বাংলা নিউজ > বায়োস্কোপ > Dadasaheb Phalke International Film Festival: সেরা অভিনেত্রী আলিয়া, বলিউডে অবদানের জন্য বিশেষ পুরস্কার রেখাকে, রইল ছবি

Dadasaheb Phalke International Film Festival: সেরা অভিনেত্রী আলিয়া, বলিউডে অবদানের জন্য বিশেষ পুরস্কার রেখাকে, রইল ছবি

দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পাপারাজ্জিদের জন্য পোজ দিচ্ছেন আলিয়া ভাট এবং রেখা। (এইচটি ছবি/বরিন্দর চাওলা)

Dadasaheb Phalke International Film Festival: মুম্বইয়ে দাদাসাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে যোগ দিয়েছিলেন অভিনেত্রী রেখা ও আলিয়া ভাট। শাড়িতে গ্ল্যামারাস লুকে ধরা দেন দুই তারকা। ছবি এবং ভিডিয়ো দেখুন-

সোমবার রাতে মুম্বইয়ে অনুষ্ঠিত হল দাদাসাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। লাল গালিচায় রূপের ঝলক উপচে পড়ছিল বলিউড তারকাদের। অনুপম খের, বরুণ ধাওয়ান, তেজস্বী প্রকাশ, দুলকার সলমন, শ্রিয়া শরণ, ঋষভ শেট্টি থেকে ইন্ডাস্ট্রির একগুচ্ছ নামী দামী তারকা হাজির ছিলেন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে।

এ দিন পুরস্কার গ্রহণ করতে অনুষ্ঠানে যোগ দেন আলিয়া ভাট এবং প্রবীণ অভিনেত্রী রেখা। রেড কার্পেটে পুরস্কার হাতে একসঙ্গে পোজ দিয়েছেন বলিউডের এই দুই তারকা। এ দিন দুজনেই অনুষ্ঠানে শাড়ি পরে ধরা দেন। একফ্রেমে রেখা এবং আলিয়া ভাট, সেই ছবি এবং ভিডিয়ো পুরস্কার বিতরণী অনুষ্ঠান থেকে ভাইরাল হয়েছে। আরও পড়ুন: চেন্নাইয়ে ১৫০ কোটির প্রাসাদসম বাড়ি বাবা-মাকে উপহার ধনুশের, দেখুন গৃহপ্রবেশের ছবি

দাদাসাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে রাতে আলিয়া ভাট এবং রেখার লুক-

আলিয়া ভাট এবং রেখা দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দেন। এ দিন আলিয়া একটি সাদা নেটের এমব্রয়ডারি করা শাড়ি বেছে নিয়েছিলেন। রেখাকে বেইজ এবং সোনালি শেডের সিল্ক শাড়িতে বরাবরের মতো সুন্দরী দেখাচ্ছিল। দুই ডিভা রেড কার্পেটে পাপারাজ্জিদের জন্য পোজ দিয়েছেন এবং এমনকি কিছু মিষ্টি মুহূর্ত একসঙ্গে ভাগ করে নিয়েছেন। দেখুন সেই ভিডিয়ো-

আলিয়ার আইভরি রঙা শাড়িটি সোনালি বর্ডার ফুলের থ্রেড এমব্রয়ডারি এবং সিকুইনের কাজ করা। শাড়ির সঙ্গে মিলিয়ে ডিজাইনার হাফ হাতা, থ্রেড এমব্রয়ডারি করা ব্লাউজ পরেছেন অভিনেত্রী। এ দিন হিরের আংটি, সঙ্গে ম্যাচিং কানের দুল পরেছেন তিনি।

<p>দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পাপারাজ্জিদের জন্য পোজ দিচ্ছেন আলিয়া ভাট এবং রেখা। (এইচটি ছবি/বরিন্দর চাওলা)</p>

দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পাপারাজ্জিদের জন্য পোজ দিচ্ছেন আলিয়া ভাট এবং রেখা। (এইচটি ছবি/বরিন্দর চাওলা)

অন্যদিকে, রেখা সোনালি পাড় এবং ফুলের নক্সা কাটা বেইজ সিল্ক শাড়িতে ধরা দিয়েছেন। সাজ সম্পূর্ণ করতে গোল গলা সোনালি রঙের ব্লাউজ বেছে নিয়েছিলেন। রেখা সোনার ঝুমকো, ম্যাচিং চুড়ি, আংটি, গাঢ় লাল ঠোঁটের শেড, মসৃণ আইলাইনার, মাসকারা, আইস্যাডো এবং ন্যূনতম উজ্জ্বল মেকআপ বেছে নিয়েছিলেন।

এদিকে, আলিয়া ভাট গত বছর সঞ্জয় লীলা বনসালির ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’তে প্রধান চরিত্রে অভিনয় করার জন্য ‘দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে’ সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন। রেখা তার 'ফিল্ম ইন্ডাস্ট্রিতে অসামান্য অবদান'-এর জন্য একটি বিশেষ পুরস্কার পেয়েছেন।

আলিয়াকে আগামীতে দেখা যাবে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’-তে। হাতে রয়েছে ‘জি লে জারা’, প্রিয়াঙ্কা চোপড়া আর ক্যাটরিনা কাইফের সঙ্গে। গত বছর হলিউডে ডেবিউ করেছেন আলিয়া ভাট, হার্ট অফ স্টোন দিয়ে। যা চলতি বছরেই মুক্তি পাবে।

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে মঙ্গলবার? জানুন রাশিফল বৃহস্পতি হয়েছেন বক্রী, ৫ রাশির বাড়বে টানাপোড়েন, আর্থিক অবস্থার হবে অবনতি কোজাগরী লক্ষ্মী পুজোর তারিখ নিয়ে রয়েছে বিভ্রান্তি, জেনে নিন সঠিক দিনক্ষণ তিথি ডিসেম্বর থেকে মহিলাদের আড়াই হাজার, বড় সিদ্ধান্তের পথে ঝাড়খণ্ড, বাংলায় কবে? কার্নিভালে বাধা দেব না, দ্রোহও চলবে, হাইকোর্টের নির্দেশে ‘গান্ধীবাদী’ ডাক্তাররা? BPL 2025 Players Draft: চিটাগংয়ে শাকিব, ঢাকায় মুস্তাফিজুর-লিটন! কে গেল কোন দলে? মাঝরাতে গালাগালি দিচ্ছে ঘর পরিষ্কারের রোবট, তাড়া করছে কুকুরকে,হ্যাকারদের কীর্তি কৃষ্ণনগরে দুর্গাপুজোর ভাসানে তুমুল ইটবৃষ্টি, আহত ২, আটক ১, অশান্তি চরমে ‘আমাকে হুমকি দেওয়া হয়েছে গ্রেফতার করার….’, শাসকের থ্রেট কালচার নিয়ে ফোঁস মেহুলির পিছিয়ে গেল আনোয়ার আলির মামলার শুনানি! ডার্বিতে খেলবেন মোহনবাগানের প্রাক্তনী

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.