বাংলা নিউজ > বায়োস্কোপ > Ranojoy-Sohini: ‘সোহিনীকে সত্যি ভালবাসি, মন থেকে চাই ও শোভনের সঙ্গে ভাল থাকুক’, বলছেন প্রাক্তন রণজয় বিষ্ণু

Ranojoy-Sohini: ‘সোহিনীকে সত্যি ভালবাসি, মন থেকে চাই ও শোভনের সঙ্গে ভাল থাকুক’, বলছেন প্রাক্তন রণজয় বিষ্ণু

সোহিনীর নতুন প্রেম নিয়ে রণজয় 

Ranojoy-Sohini: ‘দার্জিলিংয়ে অদ্ভুতভাবে সোহিনীর সঙ্গে সম্পর্কটা শুরু হয়েছিল’, প্রাক্তনকে নতুন জীবনের শুভেচ্ছা জানালেন রণজয়। 

প্রাক্তন কি বন্ধু হতে পারে? এই প্রশ্ন নিয়ে আলোচনা অন্তহীন। কিন্তু হালে বহু তারকাই দেখিয়েছেন, আলাদা-আলাদা থেকেও পরস্পরের ভালো চাওয়া চায়। সেই পথে হেঁটেই প্রাক্তন প্রেমিকা সোহিনীকে নতুন জীবনের শুভকামনা জানালেন রণজয়।  আরও পড়ুন-‘যে সরকার পরিবর্তনশীল নয়’, দূরে থাকা সোহিনীর আবদারে প্রেমের গান ধরলেন শোভন!

একটা সময় সোহিনী-রণজয়ের মাখোমাখো প্রেম নিয়ে টেলিপাড়ায় কম আলোচনা হয়নি। সহবাস সম্পর্কেও ছিলেন তাঁরা। কিন্তু হঠাৎ করেই ছন্দপতন। রণজয়ের সঙ্গে ব্রেকআপের পর এখন শোভনের হাত ধরেছেন সোহিনী। অন্যদিকে রণজয়ের ব্যক্তিগত জীবন নিয়ে কাটাছেঁড়া জারি রয়েছে। মাস কয়েক আগে পর্যন্ত ‘গুড্ডি’ কো-স্টার শ্যামৌপ্তি মুদলির সঙ্গে রণজয়ের নাম জড়িয়েছিল, হালে ‘কোন গোপনে মন ভেসেছে’র সহ-অভিনেত্রী মিশমির সঙ্গে রণজয়ের সম্পর্কের গুঞ্জন। 

প্রেমচর্চায় ক্লান্ত রণজয়। আজকালকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন, ‘সোহিনী নতুন সম্পর্কে আছে, আমি একা। তাই আমায় নিয়ে গল্প।…কোনওদিন লুকিয়ে কিছু করিনি। সম্পর্ক হলে নিজেই বলব। ২০১৩ থেকে সোহিনীর সঙ্গে বন্ধুত্ব। ২০১৯-এ আমাদের সম্পর্ক শুরু। সোহিনীকে সত্যি ভালবাসি। মন থেকে চাই, শোভনের সঙ্গে ভাল থাকুক’।

সোহিনীর সঙ্গে পুরোনো প্রেমের স্মৃতি রোমন্থন করে অভিনেতা জানান, ‘দার্জিলিংয়ে অদ্ভুতভাবে সম্পর্কটা শুরু হয়েছিল। দু’বছর পর একই জায়গায় আবার আমাদের দেখা হয়েছিল। অনেক মুহূর্ত তৈরি হয়েছিল।’ তবে প্রথম দেখার প্রেমে বিশ্বাসী নন রণজয়। প্রথম দেখায় ভালো লাগা তৈরি হতে পারে না, কিন্তু ভালোবাসা নয়, দাবি অভিনেতার। বললেন, ‘লাভ অ্যাট ফার্স্ট সাইট’ বলে কিছু হয় না। এগুলো এক ধরনের বিলাসিতা। ভালবাসা একটা বড় চ্যাপ্টার। প্রথম দেখায় কাউকে ভাল লাগতে পারে। দায়িত্ব, পাশে থাকা, অনেক পরিস্থিতি একসঙ্গে কাটালে ভালবাসা হয়। খুব গভীর সম্পর্ক, যেখানে কখনও ভাঙন আসবে না। ‘আই লাভ ইউ’ বললেই ভালবাসা হয়ে যায় না।’

