‘মেধা নেই, ছবির কেন্দ্রে শুধু হিংসা আর উগ্র পুরুষত্ব’! 'টক্সিসিটি আর নারী-বিদ্বেষে মোড়া অ্যানিম্যাল’। রণবীর কাপুরের অ্যানিম্যাল নিয়ে এমন কথা ফিরছে সোশ্যাল জুড়ে। তবে সেই নেগেটিভ রিভিউকে বুড়ো আঙুল দেখিয় মুক্তির প্রথম তিন দিনে বক্স অফিসে সুনামি এনেছেন রণবীর। আরও পড়ুন-‘যদি আরেকটু…’, অ্যানিম্যালে 'পুরুষ-সিংহ' রণবীরের পাশে সীমিত সুযোগ, অকপট ববি
আরও পড়ুন-জওয়ানের পর উইকেন্ডে আয়ের নিরিখে দ্বিতীয়তে, তৃতীয় দিন কেমন ব্যবসা করল ‘অ্যানিম্যাল’
মুক্তির প্রথম দিন বিশ্ব বক্স অফিসে ১১৬ কোটি টাকা আয় করেছে এই ছবি! ভাবা যায়? পরের দু-দিনও রণবীর-রশ্মিকার অ্যানিম্যালের বিজয়রথের পথচলা শোরগোল ফেলেছে। চতুর্থ দিনে এক ধাক্কায় ছবির কালেকশন ৫০% কমল। সপ্তাহান্ত শেষ, সোমবার দেশজুড়ে ২৭.৯৭ কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে ছবির, বলছে Sacnilk-এর প্রাথমিক ট্রেন্ড। মুক্তির প্রথম তিনদিনে দেশের বক্স অফিসে প্রতিদিনই ৬০ কোটি টাকা আয় করেছে এই ছবি। কিন্তু সোমবার লক্ষ্মী খানিকটা হলেও মুখ ফেরালো। এক ঝটকায় কমল ছবির আয়।
সোমবার এই ছবির আয় দাঁড়াবে ২৮ কোটির আশেপাশে, তাতে ভর দিয়েই মুক্তির প্রথম চার দিনে অ্যানিম্যালের আয় পৌঁছে যাবে ২২৯.৫ কোটিতে।
এক নজরে দেশের বক্স অফিসে অ্যানিম্যাল-এর আয়-
শুক্রবার- ৬৩.৮ কোটি টাকা
শনিবার- ৬৬.২৭ কোটি টাকা
রবিবার- ৭১.৪৬ কোটি টাকা
ওদিকে বিশ্ব বক্স অফিসে তিনদিন ৩৫৬ কোটি টাকার ব্যবসা হাঁকিয়েছে এই ছবি। যা প্রশংসনীয়। তারপরেও সোশ্যাল মিডিয়ার একটা অংশ পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার মুণ্ডুপাতে ব্যস্ত। আসলে কবীর সিং পরিচালকের ছবি মানেই তা ‘নারীবিদ্বেষী’, ছবি জুড়ে শুধুই পুরুষ-সিংহের গর্জন আর আলফা মেল ক্যারেক্টারের জয়জয়কার। অ্যানিম্যালও তার ব্যতিক্রম নয়।
বাবা-ছেলের টক্সিক সম্পর্কের বেড়াজাল ঘিরেই এই ছবি, বাবার প্রতি সন্তানের ভালোবাসা একটা সময় অবসেশনের পরিণত হয়। সেই অবসেশন কীভাবে তাঁকে জন্তু করে তোলে সেই নিয়েই এই ছবি। অ্যানিম্যাল ছবিতে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছে রণবীর কাপুরকে। এছাড়া আছেন অনিল কাপুর, ববি দেওল, প্রমুখ। রণবীর কাপুরের লিডিং লেডির ভূমিকায় রয়েছেন রশ্মিকা মন্দানা।
ব্রহ্মাস্ত্র-এর রেকর্ড ভেঙে রণবীরের কেরিয়ারের সবচেয়ে বড় ওপেনার এখন অ্যানিম্যাল। ট্রেন্ড বলছে সঞ্জুর রেকর্ড ভেঙে রণবীরের কেরিয়ারের সবচেয়ে বড় ব্লকবাস্টার হবে ‘অ্যানিম্যাল’। আপতত ৩০০ কোটির লক্ষ্যে এগিয় চলছে এই ছবি।