ডিভোর্সের পরেও কি বন্ধু থাকা যায়? বলিউড তারকাদের দেখে অনেক সময়ই প্রশ্ন জাগে মনে। তবে এখন বলিউডের পাশাপাশি এখন পথ দেখাচ্ছে টলিউডও। বিয়ে ভাঙলেও প্রাক্তন স্বামী গৌরবের সঙ্গে অনন্দিতা বসুর সম্পর্ক বেশ অনায়াস। নায়িকার বিয়ে ভাগ্য মোটেই সুখকর নয়। দু-বার বিয়ে ভেঙেছে, সৌরভ দাসের সঙ্গে সহবাস সম্পর্কও টেকেনি। অপর দুই প্রাক্তনের সঙ্গে তেমন সখ্যতা বজায় না থাকলেও গৌরব চট্টোপাধ্যায়ের সঙ্গে কিন্তু অনিন্দিতার বন্ধুত্ব অটুট। আরও পড়ুন-শরীরে বইছে ঠাকুর পরিবারের রক্ত, রবীন্দ্রনাথ সম্পর্কে কে হন? জানালেন শর্মিলা
শুধু গৌরব নন, তাঁর বর্তমান স্ত্রী দেবলীনা কুমারের সঙ্গেও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে অনিন্দিতার। তাঁরা যেন টলিউডের আলিয়া আর দীপিকা! ২০১৩ সালে অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়ের সঙ্গে সাত পাক ঘোরেন অনিন্দিতা। দু-বছর পর ভেঙে যায় সেই বিয়ে। কিন্তু তারপরেও একসঙ্গে গল্প-আড্ডা সবই চলে তাঁদের। এই তো কদিন আগেই সন্দীপ্তার বিয়ের আসরে গৌরবকে দেখেই জাপটে ধরেছিলেন অনিন্দিতা। বেশখানিক্ষণ গল্প-গুজবও সারেন। বউ দেবলীনার হাত ধরেই সেই বিয়েতে পৌঁছেছিলেন গৌরব।
দেবলীনার সঙ্গেও অনিন্দিতার বন্ডিং-এর সাম্প্রতিক উদাহরণ চোখে পড়ল সোশ্যাল মিডিয়ায়। অভিনেত্রী দেবলীনা কুমার, সম্প্রতি বব মারলির লেখা একটি উদ্ধৃতি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। মারলি লিখেছিলেন, ‘The problem is people are being hated when they are real, and are being loved when they are fake’। যার বাংলা তর্জমা করলে খানিক দাঁড়ায়, মানুষের তাঁর স্বরূপ তুলে ধরলে ঘৃণার পাত্রী হয়ে ওঠেন, তবে মিথ্যেচার করলে ভালোবাসা পান'।
দেবলীনার বব মারলির এই ভাবনার সঙ্গে নিজের জীবনের মিল খুঁজে পেয়েছেন। তাঁর কথায় আসল ‘আমি’কে তুলে ধরে ট্রোলড হতে হয় তাঁকে, অথচ মিথ্যেচার করে অনেকেই বাহবা কুড়োচ্ছেন। দেবলীনার এই পোস্টে হাততালি দিয়েছেন অভিনেত্রী অনিন্দিতা বসু, অর্থাৎ এই ভাবনার সঙ্গে সহমত অনিন্দিতাও।
বিয়ের ঠিক আগে অনিন্দিতা সঞ্চালিত এক টক শো-তে দেবলীনাকে নিয়ে হাজির হয়েছিলেন গৌরব। জানিয়েছিলেন, কামফর্টনেসই দু’জনের সম্পর্কের ভিত। প্রাক্তন আর বর্তমানের সঙ্গে পাশাপাশি বসতে কোনও দ্বিধা নেই গৌরবেরও।
গৌরবের সঙ্গে বিচ্ছেদের পর পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায়কে বিয়ে করেছিলেন অনিন্দিতা। ২০১৭ সালে সেই সম্পর্কের পরিণতিও হয় ডিভোর্স। তারপর সৌরভ দাসের সঙ্গে লম্বা সহবাস, কিন্তু বছর দুয়েক আগে ভাঙে সেই সম্পর্ক।