সলমনের বাড়ির সামনে গুলি চালানোর ঘটনায় মঙ্গলবার দুই বন্দুকবাজকে গ্রেফতার করেছে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ। দুই অভিযুক্তকে গুজরাটের ভুজ থেকে গ্রেফতার করা হয়। ধৃত ভিকি গুপ্তা (২৪) ও সাগর পাল (২১) বিহারের বাসিন্দা। আপাতত আদালতের নির্দেশে তাঁরা পুলিশ হেফাজতে রয়েছেন। এদিকে বন্দুকবাজরা গ্রেফতার হতেই সলমনের গ্যালাক্সি অ্যাপার্টেমন্টে পৌঁছেছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। তিনি ভাইজানকে বলেন, ‘আমি সলমনকে উদ্বিগ্ন না হওয়ার কথা বলেছি, সরকার ওঁর পাশে রয়েছে।’
এদিন ভাইজান ও তাঁর পরিবারের সঙ্গে দেখা করেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। সলমনের সঙ্গে কথা বলার পাশাপাশি শিন্ডের আশ্বাস মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে বলেন, ‘পুলিশ কঠোর ব্যবস্থা নেবে যাতে অন্য কেউ এমন কাজ করার সাহস না পায়।’ পাশাপাশি মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে বলেন, ‘আমি পুলিশ কমিশনারকে সলমন খান এবং তাঁর আত্মীয়দের পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করার জন্য বলেছি।’
আরও পড়ুন-সলমনের বাড়িতে গুলি চালানোর আগে ৩বার রেইকি হয়, কীভাবে চক্রান্ত করেছিল বন্দুকবাজরা?
এদিন সলমনের বাড়িতে যখন একনাথ শিন্ডে পৌঁছোন। সেসময় সল্লুর বাড়িতে উপস্থিত ছিলেন সলমন খানের বাবা সেলিম খান, প্রাক্তন বিধায়ক বাবা সিদ্দিকি, বিধায়ক জিশান সিদ্দিকি এবং যুব সেনার রাহুল কানাল সহ আরও অনেকেই।
গত রোববার ভোর ৫টার দিকে সলমন খানের বাড়ির বাইরে দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি গুলি চালায়। যদিও তাতে কেউ হতাহত হননি। মুম্বইয়ের ডিসিপি রাজ তিলক রওশন জানিয়েছিলেন, 'আজ ভোর পাঁচটা নাগাদ বান্দ্রায় অভিনেতা সালমান খানের বাড়ির বাইরে দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি গুলি চালায়। মোটরসাইকেলে করে আসা ওই দুই ব্যক্তি গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে চার রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুই অভিযুক্তই টুপি পরেছিল এবং তাঁদের পিঠে ব্যাকপ্যাক ছিল। ভিডিয়ো ক্লিপটিতে অভিনেতার বাড়ির দিকে তাঁদের গুলি চালাতেও দেখা গেছে।
সলমন খানের বাড়ির সামনে গুলি চালানোর ঘটনায় দায় স্বীকার করেছেন গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাই আনমোল বিষ্ণোই অভিনেতার বাড়ির বাইরে গুলি চালানোর । সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি দাবি করেছেন ‘এই ঘটনাটি শুধুই একটা ট্রেলার , ফের গুলি চলবে।’
প্রসঙ্গত, গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই এবং গোল্ডি ব্রার এর আগেও বেশ কয়েকবার সালমান খানকে হত্যার হুমকি দিয়েছে। ২০২২ সালের নভেম্বর থেকে খানের নিরাপত্তা স্তর ওয়াই-প্লাসে উন্নিত করা হয়েছে। অভিনেতাকে একটি ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র বহন করার অনুমতিও দেওয়া হয়েছে এবং অতিরিক্ত সুরক্ষার জন্য তিনি নতুন বুলেট প্রুফ গাড়ি কিনেছেন।