মাত্র ৪০ বছর বয়সেই না ফেরার দেশে পাঞ্জাব-হরিয়ানার জনপ্রিয় গায়ক রাজু পাঞ্জাবি। হরিয়ানার এক হাসপাতালে মৃত্যু হল ‘দেশি দেশি না বোলা কর’ খ্যাত গায়কের। হরিয়ানার হিসারের এক বেসরকারি হাসপাতালে বেশ কয়েকদিন ধরেই ভর্তি ছিলেন গায়ক, জন্ডিসের চিকিৎসা চলছিল তাঁর।
জন্ডিস রোগে আক্রান্ত হয়ে এভাবে অকালে চলে যাবেন রাজু, তা দুঃস্বপ্নেও ভাবেননি তাঁর অনুরাগী-সতীর্থরা। তাঁর মৃত্যুর খবরে চোখে জল সকলের। পরিবার সূত্রে খবর, দিন কয়েক আগেই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন তিনি, তবে আচমকাই শারীরিক পরিস্থিতি বিগড়ে যাওয়ায় ফের হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। এদিন গায়ক কেডি দেশি রক হাসপাতালের বিছানায় শুয়ে থাকা রাজু পাঞ্জাবির একটি ছবি পোস্ট করে লেখেন- ‘ফিরে আয় ভাই..’। তখনও ফ্যানেদের আশা ছিল সুস্থ হয়ে সকলের মাঝে ফিরবেন রাজু। কিন্তু ঘন্টা খানেকের মধ্যেই ছবিটা স্পষ্ট হয়। রাজু পাঞ্জাবির মৃত্যু হরিয়ানার মিউজিক ইন্ডাস্ট্রির কালো দিন বলছেন ফ্যানেরা।
সম্প্রতি মুক্তি পেয়েছে রাজুর নতুন গান ‘আপসে মিলকে ইয়ারা হামকো আচ্ছা লাগা’। গতকালই নিজের নতুন গান নিয়েই ইনস্টাগ্রামে শেষ পোস্ট করেন রাজু, যা দেখে চোখের জল বাধ মানছে না ফ্যানেদের। একজন লেখেন- ‘আপনার সঙ্গে তো দেখাই হল না রাজু ভাই, বুঝিনি আপনি এত দ্রুত চলে যাবেন’। অপর এক ভক্ত লেখেন- ‘এত তাড়া কীসের ছিল রাজু ভাই? আপনাকে মিস করবে গোটা হরিয়ানা’।
রাজুর ঝুলিতে রয়েছে একাধিক সুপারহিট হরিয়ানভি গান। ‘আচ্ছা লাগা সে’, ‘দেশি দেশি’, ‘তু চিজ লা-জবাব’, ‘লাস্ট পেগ’, ভাগ মেরে ইয়ারা-যার মধ্যে অন্যতম। বিগ বস খ্যাত স্বপ্না চৌধুরীর সঙ্গেও বেশকিছু প্রোজেক্টে কাজ করেছেন ‘কিং অফ টিউনস’ নামে পরিচিত রাজু।