উরফি জাভেদের পোশাক নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসেন শিল্পা শেট্টির বর রাজ কুন্দ্রা। এবার সেই কটাক্ষের পাল্টা জবাব দিলেন তিনি। প্রসঙ্গত রাজ সদ্যই স্ট্যান্ড আপ কমেডি শুরু করেছেন। সেটা করতে গিয়েই তিনি উরফিকে নিয়ে মজা করেন।
রাজ এদিন তাঁর বক্তব্যে পাপারাৎজিদের একহাত নেন। পর্নোগ্রাফি কেসের সময়কার কথা মনে করে তাঁর একটি জোকসে পাপারাৎজিদের নিয়ে মজা করেন। এরপরই তিনি উরফিকে নিয়ে কথা বলেন।
রাজ ঠিক কী বলেছেন উরফিকে নিয়ে?
রাজ যেমন মাস্ক পরেই আজকাল পথেঘাটে বেরোন তেমন ভাবেই এদিন তাঁকে স্টেজে উঠতে দেখা যায়। তারপর তিনি বলেন, ‘গত দুই বছরে আমায় কেউ যদি সত্যি ভালোবেসে থাকেন তাহলে তাঁরা হলেন পাপারাৎজিরা। কারণ এঁদের তো দুজনই স্টার এক আমি, আরেকজন উরফি। আর মিডিয়া তো এটাই এখন দেখে যে রাজ কুন্দ্রা কী পরেছে আর উরফি কী পরেনি।’ এরপরই উরফি তাঁকে উত্তর দেন
রাজকে নিয়ে উরফি কী বললেন?
রাজ কুন্দ্রার সেই ভাইরাল ভিডিয়ো শেয়ার করে উরফি জাভেদ তাঁকে পর্ন কিংয়ের তকমা দেন। তিনি সেই পোস্টে লেখেন, 'অন্যদের উলঙ্গ করে যে টাকা রোজগার সে এখন আবার আমার পোশাক নিয়ে কথা বলবে নাকি!' যদিও উরফির এই কটাক্ষের পর রাজ পাল্টা কোনও জবাব দেননি তাঁকে।
আরও পড়ুন: 'ওর এই খ্যাতি প্রাপ্য', অরিজিতের অকুণ্ঠ প্রশংসা সোনুর, কোন ছবিতে শোনা যাবে তাঁদের ডুয়েট গান
আরও পড়ুন: সন্তান আসার আগেই পুজোর আমেজে মাতোয়ারা শুভশ্রী, অভিনেত্রীর জন্য কে গাইলেন পুজোর গান?
রাজ কুন্দ্রার স্ট্যান্ড আপ কমেডি
রাজ কুন্দ্রা তাঁর এই নতুন সফর শুরু করেই নিজের পরিচয় করান, 'লেডিজ অ্যান্ড জেন্টেলম্যান আমি রাজ কুন্দ্রা। অনেকে আমায় মাস্ক ম্যান বলেন। কেউ কেউ আবার শিল্পার বর বলেও ডাকেন।' এরপর তাঁকে তাঁর সেই অনুষ্ঠানে মজা করে পর্নোগ্রাফি নিয়েও কথা বলেন।