৬ অক্টোবর মুক্তি পেল মিশন রানীগঞ্জ। আর ছবি মুক্তি পাওয়ার পর থেকেই প্রশংসা পাচ্ছেন অক্ষয় কুমার। তিনি যেভাবে পর্দায় এই সত্য ঘটনাকে তুলে ধরেছেন সেটাকে তারিফ করছেন দর্শক সহ সমালোচকরা। এই ছবিতে তিনি একজন ইঞ্জিনিয়ারের চরিত্রে অভিনয় করেছেন যিনি কিনা একটি মাইন থেকে কর্মীদের উদ্ধারকাজে সাহায্য করেছেন। তবে বক্স অফিসে সেই তুলনায় তেমন সাড়া পাচ্ছে না এই ছবি। এই প্রসঙ্গে কী বললেন অভিনেতা?
বক্স অফিস প্রসঙ্গে অক্ষয় কুমার
বক্স অফিস প্রসঙ্গে এবং তাঁর ছবি নিয়ে পিটিআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে অক্ষয় বলেন, 'আমরা এখন একটা দারুণ ফেজ দিয়ে যাচ্ছি। এখন সবাই সব ধরনের ছবি করছেন আর সেই ছবিগুলো বক্স অফিসে চলছেও। আমি দুই ধরনের ছবিই করেছি যেখানে ভালো কনটেন্ট আছে আবার যেগুলো মশলা মুভি। তাই ছবি কেমন ব্যবসা করল সেটা নিয়ে চাপ নেওয়া উচিত নয়। যে ছবি করলে বক্স অফিসে ভালো চলবে আমি সেই ধরনের ছবিও করতে পারি। কিন্তু আমি খুশি যে আমি এমন ছবি করছি যা সমাজে পরিবর্তন আনবে।'
তিনি আরও বলেন, 'আমি যখন এর আগে টয়লেট এক প্রেম কথা করি তখন অনেকেই আমায় বলেছিলেন এ বাবা তুমি এসব কী নিয়ে ছবি করছ। তুমি কী পাগল? ছবি কেমন ব্যবসা করবে, এসব বলে দয়া করে আমায় নিরুৎসাহিত করবেন না। আমায় বরং উৎসাহিত করুন এই ধরনের ছবি বানাতে যা আমরা আমাদের সন্তানদের দেখাতে পারি।'
আরও পড়ুন: : 'অন্যদের উলঙ্গ করে যে...' উরফির পোশাক নিয়ে মন্তব্য, রাজ কুন্দ্রাকে ধুয়ে দিলেন ফ্যাশনিস্তা
আরও পড়ুন: সন্তান আসার আগেই পুজোর আমেজে মাতোয়ারা শুভশ্রী, অভিনেত্রীর জন্য কে গাইলেন পুজোর গান?
মিশন রানীগঞ্জ ছবিটি রুস্তম খ্যাত তিরু সুরেশ দেশাইয়ের পরিচালনায় বানানো। অক্ষয়ের সঙ্গে এই ছবিতে পরিণীতি চোপড়া, কুমুদ মিশ্র, পবন মালহোত্রা, রবি কিষণ, রাজেশ শর্মা, বীরেন্দ্র সাক্সেনা, প্রমুখ আছেন।
এই ছবিটির আগে অক্ষয় কুমারকে OMG ২ ছবিতে দেখা গিয়েছিল। বক্স অফিসে ভালো সাড়া পেয়েছিল সেই ছবির টপকেছিল ১০০ কোটির গণ্ডি। প্রশংসাও পেয়েছে সমালোচকদের থেকে।