যদিও ‘সাঁঝের বাতি’তে তিনি এখন আর ‘চারু’ নন, তিনি ‘চিকু’। তবে তিন বছর ধরে ‘চারু’ হিসেবেই দর্শক মনে জায়গা করে নিয়েছিলেন দেবচন্দ্রিমা সিংহ রায়। সঙ্গে ‘আর্য’ অর্থাৎ রিজওয়ান রব্বানি শেখের সাথে তাঁর জুটিও বড় প্রিয় সকলের। যদিও রিয়েল লাইফে ‘কাজল লতা’ কো-স্টার সায়ন্ত মোদকের সাথে সম্পর্কে ছিলেন মাসকয়েক আগেও। তবে ভেঙে যায় সে সম্পর্ক! আর তারপর থেকে শোনা যেতে থাকে রিজওয়ানের সাথে দেবচন্দ্রিমার ঘনিষ্ঠতাই এই সম্পর্ক ভেঙে যাওয়ার পিছনে আছে।
সম্প্রতি আনন্দবাজার ডিজিটালকে দেওয়া সাক্ষাৎকারে রিজওয়ান আর সায়ন্ত দু'জনের সাথেই সম্পর্ক নিয়ে কথা বলতে শোনা গেল তাঁকে। দেবচন্দ্রমা প্রথমেই স্পষ্ট করে দেন, ‘আমরা খুব ভালো বন্ধু। ইন্ডাস্ট্রিতে আমার সবথেকে ভালো বন্ধু। রিজওয়ানের সঙ্গে আমার কোনও প্রেম নেই। আর হবেও না। এই এক কথা বলতে বলতে আমি ক্লান্ত।’
আর সায়ন্তর ব্যাপারে তাঁর মতামত, ‘আমরা সম্পর্কে জড়াই নিজেদের ভালো রাখার জন্য। যদি সেখানেই ভালো না থাকি, তা হলে তো একসাথে থাকার কোনও মানেই নেই। সেরকম পরিস্থিতি তৈরি হতেই আমি নিজেকে সরিয়ে এনেছি।’
‘সাঁঝের বাতি’ অভিনেত্রী আরও জানান, নিজের সম্পর্কে এত ধরনের গুঞ্জন তিনি শুনেছেন যে আর অবাক হন না! এমনকী, সেই সব খবর নাকি দেবচন্দ্রিমার মা-ও তাঁকে হোয়াটসঅ্যাপ করে পাঠান আর সাথে একটা হাসির স্মাইলি। অভিনেত্রীর কথায়, ‘যে মানুষগুলো আমার কাছে গুরুত্ব পায়, তারা সত্যিটা জানে। আর কী চাই আমার?’