দাদাগিরির সঙ্গে ওতোপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন ডোনা গঙ্গোপাধ্যায়। সৌরভ গঙ্গোপাধ্যায় সঞ্চালিত এই শো-তে বেশ কয়েকবার হাজির হয়েছেন তাঁর ঘরণী। গত সিজনের গ্র্যান্ড ফিনালের মঞ্চেও পৌঁছছিলেন ডোনা। কিন্তু সশরীরে উপস্থিত না হলেও বউকে নিয়ে হামেশাই মন্তব্যে ভেসে আসে সৌরভের তরফে। কখনও নিজেকেই নিজেকে 'পজেসিভ বর' বলে ঘোষণা করেন, আবার কখনও জানতে চান তাঁর দ্বিতীয় বিয়ের সুখবর। আরও পড়ুন-‘আমি হোম ডেলিভারি, ঘরে জন্মেছি; এখন লোকে বাড়িতে খাবার দেওয়া বোঝে', মমতার কথায় হেসেখুন রচনা
দিদি নম্বর ১-এর মঞ্চে প্রথমবার এসে বরকে নিয়ে হাটে হাঁড়ি ভেঙেছেন সৌরভ ঘরণী। ডোনার সাফ কথা, ঢপ দেন মহারাজ। ডোনাকে নিয়ে যা বলেন তার অনেকটাই অসত্য়, বানিয়ে বলা কথা। এর মাঝেই সামনে এল দাদাগিরির নতুন প্রোমো। সেখানে দেখা গেল, সৌরভের মঞ্চে আগামিতে দেখা যাবে অভিনয় ও গানের জগতের তারকাদের।
পৌঁছেছেন সঙ্গীতশিল্পী শোভন গঙ্গোপাধ্যায়, সিধু, অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায়রা। গানে-গল্পে জমে উঠবে আসার। এঁদের অনেকেই বহুবার দাদাগিরির মঞ্চে এসেছেন। এদিন সৌরভ সরাসরি অতিথিদের কাছে জানতে চান, ‘১০টা সিজন তো হয়ে গেল দাদাগিরির, তোমাদের ওপিনিয়ন কী?’ ইন্ডাস্ট্রির সিনিয়র অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায় বলেন, ‘যত সিজন গেছে উন্নতি করেছো (সঞ্চালক হিসাবে)। বাকিরা তোমাকে দেখে শিখবে’। সিধুর সটান ঘোষণা, 'তুমি একবার নয়, বারবার জন্ম নিও এই বাংলায়'।
দাদাগিরির ১০টা সিজনের মধ্যে নয়টি সিজনে সঞ্চালকের আসনে দেখা গিয়েছে সৌরভকে। একবার মহাগুরু মিঠুন চক্রবর্তী দাদার জুতোয় পা গলিয়েছিলেন তবে সেই মরসুম জমেনি। অগত্যা ফের সৌরভকে ফিরিয়ে আনা নয়। সলমন খানের সঙ্গে বিগ বসের নাম জড়িয়ে, তেমনই সৌরভের সঙ্গে দাদাগিরির নাম অঙ্গাঙ্গিভাব জড়িত।
দিদি নম্বর ১-এর স্টেজে সৌরভকে নিয়ে ঠিক কী বলেছে ডোনা?
সৌরভের জীবনের সবচেয়ে লম্বা পার্টনারশিপ তাঁর দাম্পত্য জীবন। একসঙ্গে ৩৫ বছর কাটিয়ে ফেলেছেন তাঁরা। তাঁদের বিবাহিত জীনব ২৭ বছরের। মুখ্যমন্ত্রীর পাশে বসে ‘দাদা’কে নিয়ে ডোনা বলেন, ‘দাদা জানে কোনটা লোকে দেখতে ভালোবাসে। লোকে সব কথা ঠিক নয়। কিছু কথা অন-স্টেজ বানিয়েও বলে।’ পাশ থেকে মমতার টিপ্পনি-'দাদা জানে কোন কথায় TRP বাড়বে। ও তাই সেগুলোই বলে।'
মমতার টানেই দিদির মঞ্চে প্রথমবার হাজির হয়েছেন ডোনা, একবাক্যে মেনে নেন সৌরভ ঘরণী। এদিন অনুযোগের সুরে রচনা মমতাকে বলেন, ‘তুমি জানো ১৫ বছরে ডোনাদি এই প্রথম আমার শো-তে এল’। ডোনার পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, দশভূজার মতো সবদিক সামলাত হয় তাঁকে, তাই হয়ত সময় করে উঠতে পারেননি।