বাংলা নিউজ > বায়োস্কোপ > Anurag Kashyap: 'তাপসীর থেকে আমার স্তন বড়!' বন্ধুকে নিয়ে কেন এমন মন্তব্য অনুরাগের

Anurag Kashyap: 'তাপসীর থেকে আমার স্তন বড়!' বন্ধুকে নিয়ে কেন এমন মন্তব্য অনুরাগের

তাপসীকে নিয়ে এ কেমন মন্তব্য অনুরাগের।

তাপসীর সঙ্গে অনুরাগের বন্ধুত্ব আজকের নয়। ২০১৮ সালে 'মনমর্জিয়া'য় একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা।

অনুরাগ কশ্যপের আত্মবিশ্বাস ভেঙে চুরমার! কিছুতেই তা ফিরিয়ে আনতে পারছেন না বলিউডের অন্যতম সফল পরিচালক। আর এ সবের জন্যই এক অভিনেতাকে দায়ী করেছেন তিনি। বলছেন, সেই অভিনেতার জন্যই নাকি তাঁর এই দুর্দশা।

ভাবছেন, আচমকা কাকে কাঠগড়ায় তুললেন অনুরাগ? কী এমন অপরাধ করেছেন সেই ব্যক্তি?

রাখঢাক না করে রণবীর সিংকে সোজা 'দোষী' তকমা দিয়ে দিলেন 'গ্যাংস অফ ওয়াসিপুর'-এর পরিচালক। অভিনেতার বহুল চর্চিত ফোটোশ্যুটে তাঁর সুঠাম দেহ দেখেই নাকি ঘাবড়ে গিয়েছেন অনুরাগ। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই জানিয়েছেন তিনি। পরিচালকের মতে, তাঁর ইয়া বড় ভুঁড়িই হল পথের কাঁটা। সেটির জন্যই তাক লাগাতে পারছেন না রণবীরের মতো করে।

(আরও পড়ুন: দেরি করে আসা নিয়ে পাপারাৎজিদের সঙ্গে বচসা তাপসীর, হাত জোর করে যা বললেন নায়িকা!)

নিজের চেহারা এবং বন্ধু তাপসী পান্নুর 'নিরাপত্তাহীনতা'কে ব্যঙ্গ করে তিনি বলেন, 'ও এমনিতেই ভয় পায়। আমাকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভোগে। কারণ ওর চেয়ে আমার স্তন বড়।' অনুরাগের এই মন্তব্য শুনে হাসি চেপে রাখতে পারেননি তাপসী।

(আরও পড়ুন: অনুরাগের সঙ্গে কাজ করবেন, নতুন ছবির জন্য চুক্তি! বাঁধন ছাড়া উচ্ছ্বাস সানির)

দিন কয়েক আগেই তুরস্কের গালিচায় অনাবৃত অবস্থায় লেন্সবন্দি হয়েছিলেন রণবীর। তাঁর সেই ফোটোশ্যুট নিয়ে চর্চা নেহাত কম হয়নি। অশ্লীলতার অভিযোগে আইনি জটেও পড়েন অভিনেতা। এ প্রসঙ্গে অনুরাগ বলেন, 'রণবীরের সুঠাম চেহারা দেখে দেশের পুরুষরা সমস্যায় পড়েছে। তাই ওঁকে আক্রমণ করা হচ্ছে।'

অনুরাগের মতোই রণবীরের পাশে দাঁড়ান ইন্ডাস্ট্রির আরও অনেকে। সেই তালিকায় রয়েছেন আলিয়া ভাট, সুমনা চক্রবর্তী এবং বিদ্যা বালনের মতো তারকারা।

তাপসীর সঙ্গে অনুরাগের বন্ধুত্ব আজকের নয়। ২০১৮ সালে 'মনমর্জিয়া'য় একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা। আপাতত দু'জনেই ব্যস্ত 'দোবারা'র প্রচার নিয়ে। আগামী শুক্রবার ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ইন্ডিয়ান ফেস্টিভ্যাল অফ মেলবোর্নেও দেখানো হয়েছে 'দোবারা'।

বন্ধ করুন