১১ বছর পর রবিবার র্যাম্পে ফিরলেন বিপাশা বসু। মা হওয়ার পর এই প্রথম ব়্যাম্পে দেখা মিলল বলি অভিনেত্রীর। ওজন বাড়লেও ব়্যাম্পে তাঁর আত্মবিশ্বাস ছিল দেখার মতো। যদিও ট্রোলাররা অভিনেত্রীকে তাঁর ওজন নিয়ে ক্যাটওয়া করায় মজা করেছেন, বিপাশার ভক্তরা তাঁর আত্মবিশ্বাসের প্রশংসা করেছেন।
পাপারাৎজ্জোর ইনস্টাগ্রামে ল্যাকমে ফ্যাশন উইকের বিপাশার একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে। সেখানে গিয়ে ট্রোলাররা মন্তব্য করেছেন, ‘মনে হচ্ছে বিপাশা ক্যাটওয়াক করতে ভুলে গিয়েছে’। কেউ কেউ তাকে মোটাও বলেছেন। ট্রোলারদের মন্তব্যে ক্ষুব্ধ বিপাশা ভক্তরা। ট্রোলারদের পালটা মন্তব্য করে কেউ কেউ লিখেছেন, 'বডি শেমিং বন্ধ করুন। একজন মন্তব্য করেছেন- ওজন বেড়ে গেলেও বিপাশাকে অনেক সুন্দর দেখাচ্ছে। আরও পড়ুন: চোখের সামনেই বদলে যাচ্ছে ‘জীবন্ত পোশাক’! দেখুন ডিজিটাল ড্রেসের ম্যাজিক
রবিবার রাতে ইনস্টাগ্রামে নিজের একটি ভিডিয়ো শেয়ার করে বিপাশা লিখেছেন, ‘জীবনের প্রতিটি পর্যায়ে নিজেকে ভালোবাসুন। আপনার আত্মবিশ্বাস বজায় রাখুন’। অভিনেত্রীর পোস্টে মন্তব্য করে স্বামী এবং অভিনেতা করণ সিং গ্রোভার লিখেছেন, ‘আমি তোমাকে আমার নিশ্বাসের চেয়েও বেশি ভালোবাসি’।
গত বছর ১২ নভেম্বর কন্যা সন্তানের জন্ম দেন বিপাশা বসু। মেয়ের নাম রাখেন দেবী। দেখতে দেখতে প্রায় ১ বছর ছুঁই ছুঁই বিপাশা কন্যার বয়স। আগামী নভেম্বরেই হবে বিপাশার মেয়ের প্রথম জন্মদিন। আপাতত মাতৃত্বের স্বাদ চেটেপুটে উপভোগ করছেন বিপাশা। মাঝে মধ্যেই মেয়ে দেবীর সঙ্গে ছবি পোস্ট করেন।
বেশকিছুদিন আগে মেয়ের জন্মের পর কঠিন সময়ের মধ্যে কাটানোর কথা তুলে ধরেছেন বিপাশা বসু। নেহা ধুপিয়ার এক অনুষ্ঠানে বিপাশা জানিয়েছিলেন, 'সন্তান জন্মের পর তিনি জানতে পারেন তাঁর মেয়ের হার্টে দুটো ছিদ্র রয়েছে। অর্থাৎ জন্মসূত্রে ছোট্ট দেবী ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট (ভিএসডি) ভুগছিল। যেকথা জানার পর ভেঙে পড়েছিলেন বিপাশা ও করণ। বিপাশা জানান, মাত্র ৩ মাস বয়সে তাঁদের মেয়ের ওপেন হার্ট সার্জারি হয়েছে। সেদিন নেহার সঙ্গে কথা বলতে বলতেই কান্নায় ভেঙে পড়েছিলেন বিপাশা বসু।