Deepika Padukone Birthday: ৫ জানুয়ারি। আজ অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের জন্মদিন। ৩৭ বছরে পা রাখলেন তিনি। বলিউড ডিভার সম্পর্কে রইল ৫টি মজার বিষয়। জেনে নিন-
1/6বলিউডের তারকা অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। শাহরুখ খানের বিপরীতে ‘ওম শান্তি ওম’ ছবি দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন নায়িকা। দীপিকা পাড়ুকোনের পরবর্তী ছবি ‘পাঠান’ও রয়েছে শাহরুখের সঙ্গে। আজ ৩৭-এ পা রাখলেন বলিউড ডিভা। চলুন জেনে নিই অভিনেত্রীকে ঘিরে বেশ কিছু মজার বিষয়-
2/6‘ওম শান্তি ওম’-এর আগে সঞ্জয় লীলা বনসালির ছবি ‘সাওয়ারিয়া’র অফার ছিল দীপিকা পাড়ুকোনের কাছে। পরে কোনও কারণে দীপিকার জায়গায় ছবিতে কাস্ট করা হয় সোনম কাপুরকে। সোনম ও রণবীর কাপুরের ডেবিউ ছবি ছিল ‘সাওয়ারিয়া’।
3/6দীপিকা পাড়ুকোনের প্রথম ছবি ওম শান্তি ওম হতে পারে কিন্তু বলিউড ইন্ডাস্ট্রিতে দীপিকাকে প্রথম ব্রেক দিয়েছিলেন হিমেশ রেশমিয়া। দীপিকাকে প্রথম দেখা গিয়েছিল হিমেশের ‘নাম হ্যায় তেরা’ গানে। একই গান দেখে ফারহা খান তাকে ওম শান্তি ওম-এর জন্য চুক্তিবদ্ধ করেন।
4/6হিমেশ রেশমিয়ার সঙ্গে কাজের আগে সলমন খান একটি ছবির অফার দিয়েছিলেন দীপিকাকে। সেই সময় বয়স অনেকটাই কম ছিল এবং পড়াশোনার কারণে পিছিয়ে গিয়েছিলেন অভিনেত্রী। মজার বিষয় হল, যে অভিনেতা তাঁকে প্রথম কাজের প্রস্তাব দিয়েছিলেন সলমনের সঙ্গে এখনও পর্যন্ত কোনও ছবিতে কাজ করতে পারেননি দীপিকা।
5/6ডেনমার্কের কোপেনহেগেন শহরে জন্মেছিলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। পরে বেঙ্গালুরুতে তাঁর পড়াশোনা এবং বেড়ে ওঠা।
6/6দীপিকা পাড়ুকোন স্বামী রণবীর সিংয়ের সঙ্গে তাঁর কেরিয়ারের সবচেয়ে সফল ছবি করেছেন। রণবীর এবং দীপিকা একসঙ্গে রামলীলা, বাজিরাও মাস্তানি এবং পদ্মাবতের মতো ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছেন দর্শককে।