‘সেদিন চৈত্রমাস’-এর স্মৃতি আজও টাটকা বাঙালি দর্শকমনে। নব্বইয়ের দশকের শেষের দিকে (১৯৯৭) মুক্তি পাওয়া এই কমার্শিয়্যাল ছবিতে জুটি বেঁধেছিলেন চিরঞ্জিৎ চক্রবর্তী ও ইন্দ্রাণী দত্ত। ত্রিকোণ প্রেম আর গানের দৌলতে আজও সকলে মনে রেখেছে এই ছবি। এছাড়াও ‘কেঁচো খুঁড়তে কেউটে’, ‘নিষ্পাপ আসামী’র মতো ছবিতে দর্শক দেখেছে এই জুটিকে। দীর্ঘ ২৭ বছর পর স্বামী-স্ত্রী হয়ে বড় পর্দায় ফিরছেন এই জুটি। সৌজন্যে পরিচালক অর্ঘ্যদীপ মুখোপাধ্যায়ের নতুন থ্রিলার ‘দ্য লুপ’ (The Loop)। আরও পড়ুন-ব়্যাট মাইনার্সদের সাথে সেলফি! ইসরোর বিজ্ঞানীকে হাত ধরে টান,ফের মন জিতলেন শাহরুখ, ভিডিয়ো
শহর থেকে দূরে ‘দ্য লুপ’ রিসর্ট আগলানোর দায়িত্বে মিস্টার গোমস। এই কাজের তাঁর সঙ্গী মিসেস গোমস। বয়স্ক গোমস দম্পতির চরিত্রেই অভিনয় করবেন তাঁরা। এর পাশাপাশি ছবিতে থাকছেন প্রিয়াঙ্কা সরকার ও ইশান মজুমদার। দেখা মিলবে অপ্রতীম চট্টোপাধ্যায়, কেয়া চক্রবর্তীরও।
‘দ্য লুপ’ রিসর্টে একদিন হাজির একদল অতিথি। রাত বাড়ার সঙ্গে সঙ্গে তাঁদের অতি সাধারণ আড্ডা নতুন মোড় নিতে থাকে। সেই টানাপোড়েনের দায় কি ওই বয়স্ক দম্পতির? নাকি বাস্তবে কোনও বড় ষড়যন্ত্রের শিকার মিস্টার অ্যান্ড মিসেস গোমস। এমনই প্রেক্ষাপটে গল্প বেঁধেছেন পরিচালক।
![<p>চরিত্রদের লুক প্রকাশ্যে</p> <p>চরিত্রদের লুক প্রকাশ্যে</p>](https://images.hindustantimes.com/bangla/img/2024/01/12/600x338/LOOP_1705070713273_1705070719016.png)
চরিত্রদের লুক প্রকাশ্যে
অর্ঘ্যদীপের পছন্দের জঁর থ্রিলার। তাঁর শেষ ছবি ‘চিরসখা হে’ বাদে প্রত্যেকটির সাথেই জুড়ে রয়েছে রহস্য-রোমাঞ্চ। ‘জোজো’, ‘মুখোশ’-এর মতো ছবির পরিচালক জানান, ‘কলকাতা থেকে বেশ খানিকটা দূরে খানিক দুর্গম এক জায়গায় অবস্থিত রিসর্টে গিয়ে পৌঁছন কয়েকজন। রিসর্টের নামও দ্য লুপ। সেখানে সকালের দিকে সবার হাসি-মজায় ভালোভাবে কাটলেও, রাত নামতেই বদলে যায় সবকিছু। ভয়াবহ এক রাত নেমে আসে তাঁদের জীবনে।’ সেই ভয়াবহতা নিয়ে অবশ্য বিস্তারিত ভাঙলেন না পরিচালক।
ছবির এহেন নাম কেন? ‘মণিহারা’ পরিচালক জানান-'একই জিনিস করার প্রবণতা বা কোনও কিছু বার বার ফিরে আসার ক্ষেত্রে ‘লুপ’ শব্দটা আমরা ব্যবহার করি। এই ছবিতেও ফিরে আসার গল্প রয়েছে।’
![<p>পরিচালকের সঙ্গে লুক ছবির কলাকুশলীরা </p> <p>পরিচালকের সঙ্গে লুক ছবির কলাকুশলীরা </p>](https://images.hindustantimes.com/bangla/stati/images/static/1x1_img.gif)
পরিচালকের সঙ্গে লুক ছবির কলাকুশলীরা
সম্প্রতি জগদ্ধাত্রী ধারাবাহিকে দেখা মিলেছে ইন্দ্রাণীর। দীর্ঘদিন পর ‘চিরঞ্জিৎদা’র সাথে কাজের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত তিনি। বললেন-'খুব ইন্টারেস্টিং একটা চরিত্র। প্রথমবার থ্রিলারে। দীর্ঘ দিন পরে আবার চিরঞ্জিৎদার সঙ্গে কাজ করছি। তাই আমি আরও বেশি উত্তেজিত।'
দ্য লুপের সঙ্গীতের দায়িত্বে রয়েছেন রণজয় ভট্টাচার্য। ক্যামেরায় শুভদীপ নস্কর। চিত্রনাট্য এবং সংলাপ ঈপ্সিতার লেখা। ইমেজ এন্টারটেনমেন্টের প্রযোজনায় তৈরি হবে এই ছবি। আপতত লোকেশন রেইকিতে বোলপুরে পরিচালক।