকেনি। বেড়িয়ে ফিরেই একসঙ্গে সিনেমা দেখতে গিয়েছিলেন তাঁরা। একসঙ্গে ডিনার ডেটে বের হয়েও পাপারাৎজির নজরে পড়ন তাঁরা। ফের একবার ভাইরাল হয়েছে এই জুটির ভিডিয়ো।