বাংলা নিউজ > বায়োস্কোপ > Nandita Roy: দুর্ঘটনায় গুরুতর চোট ‘বেলাশুরু’ পরিচালকের,মেরুদণ্ডে চিড়, ভেঙেছে কব্জি

Nandita Roy: দুর্ঘটনায় গুরুতর চোট ‘বেলাশুরু’ পরিচালকের,মেরুদণ্ডে চিড়, ভেঙেছে কব্জি

আহত নন্দিতা রায়

বাথরুমে পড়ে গিয়ে চোট পেয়েছেন নন্দিতা রায়। হয়েছে অপারেশনও, এখন বাড়ি ফিরেছেন পরিচালক। ঠিক কী হয়েছে তাঁর?

টলিউডের অন্যতম ব্যস্ত পরিচালক তিনি। কথায় বলে তিনি যাতেই হাত দেন, তাই সফল। কিছুদিন আগে মুক্তি পাওয়া ‘বেলাশুরু’ এখন রমরমিয়ে হলে চলছে। এর মাঝেই দুর্ঘটনার কবলে পরিচালক নন্দিতা রায়। আচমকা হলটা কী পরিচালকের? সূত্রের খবর বাথরুমে পা পিছলে পড়ে গিয়ে গুরুতর চোট পেয়েছেন  নন্দিতা রায়। আপতত সম্পূর্ণ বিশ্রামে তিনি। ডান হাতে প্লাস্টার করা হয়েছে। 

চিকিৎসরা কী জানিয়েছেন? এক্স রে রিপোর্ট বলছে ডান হাতের কব্জি ভেঙে গিয়েছে। সঙ্গে মেরুদণ্ডে চিড় ধরা পড়েছে। কব্জির হাড় জুড়তে আগেই অপারেশন করা হয়েছে। এই মুহূর্তে হাতে প্লাস্টার করা। একদিন হাসপাতালে ভর্তি থেকে বাড়ি ফিরে এসেছেন নন্দিতা রায়। তবে কোমরেও প্রচণ্ড ব্যাথা। নিয়মিত ওষুধ খাচ্ছেন, চলছে ফিজিওথেরাপি। যদিও কোমরের এই ব্যাথা আজীবন সঙ্গী হবে, তেমনটাই আশঙ্কা করছেন চিকিৎসরা। 

‘বেলাশুরু’র স্পেশ্যাল স্ক্রিনিংয়ে সহ-পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে আহেমদাবাদে যাওয়ার কথা ছিল, তবে এখন সব বাতিল। বড় বিপত্তির জেরে আপতত সম্পূর্ণ বিশ্রামে তিনি, দ্রুত সুস্থ হয়ে শ্যুটিং সেটে ফিরুক প্রিয় নন্দিতাদি, কামনা টলিউডের। হাতে রয়েছে ‘হামি ২’-এর কাজ। এই শীতেই মুক্তি পাওয়ার কথা শিবপ্রসাদ-নন্দিতা জুটির এই ছবির। 

বন্ধ করুন