৫ জানুয়ারি, ৩৬-এ পা দিয়েছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। বলিউডের প্রথম সারির অভিনেত্রী তিনি। জন্মদিনে নেটমাধ্যমে শুভেচ্ছায় ভেসেছেন নায়িকা। তালিকায় রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া থেকে শুরু করে ক্যাটরিনা কাইফ। রয়েছেন স্বামী রণবীর সিং-ও।
নিজেদের একটি ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করে দীপিকাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তাঁর 'বাজীরাও মাস্তানি' ছবির সহ-অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জোনাস।

পাল্টা 'মুয়াহ' লিখে 'পিগি চপস'কে ধন্যবাদ জানিয়েছেন দীপিকা।

ক্যাটরিনাও নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে দীপিকার ছবি পোস্ট করে শুভেচ্ছাবার্তায় সারা বছর জুড়ে দীপিকার সুস্বাস্থ্য ও আনন্দ কামনা করেছেন। ক্যাটরিনাকে 'সুন্দরী' উল্লেখ করে পাল্টা ধন্যবাদ জানাতে মোটেও ভোলেননি '৮৩'র নায়িকা।

প্রসঙ্গত, স্ত্রীর জন্মদিনে নেটমাধ্যমে এক অদেখা ছবি করেন স্বামী রণবীর সিং।পড়ন্ত সূর্যের আলো, অতল জলে শরীর ডুবিয়ে প্রকৃতিকে উপভোগ করছেন দীপিকা। দূর থেকে সেই ছবি লেন্সবন্দি করেছেন বলিউডের ‘গাল্লি বয়’। মাথায় খোপা করা অভিনেত্রীর। ছবি শেয়ার করে ক্যাপশনে রণবীর লিখেছেন, ‘আমার বেবি #গেহেরাইয়া-এর প্রোমোশান করছে নিজের জন্মদিনে’। অভিনেতা ক্যাপশনে ‘গেহেরাইয়া’ শব্দের উল্লেখ করেছেন, যার মানে বোঝায়- গভীর জল অথবা গভীর জলে সাঁতার কাটা। দীপিকার আসন্ন সিনেমা নামও শকুন বত্রার পরিচালনায় ‘গেহেরাইয়া’।
প্রসঙ্গত, স্ত্রীর জন্মদিনে নেটমাধ্যমে এক অদেখা ছবি করেন স্বামী রণবীর সিং।পড়ন্ত সূর্যের আলো, অতল জলে শরীর ডুবিয়ে প্রকৃতিকে উপভোগ করছেন দীপিকা। দূর থেকে সেই ছবি লেন্সবন্দি করেছেন বলিউডের ‘গাল্লি বয়’। মাথায় খোপা করা অভিনেত্রীর। ছবি শেয়ার করে ক্যাপশনে রণবীর লিখেছেন, ‘আমার বেবি #গেহেরাইয়া-এর প্রোমোশান করছে নিজের জন্মদিনে’। অভিনেতা ক্যাপশনে ‘গেহেরাইয়া’ শব্দের উল্লেখ করেছেন, যার মানে বোঝায়- গভীর জল অথবা গভীর জলে সাঁতার কাটা। দীপিকার আসন্ন সিনেমা নামও শকুন বত্রার পরিচালনায় ‘গেহেরাইয়া’।
|#+|
আগামী ১১ ফেব্রুয়ারি অ্যামাজন প্রাইমে মুক্তি পাবে দীপিকা পাড়ুকোনের আসন্ন ছবি ‘গেহেরাইয়া’। সম্পর্কের গভীরতার গল্প বলবে এই ছবি। দীপিকা-সিদ্ধান্ত-অনন্যা ছাড়াও এই ছবিতে থাকছেন ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ খ্যাত ধৈর্য কারওয়া।