‘পোশাক বদলের মতো প্রেম করতে পারি না', জানিয়েছিলেন রণজয়। সোহিনী সরকারের সঙ্গে প্রেম ভাঙার পর একাধিক নায়িকার সঙ্গে তাঁর প্রেমের গুজব রটেছে, কিন্তু সেই খবর ভুয়ো স্পষ্ট জানিয়েছেন নায়ক। সম্প্রতি চর্চায় সোহিনী-শোভনের বিয়ের খবর। জানা যাচ্ছে এই বছর জুলাই কিংবা নভেম্বরে বিয়ে করছেন তাঁরা। শোভনের সঙ্গে প্রেম শুরুর আগে দীর্ঘদিন রণজয়ের সঙ্গে লিভ ইন করেছেন সোহিনী। আরও পড়ুন-এই বৈশাখেই সাত পাক ঘুরছেন আদৃত-কৌশাম্বি! উচ্ছেবাবু-দিদিয়ার বিয়ের শুভদিনটা কবে?
রণজয়-সোহিনীর মাখামাখি নিয়ে একটা সময় সংবাদমাধ্যমে কম আলোচনা হয়নি। তবে আজ সবই অতীত! বিয়ে নিয়ে আলোচনার মাঝেই রণজয়ের সোশ্যাল মিডিয়া জুড়ে অদ্ভূত বিষণ্ণতা। নিজের মনের ভাব ইনস্টাগ্রামে তুলে ধরেছেন অভিনেতা। সেখানে লেখা ‘চার দেওয়ালের ঘর,দমচাঁপা নিঃশ্বাস। আজ অনেকদিন হলো দরজা বন্ধ….আজ অনেকদিন হল আকাশ দেখি না। প্লিজ একবার তালাটা খুলে দেবে? স্বপ্নের চিতাগুলোকে শেষবারের মতো একবার দেখতে চাই…’।
রণজয়ের লেখ এই কবিতা দেখে অনেকেরই ধারণা সোহিনীর বিয়ের খবরেই মন ভেঙেছে নায়কের। অতীত ভুলে সামনে তাকানোর বার্তা অনুরাগীদের। সোহিনীর বিয়ের গুঞ্জন থেকে অধরা নন রণজয়ও। এই নিয়ে টিভিনাইন বাংলাকে তিনি বলেন,'খারাপ কোনওদিনই চাইনি। আমি জানি না বিয়ে করছেন কিনা, তবে চাইব, আগামী দিনে ভাল থাক। সুস্থ থাক।'
এর আগে অপর এক সাক্ষাৎকারে রণজয় বলেছিলেন, ‘সোহিনী নতুন সম্পর্কে আছে, আমি একা। তাই আমায় নিয়ে গল্প।…কোনওদিন লুকিয়ে কিছু করিনি। সম্পর্ক হলে নিজেই বলব। ২০১৩ থেকে সোহিনীর সঙ্গে বন্ধুত্ব। ২০১৯-এ আমাদের সম্পর্ক শুরু। সোহিনীকে সত্যি ভালবাসি। মন থেকে চাই, শোভনের সঙ্গে ভাল থাকুক’। প্রাক্তন বন্ধু হতে পারে, এই ভাবনায় বিশ্বাসী নন রণজয়। তাই ব্রেকআপের পর থেকে সোহিনীর সঙ্গে যোগাযোগ নেই তাঁর। রণজয়ের বিশ্বাস, 'প্রাক্তনের সঙ্গে একসময় যে ঘনিষ্ঠ মুহূর্ত কাটিয়েছি, পরে তাঁকেই বন্ধু হিসাবে দেখব, এতটা উদার আমি নই। আমার কাছে এগুলো অযৌক্তিক মনে হয়’।
আরও পড়ুন-‘সোহিনীকে সত্যি ভালবাসি, মন থেকে চাই ও শোভনের সঙ্গে ভাল থাকুক’, বলছেন প্রাক্তন রণজয় বিষ্ণু
এই মুহূর্তে জি বাংলার কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে দেখা যাচ্ছে রণজয়কে। সদ্যই ১০০ পর্ব পার করেছে শ্বেতা-রণজয় অভিনীত এই মেগা। নিজেদের বিয়ে নিয়ে এখনও মুখ খোলেননি শোভন কিংবা সোহিনী, এখন দেখার শুভদিনটা কবে আসবে।