বাংলা নিউজ > বায়োস্কোপ > মা হতে চলেছেন বাংলাদেশের অভিনেত্রী তিশা, নতুন অতিথির অপেক্ষায় হবু পাপা ফারুকী

মা হতে চলেছেন বাংলাদেশের অভিনেত্রী তিশা, নতুন অতিথির অপেক্ষায় হবু পাপা ফারুকী

তিশা-ফারুকী

নেটমাধ্যমে শুভেচ্ছার বন্যায় ভাসছেন বাংলাদেশের তারকা দম্পতি তিশা-ফারুকী।

বাংলাদেশের টেলি পর্দার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। জীবনের নতুন অধ্যায়ে পা দিতে চলেছেন তিনি। মা হতে চলেছেন নায়িকা। বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী এবং নুসরাত ইমরোজ তিশার কোল আলো করে শীঘ্রই আসতে চলেছে নতুন অতিথি। 

সামাজিক মাধ্যমে নিজের ছবি পোস্ট করে তিশা লিখেছেন, ‘নতুন বছর, নতুন পরিচয়ের অপেক্ষা। বেশ কিছু দিন ধরে আপনারা জানতে চাইছেন, আমাকে কোথাও দেখা যাচ্ছে না কেন? আমি কেন সবেতে অনুপস্থিত? এই দুটো ছবিতে নিশ্চয়ই সব কিছুর উত্তর পাচ্ছেন। আমি অনুপস্থিত কারণ আমার জীবনে একটা সুখবর আসন্ন। আমি এবং ফারুকী আমাদের প্রথম সন্তানের অপেক্ষায় আছি। আপনারা দোয়া করবেন যাতে আমাদের সন্তান মায়ের গর্ভের নিরাপদ আশ্রয় থেকে সুস্থ ভাবে এই পৃথিবীর আলো-বাতাসে আসে।’

২০১০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিশা-ফারুকী। পরিণতি পায় তাঁদের দীর্ঘদিনের প্রেম। নতুন অতিথির আগমনের খবরে আপাতত শুভচ্ছায় ভাসছেন তারকা দম্পতি। পরীমনি, চঞ্চল চৌধুরী,র‌ওনক হাসান, রুনা খান, মীর সাব্বির, ইমন, নিরব হোসেন সহ আরও অনেকে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রীকে। 

 

 

বন্ধ করুন