বাংলা নিউজ > বায়োস্কোপ > ICC Worldcup 2023: 'স্বাগত নেহি করোগে...?' ক্রিকেট বিশ্বকাপ শুরুর আগেই হিন্দিতে বিরাটদের চ্যালেঞ্জ স্মিথ-কমিন্সদের

ICC Worldcup 2023: 'স্বাগত নেহি করোগে...?' ক্রিকেট বিশ্বকাপ শুরুর আগেই হিন্দিতে বিরাটদের চ্যালেঞ্জ স্মিথ-কমিন্সদের

ক্রিকেট বিশ্বকাপ শুরুর আগেই হিন্দিতে বিরাটদের চ্যালেঞ্জ স্মিথ-কমিন্সদের

ICC Worldcup 2023: ক্রিকেট বিশ্বকাপের দামামা বেজে গিয়েছে। ৮ অক্টোবর ভারতের মুখোমুখি হওয়ার আগে হিন্দিতে চ্যালেঞ্জ ছুঁড়ে দিল অস্ট্রেলিয়ান দল।

দীর্ঘ ১২ বছর পর ভারতের মাটিতে ক্রিকেট বিশ্বকাপ চলছে। রবিবার, ৮ অক্টোবর রোহিত শর্মার ক্যাপ্টেন্সিতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত। চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে এদিন দুই দল মুখোমুখি হবে। তার আগে হিন্দিতেই ভারতকে কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিল অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের বিজ্ঞাপন

স্টার স্পোর্টসের উদ্যোগে অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের সদস্যদের হিন্দিতে একটি বিজ্ঞাপন দিতে দেখা যায় এদিনের ম্যাচের। সেখানে তাঁরা ভাঙা ভাঙা হিন্দিতে ভারতকে রীতিমত চ্যালেঞ্জ ছুঁড়ে দেন। প্রথমেই বলেন, 'নমস্তে ইন্ডিয়া, স্বাগত নেহি করোগে হামারা?' তারপরই তাঁদের বলতে শোনা যায়, 'জমিন তুমহারি, আসমান তুমহারা। আমরা জানি বিরাট পারবে, বুমরাহ ফর্মে আছে। সব থেকে কঠিন প্রতিদ্বন্দ্বী তোমরাই। তবুও এবার মজা আসবে। চেন্নাইয়ে এবার হলুদ ভার্সেস নীল।'

অস্ট্রেলিয়ান ক্রিকেটার স্টিভ স্মিথের এই ভাঙা ভাঙা হিন্দি মুগ্ধ করেছে ভক্তদের। সলমনের দাবাং ছবির সংলাপও শোনা যায় তাঁর মুখে। তবে কেবল স্মিথ নন, এদিন তাঁর সঙ্গে ছিলেন প্যাট কামিন্স, গ্লেন ম্যাকওয়েল, মিচেল স্টার্ক, প্রমুখদের। তাঁদের এই অভিনব প্রচেষ্টা নজর কেড়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ভিডিয়ো।

আরও পড়ুন: 'অন্যদের উলঙ্গ করে যে...' উরফির পোশাক নিয়ে মন্তব্য, রাজ কুন্দ্রাকে ধুয়ে দিলেন ফ্যাশনিস্তা

আরও পড়ুন: ধীর গতিতে পথচলা শুরু মিশন রানীগঞ্জের, বক্স অফিস প্রসঙ্গে অক্ষয় বললেন, 'নিরুৎসাহিত করবেন না...'

সোশ্যাল মিডিয়ায় অনেকেই নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন। এক ব্যক্তি লেখেন, 'অস্ট্রেলিয়ানরা সব কিছু করতে পারে, খালি এবার বিশ্বকাপ জেতা ছাড়া।' আরেক ব্যক্তি লেখেন, 'অস্ট্রেলিয়ানরাও পর্যন্ত হিন্দিতে কথা বলছেন, আর দক্ষিণ ভারতীয়রা সেখানে হিন্দি দেখলেই নাক কুঁচকে স্থানীয় ভাষা বলে।' কেউ কেউ আবার বলেন, 'আমাদের যখন কথা বলার সময় আসবে তখন দেখিয়ে দেব।' ফলে দুই পক্ষই যে একেবারে রণং দেহি রূপ ধারণ করেছে বলা যায়। কেউ কাউকে বিন্দুমাত্র জমি ছাড়তে নারাজ।

এই ম্যাচ নিয়ে দর্শকদের মধ্যেও দারুণ উন্মাদনা তৈরি হয়ে আছে। দুই টিমের টক্করে কারা জেতে এখন সেটাই দেখার। তবে বিশ্বকাপে নামার আগেই ভারতীয় টিমের কাছে একটা খারাপ খবর আসে। ডেঙ্গি আক্রান্ত হয়েছেন শুভমন গিল। তাই তিনি এই ম্যাচ খেলতে পারবেন না। তাই অনুমান করা হচ্ছে শুভমনের অনুপস্থিতিতে রোহিতের সঙ্গে ঈশান ওপেন করবেন।

বায়োস্কোপ খবর

Latest News

ভোটের পরেও নিজ জেলায় ফেরানো হয়নি পুলিশ কর্মীদের, ভবানী ভবনে ভিড় পরিবারের দেহের সামনে মাথা ঝুঁকিয়ে শ্রদ্ধা চিকিৎসকদের, সত্যিই কি তিনি সীতারাম ইয়েচুরি? ধরনায় ইতি টেনে স্বাস্থ্য়ভবন থেকে CGO কমপ্লেক্স পর্যন্ত জুনিয়র চিকিৎসকদের মিছিল নয়ডায় বিমানকর্মী খুনে পুলিশের জালে ‘লেডি ডন’, মাথার দাম ঘোষণা ছিল ২৫,০০০ RG Kar- কাণ্ডে প্রতিবাদ অব্যাহত! মশাল নিয়ে রাজপথে নাগরিক সমাজ নমাজ সবে শুরু হবে, আচমকাই মারপিট ঢাকার জাতীয় মসজিদে, সামলাতে নামল সেনা 'হাতেগোনা কয়েকটা লোকই আছে যাদের নাম মিটুতে আসবে না…', আবিরকে ক্লিনচিট ঋতাভরীর বাংলা-ঝাড়খণ্ড সীমান্তে শুরু যান চলাচল!'এক পা এগিয়ে, চার পা পিছোন মমতা'-শুভেন্দু ‘ক্যানসারের চিকিৎসা রোগটার থেকেও…', মৃত্যর সঙ্গে প্রতি মুহূর্তে লড়াই, অকপট কিরণ টেস্টে কিন্তু আমি এত বাউন্স করি না- ৪ উইকেট নিয়ে কী বললেন জসপ্রীত বুমরাহ?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.