বাংলা নিউজ > বায়োস্কোপ > Crew box office day 4: তিন কন্যের গোলমালে বক্স অফিস টালমাটাল, ৪ নম্বর দিনে কত আয় কারিনা-টাবু-কৃতি অভিনীত ক্রু-র

Crew box office day 4: তিন কন্যের গোলমালে বক্স অফিস টালমাটাল, ৪ নম্বর দিনে কত আয় কারিনা-টাবু-কৃতি অভিনীত ক্রু-র

প্রথম সোমবারে কত আয় করল করিনা, কৃতি ও টাবু অভিনীত ক্রু?

Crew box office collection day 4: কারিনা কাপুর, টাবু এবং কৃতি শ্যানন অভিনীত কমেডি ছবিটি মুক্তির পর প্রথম সোমবার সবচেয়ে কম সংগ্রহ করল। 

Crew box office collection day 4: রাজেশ এ কৃষ্ণান পরিচালিত ক্রু প্রেক্ষাগৃহে দুর্দান্ত ওপেনিং পেয়েছিল। তবে বক্স অফিসের প্রাথমিক রিপোর্ট ফলো করলে, ছবিটি মুক্তির চতুর্থ দিনে, প্রথম সোমবারে বেশ বড়সড় ধাক্কা খেল বক্স অফিসে। Sacnilk.com সর্বশেষ প্রতিবেদন অনুসারে, ক্রু ভারতের ঘরোয়া বক্স অফিসে প্রথম সোমবারে আয় করল ৫ কোটিরও কম। 

ক্রু-র বক্স অফিস আপডেট 

Sacnilk.com অনুযায়ী, ক্রু চতুর্থ দিনে ঘরে তুলেছে ৪.৫০ কোটি। এটি এখনও পর্যন্ত ছবিটির জন্য সর্বনিম্ন একদিনের সংগ্রহ। ক্রু প্রথম দিনে ৯.২৫ কোটি টাকা আয় করে এবং পরের দিন সামান্য বৃদ্ধি দেখায় এবং ৯.৭৫ কোটি টাকা সংগ্রহ করে। তৃতীয় দিন অর্থাৎ রবিবারে ছবিটি দুই অঙ্কের ঘরে পৌঁছায় ১০.৫ কোটি টাকা আয় করে। চতুর্থ দিনের সংগ্রহ মিলিয়ে ক্রু এখনও পর্যন্ত ভারতীয় বক্স অফিসে ৩৪.০০ কোটি টাকা আয় করেছে।

রিপোর্টে আরও বলা হয়েছে, সোমবার ক্রুদের হিন্দি বাজারে দখল ছিল ১৩.৮৭ শতাংশ। সপ্তাহের পরের দিনগুলিতে এই সিনেমা নিজের জায়গা ধরে রাখতে সক্ষম হয় কিনা তা দেখার।

বক্স অফিসে কড়া প্রতিযোগিতা

ক্রু-কে টেক্কা দেওয়ার মতো বলিউড কোনও সিনেমা না থাকলেও, হলিউডের একটি ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে কড়া প্রতিযোগিতার মুখে পড়েছে ছবিটি। গর্জিলা এক্স কং: দ্য নিউ এম্পায়ার ভারতীয় বক্স অফিসে দুর্দান্ত উদ্বোধন করেছে এবং মুক্তির তিন দিনের মধ্যে ৩৭ কোটি আয় করেছে।

আলিয়া ভাট, করণ জোহর, মালাইকা অরোরা এবং অর্জুন কাপুর-সহ বলিউডের বেশ কয়েকজন তারকা তাদের ইনস্টাগ্রাম স্টোরিতে ক্রু-এর প্রশংসা করেছেন। রাজেশ এ কৃষ্ণন পরিচালিত এই ছবিতে কারিনা, টাবু ও কৃতিকে দেখা গিয়েছে এয়ার হোস্টেসের ভূমিকায়। এতে আরও অভিনয় করেছেন দিলজিৎ দোসাঞ্জ ও কপিল শর্মা। ছবিটি বালাজি টেলিফিল্মস এবং অনিল কাপুর ফিল্ম অ্যান্ড কমিউনিকেশনস নেটওয়ার্কের ব্যানারে নির্মিত হয়েছে।

বলিউডে নারীকেন্দ্রিক সিনেমার সাফল্য হাতেগোনা। তবে করিনা, টাবু আর কৃতিকে সামনে রেখে বড় বাজি লড়েছিলেন দুই মহিলা প্রযোজক একতা কাপুর ও রিয়া কাপুর। আর তা যে সফল, তা বুঝিয়ে দিচ্ছে আয়। 

সোমবার থেকে বাংলাদেশের প্রেক্ষাগৃহেও দেখা যাচ্ছে 'ক্রু'। সাফটা চুক্তির মাধ্যমে প্রথমবারের মতো হিন্দি সিনেমা আমদানি করছে স্টার সিনেপ্লেক্স। তবে ইদের সময় যেহেতু হিন্দি সিনেমা চালানো যায় না, তাই তখন বন্ধ রাখা হবে। 

বায়োস্কোপ খবর

Latest News

‘মা তারাই ধ্বংস করুক অসুরদের’, RG করের তরুণী চিকিৎসকের বিচার চেয়ে তারাপীঠে যজ্ঞ পুজোয় বাধা দিলে ছাড়ব না, দুর্গোৎসবের আগেই মৌলবাদীদের সতর্ক করল বাংলাদেশ সরকার ১৫ কিমি মানববন্ধনে 'মিশে গেল' শ্যামবাজার থেকে সোদপুর, ‘দিদির’ বিচার চাইছে খুদেরা বাংলাদেশের বিরুদ্ধে ভারতের টেস্ট স্কোয়াডে ঢুকলেন আকাশ দীপ-যশ দয়াল, ফিরলেন পন্ত ‘ওঁর নতুন স্বামীই তো বলেছেন..’, সোহিনী-দীপ্সিতাকে দু'পাশে নিয়ে হাঁটতে চান কল্যাণ ভাদ্রপদের শেষ একাদশীতে পক্ষ পরিবর্তন করে শ্রীহরি, জেনে নিন তিথি ও পুজোর শুভ সময় 'ডাক্তারদের আন্দোলনের জন্য আমার ভাই চিকিৎসা পেল না, প্রাণটা গেল, জাস্টিস চাই' ১২ রানে আউট হয়েও সাঙ্গাকারার দুরন্ত রেকর্ড ভাঙলেন জো রুট, এলিট লিস্টে উঠলেন ছয়ে 'কেন ৩০ মিনিটের মধ্যে…' পলিগ্রাফ টেস্টে সঞ্জয়কে আর কী প্রশ্ন করা হয়েছিল? ‘অত্যাচারের সময় আমার মেয়েটা যখন মা-মা করে কাঁদছিল, সেই কান্নাটা রোজ কানে বাজে…’

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.