সোমবার রাতে মুম্বইয়ে অনুষ্ঠিত হল দাদাসাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। লাল গালিচায় রূপের ঝলক উপচে পড়ছিল বলিউড তারকাদের। অনুপম খের, বরুণ ধাওয়ান, তেজস্বী প্রকাশ, দুলকার সলমন, শ্রিয়া শরণ, ঋষভ শেট্টি থেকে ইন্ডাস্ট্রির একগুচ্ছ নামী দামী তারকা হাজির ছিলেন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে।
এ দিন পুরস্কার গ্রহণ করতে অনুষ্ঠানে যোগ দেন আলিয়া ভাট এবং প্রবীণ অভিনেত্রী রেখা। রেড কার্পেটে পুরস্কার হাতে একসঙ্গে পোজ দিয়েছেন বলিউডের এই দুই তারকা। এ দিন দুজনেই অনুষ্ঠানে শাড়ি পরে ধরা দেন। একফ্রেমে রেখা এবং আলিয়া ভাট, সেই ছবি এবং ভিডিয়ো পুরস্কার বিতরণী অনুষ্ঠান থেকে ভাইরাল হয়েছে। আরও পড়ুন: চেন্নাইয়ে ১৫০ কোটির প্রাসাদসম বাড়ি বাবা-মাকে উপহার ধনুশের, দেখুন গৃহপ্রবেশের ছবি
দাদাসাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে রাতে আলিয়া ভাট এবং রেখার লুক-
আলিয়া ভাট এবং রেখা দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দেন। এ দিন আলিয়া একটি সাদা নেটের এমব্রয়ডারি করা শাড়ি বেছে নিয়েছিলেন। রেখাকে বেইজ এবং সোনালি শেডের সিল্ক শাড়িতে বরাবরের মতো সুন্দরী দেখাচ্ছিল। দুই ডিভা রেড কার্পেটে পাপারাজ্জিদের জন্য পোজ দিয়েছেন এবং এমনকি কিছু মিষ্টি মুহূর্ত একসঙ্গে ভাগ করে নিয়েছেন। দেখুন সেই ভিডিয়ো-
আলিয়ার আইভরি রঙা শাড়িটি সোনালি বর্ডার ফুলের থ্রেড এমব্রয়ডারি এবং সিকুইনের কাজ করা। শাড়ির সঙ্গে মিলিয়ে ডিজাইনার হাফ হাতা, থ্রেড এমব্রয়ডারি করা ব্লাউজ পরেছেন অভিনেত্রী। এ দিন হিরের আংটি, সঙ্গে ম্যাচিং কানের দুল পরেছেন তিনি।
অন্যদিকে, রেখা সোনালি পাড় এবং ফুলের নক্সা কাটা বেইজ সিল্ক শাড়িতে ধরা দিয়েছেন। সাজ সম্পূর্ণ করতে গোল গলা সোনালি রঙের ব্লাউজ বেছে নিয়েছিলেন। রেখা সোনার ঝুমকো, ম্যাচিং চুড়ি, আংটি, গাঢ় লাল ঠোঁটের শেড, মসৃণ আইলাইনার, মাসকারা, আইস্যাডো এবং ন্যূনতম উজ্জ্বল মেকআপ বেছে নিয়েছিলেন।
এদিকে, আলিয়া ভাট গত বছর সঞ্জয় লীলা বনসালির ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’তে প্রধান চরিত্রে অভিনয় করার জন্য ‘দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে’ সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন। রেখা তার 'ফিল্ম ইন্ডাস্ট্রিতে অসামান্য অবদান'-এর জন্য একটি বিশেষ পুরস্কার পেয়েছেন।
আলিয়াকে আগামীতে দেখা যাবে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’-তে। হাতে রয়েছে ‘জি লে জারা’, প্রিয়াঙ্কা চোপড়া আর ক্যাটরিনা কাইফের সঙ্গে। গত বছর হলিউডে ডেবিউ করেছেন আলিয়া ভাট, হার্ট অফ স্টোন দিয়ে। যা চলতি বছরেই মুক্তি পাবে।