সোহিনীর সঙ্গে সম্পর্কে থাকলেও, আজ পর্যন্ত নাকি কাউকেই প্রোপোজ করেননি রণজয়। আজীবন তাঁর সঙ্গেই কাটাবেন এখনও এমন মানুষ খুঁজে পাননি শ্বেতার নায়ক। প্রসঙ্গত, সোহিনীর আগে ইমন চক্রবর্তী ও স্বস্তিকার দত্তর সঙ্গে প্রেমসম্পর্কে ছিলেন শোভন। ইমনের সঙ্গে শোভনের বন্ধুত্ব আজও অটুট, তবে স্বস্তিকার সঙ্গে মুখ দেখাদেখি বন্ধ! 

নায়ক-নায়িকাদের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা হওয়াটাই স্বাভাবিক। বিশ্বাস করেন রণজয়। হিন্দুস্তান টাইমস বাংলাকে মাস কয়েক আগে শ্যামৌপ্তির সঙ্গে প্রেমচর্চা নিয়ে কথা বলতে গিয়ে অভিনেতা জানান, ‘ভারতবর্ষে সিনেমা করলে বা সিরিয়াল করলে হিরো-হিরোইনদের নিয়ে আলোচনা হওয়াটাই স্বভাবিক। সেখানেই তারা সাক্সেসফুল। হয়ত তারা মন দিয়ে কাজটা করেছে। প্রোজেক্ট শেষ হওয়ার পরেও লোকজন যদি এমনভাবে তাহলে হয়ত কোথাউ গিয়ে আমরা মন দিয়ে কাজটা করতে পেরেছিলাম।’ তাহলে রণজয় কি এখন সিঙ্গল? প্রশ্ন শুনে মুচকি জবাব, ‘আমি তো অনেক দিন ধরেই সিঙ্গল’।

 

বায়োস্কোপ খবর

Latest News

ধরনামঞ্চে হামলার চক্রান্ত, অডিয়ো ক্লিপের সূত্রে গ্রেফতার হলেন CPIM নেতা! পুজোর আগে চিন্তা দূর বাংলার বহু সরকারি কর্মীর, নয়া বিজ্ঞপ্তি জারি অর্থ দফতরের অনুদান ফেরানো পুজো কমিটিগুলির ‘বন্ধু’ হতে চায় বিজেপি? প্রথম বলটা আত্মবিশ্বাসের সঙ্গে খেলবে- রোহিতের সেই কথা আজও ভোলেননি ধ্রুব জুরেল মেয়ের বয়সী তরুণীকে আটকে রেখে ২ দিন ধরে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার তৃণমূল নেতা রান্নাপুজোয় পাতে থাকবে না ইলিশ, মনখারাপ ছড়িয়েছে বাঙালির রান্নাঘরে ধেয়ে আসছে দুর্যোগের কালো মেঘ, কলকাতা থেকে মাত্র ১০০ কিমি দূরে গভীর নিম্নচাপ পুলিশ আমাকে ডেকেছিল, পুলিশই টাকা মিটিয়েছে, দাবি সেদিন শববাহী গাড়ির চালকের জুনিয়র ডাক্তারদের ওপর হামলার ছক কষা 'স' পড়েছে ধরা, 'ক' নিয়ে জল্পনা সিপিএমে পিতৃপক্ষের সময় এভাবে করুন তুলসী দিয়ে বিশেষ ব্যবস্থা, পাবেন পূর্ণ ফল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.