বাংলায় রাজনীতির তাপ ছড়িয়ে পড়েছিল গোটা দেশে। শুধু নেতারাই নন, অনেক তারকারই চোখ ছিল কে জিতবে বাংলার ভোট। পশ্চিমবঙ্গে তৃতীয়বার সরকার গঠন করতে চলেছে তাঁরা। প্রায় গো হারা হারতে হয়েছে বিজেপিকে। আর এই নিয়ে প্রধানমন্ত্রী মোদীকে কটাক্ষ করতে ছাড়লেন না পরিচালক রাম গোপাল ভর্মা।
রাম গোপাল টুইটারে লিখেছেন ‘মোদীজি কাল অবধি আপনি বলছিলেন দিদি শেষ! এখন কী বলবেন স্যার?’ বিজেপির সমালোচনা বরাবরই করে থাকেন এই বিতর্কিত পরিচালক। দেশের করোনা পরিস্থিতির জন্য প্রধানমন্ত্রীকেই দায়ী করেছেন তিনি। আর এবার বাংলায় তৃণমূলের জয়ে খুশি প্রকাশ করতে দেখা গেল তাঁকে।
এমনকী একটি ভিডিয়ো শেয়ার করে, ‘দিদি ও দিদি সিনেমা… মমতা, মোদী ও অমিতকে নিয়ে’ পোস্ট করতেও দেখা গেল রাম গোপালকে। যেখানে দেখা যাচ্ছে বাইক থেকে নেমে দুই যুবক রাস্তা দিয়ে একা হেঁটে যাওয়া একটি মেয়ের ব্যাগ ছিনতাই করতে যায়। আর মেয়েটি ওই দুই যুবককে বোকা বানিয়ে ব্যাগ নিয়ে পালায়।
আপাতত রামগোপাল ভর্মা শেয়ার করা এই ভিডিয়োটি ভাইরাল হয়েছে। ১ হাজার ১৪ বার তা শেয়ার করা হয়েছে। রিয়্যাক্ট আর কমেন্টের বন্যা তো আছেই।