এক অভিনব জন্মদিনের সাক্ষী থাকলেন মীর আফসর আলি আর স্বস্তিকা মুখোপাধ্যায়। একদম আলাদা সত্যিই বটে! কারণ জন্মদিনটা আসলে এক শিম্পাঞ্জির, যার নাম বাবু। বসবাস করে সে কলকাতা চিড়িয়াখানায়। আজ তারই ৩৪ বছরের জন্মদিন পালন করা হল। সেই পার্টিতে হাজির ছিলেন সোহিনী সেনগুপ্ত, সপ্তর্ষি মৌলিক, মীর আফসর আলি ও স্বস্তিকা মুখোপাধ্যায়।
সোশ্যাল মিডিয়ায় বাবুর জন্মদিনের উৎসব শেয়ার করে নিয়েছেন মীর। দেখা যাচ্ছে বাবুর খাঁচায় সাজানো আছে রকমারি ফল একটা ঝুলিতে। তার খাঁচার বাইরে এত মানুষ দেখে তো সে আনন্দে লাফাচ্ছে। সবাই ‘বাবু বাবু’ বলে ডাকছে দেখে খুশি আর ধরে না। খাঁচার সামনে থাকা মানুষগুলোর দিকে তরমুজ-সহ নানা ফলও ছুঁড়ে দিতে দেখা যায় তাকে। এরপর কেক কাটা হল। শিম্পাঞ্জির মুখোশ পরা কিছু মানুষ মিলে কেক কাটলেন, তাঁদেরকে কেক খাইয়েও দিলেন মীর।
সোহিনী মীরের ভিডিয়োর মাধ্যমে সকলের কাছে আবেদন রাখলেন যেন আরও বেশি মানুষ এগিয়ে এসে পশুদের দত্তক নেয়। তাতে আরও ভালো দেখভাল করা যাবে সকলকে। আর সঙ্গে মা-বাবাদের কাছে তাঁর অনুরোধ তাঁরা যেন নিজের সন্তানদের শেখান কোনও পশুর উপর অত্যাচার না করতে, দয়ালু হতে। আর স্বস্তিকা জানান, তিনি সেই ক্লাস ফোরে থাকতে শেষ চিড়িয়াখানায় এসেছিলেন। তারপর ইচ্ছে থাকলেও আর হয়ে ওঠনি। তাই দারুণ লাগছে। সোহিনীকে ধন্যবাদও দেন এরকম বিশেষ উদ্যোগে তাঁকে সামিল করার জন্য।