মা হয়েছেন বাংলাদেশের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। ঢাকার ইউনাইটেড হাসপাতালে মঙ্গলবার রাতে সন্তানের জন্ম দেন অভিনেত্রী। গত কয়েক দিন ধরেই বিতর্কে ছিলেন অন্তঃসত্ত্বা মাহি। ৯ মাসের প্রেগন্যান্ট অভিনেত্রীকে গ্রেফতারও করেছিল বাংলাদেশের পুলিশ। যা নিয়ে প্রতিবাদে সামিল হয়েছিল পরীমনি, জয়া আহসানরা।
ছেলে হয়েছে মাহির। হাসপাতাল সূত্রে বাংলাদেশের এক সংবাদমাধ্যমকে জানানো হয়েছে, ‘রাত ২২টা ২০ মিনিটে চিত্রনায়িকা মাহিয়া মাহির একটি ছেলে সন্তান হয়েছে। তারা দুজনেই ভালো আছেন।’ মঙ্গলবার রাতেই মাহির ফেসবুক প্রোফাইল থেকে একটি পোস্ট এসেছিল। যেখানে তাঁর ও তাঁর সন্তানের জন্য সকালের কাছে ‘দোয়া চেয়েছিলেন’। মাহির স্বামী রকিব সরকার বর্তমানে স্ত্রী ও সন্তানের সঙ্গেই আছেন।
গাজীপুরের ব্যবসায়ী রকিবকে বিয়ে করেন মাহি ২০২১ সালে। এরপর ২০২২ সালের সেপ্টেম্বর মাসে মা হতে চলার খবর দেন। রকিবকে বিয়ে করার কয়েক মাস আগে পারভেজ মাহমুদ অপুর সঙ্গে দাম্পত্য জীবনে ইতি টেনেছিলেন বাংলাদেশের এই নায়িকা।
১৮ মার্চ উমরাহ সেরে সৌদি আরব থেকে ঢাকায় ফিরতেই মাহিকে গ্রেফতার করেছিল বাংলাদেশের পুলিশ। ফেসবুক লাইভে এসে মাহিয়া মাহি ও তাঁর স্বামী রাকিব সরকার মানহানিকর তথ্য প্রচার করেছেন, কুৎসা রটিয়ে আইনশৃঙ্খলা অবনতি ঘটানোর চেষ্টা করেছেন, এমন অভিযোগে পুলিশ ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছে স্বামী-স্ত্রীর বিরুদ্ধে।
তবে বাংলাদেশের শিল্পী মহলের সমালোচনার মুখে পড়ে সেদেশের পুলিশ তড়িঘড়ি আদালতে তোলে মাহিকে। এবং জামিনে মুক্তি দেওয়া হয়। ছাড়া পাওয়ার পর মাহি বলেন, ‘পুলিশের বিরুদ্ধে আমি লাইভে বলে ভুল করেছি। পুলিশ আসলে পুলিশ প্রশাসনের প্রতিনিধিত্ব করে। আমার কথায় বিতর্কের মুখে পড়েছে বাংলাদেশের পুলিশ প্রশাসন। আমি দুঃখিত, ক্ষমা চাইছি। তবে যে দেড় কোটি টাকার কথা বলেছি, সেটা তদন্ত অবশ্যই হবে। ন্যায়বিচারের জন্য সবার কাছে যেতে রাজি। বিষয়টি নিয়ে আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও কথা বলব’।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)