তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে চর্চার শেষ নেই। গোপন বিয়ে, সন্তানের জেরে হামেশাই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন শাকিব খান। তবে ঢালিউডের এই তারকার ফ্যান ফলোয়িং রীতিমতো তাক লাগায়। বখরি ইদে মুক্তি পেয়েছিল শাকিবের ছবি ‘প্রিয়তমা’, সেদেশে রমরমিয়ে চলছে এই ছবি। ‘প্রিয়তমা’য় শাকিবের বিপরীতে কাজ করেছেন জি বাংলার জনপ্রিয় মুখ ইধিকা পাল। এই জুটিকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছে দর্শক। কলকাতার কন্যেকে নিয়ে হিট ছবি উপহার দেওয়ার পর এবার নাকি কলকাতায় আসছেন শাকিব খান! আরও পড়ুন-বিয়ের দু-মাস পরেই শ্বশুরবাড়ি ছাড়েন, স্বামীর দ্বিতীয় বিয়ে দিতে চেয়েছিলেন বৈশাখী!
দীর্ঘদিন ধরে টলিউড থেকে গায়েব নায়ক। শেষ ২০১৮ সালে ‘নাকাব’ ছবিতে দেখা মিলেছিল তাঁর। এরপর কেটেছে সুদীর্ঘ ৫ বছর। মাঝে করোনা পরিস্থিতির জেরে ওপার বাংলার শিল্পীদের এখানে এসে কাজ করা কঠিন হয়ে পড়েছিল, তবে এখন পরিস্থিতি স্বাভাবিক। চঞ্চল চৌধুরী, জয়া আহসান, নুসরাত ফারিয়ারা চুটিয়ে কাজ করছেন এখানে। আগামিকাল (শুক্রবার) আরফান নিশোর ছবি ‘সুড়ঙ্গ’ মুক্তি পাচ্ছে পশ্চিমবঙ্গে। তাহলে শাকিবই বা পিছিয়ে থাকেন কী করে?
টলিপাড়ায় কানাঘুষো শোনা যাচ্ছে, অগস্ট মাসে কলকাতায় আসবেন শাকিব। অশোক ধানুকা-হিমাংশু ধানুকার এসকে মুভিজের সঙ্গে আলোচনায় বসবেন বাংলাদেশের ভাইজান। এর আগে এই প্রযোজনা সংস্থার সঙ্গে ‘চালবাজ’, ‘ভাইজান এল রে’র মতো ছবিতে কাজ করেছেন শাকিব খান। সব ঠিকঠাক থাকলে এসজে মুভিজের ছবিতে দেখা যাবে নায়ককে। তবে এখনও নাকি ছবির নায়িকা নিশ্চিত হয়নি। তবে কাস্টিংয়ে চমক থাকবে বলেই খবর।
এদিকে আপতত আমেরিকায় শাকিব খান। প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস এবং পুত্র জয়ের সঙ্গে একান্তে সময় কাটাতে দেখা গিয়েছে তাঁকে। বুবলীর সঙ্গে বিচ্ছেদ চর্চার মাঝেই শাকিবের জীবনে পুরোনো ‘প্রিয়তমা’ অপুর ফিরে আসবার গুঞ্জন তুঙ্গে। নিউইর্য়কের রাস্তায় একসঙ্গে ফ্রেমবন্দিও হয়েছেন তাঁরা। বাংলাদেশের মিডিয়ায় জোর গুঞ্জন ফের নাকি শাকিবের সঙ্গেই সংসার পাতবেন অপু।
মাস কয়েক আগেই অপুর কাছে প্রশ্ন রাখা হয়েছিল শাকিবের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে, তাঁরা কি এখন বিবাহিত এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন- ‘সেটা এখনই বলছি না, উহ্য থাক। সময় এলে গণমাধ্যমকে জানাব। তবে আগের মতো ক্ষোভ রাখতে চাই না।’ শাকিব ও তাঁর পরিবারের সঙ্গে অপুর মাখামাখি দেখে অনেকেরই দাবি জোড়া লেগেছে ভাঙা দাম্পত্য।