বাংলা নিউজ > বায়োস্কোপ > Dadagiri 10 Exclusive: দিল্লিতে ‘দাদাগিরি’র শ্যুটিং! সৌরভের জন্য বিশেষ বন্দোবস্ত, কবে শেষ হচ্ছে এই শো?

Dadagiri 10 Exclusive: দিল্লিতে ‘দাদাগিরি’র শ্যুটিং! সৌরভের জন্য বিশেষ বন্দোবস্ত, কবে শেষ হচ্ছে এই শো?

দিল্লিতে ‘দাদাগিরি’র শ্যুটিং! সৌরভের জন্য বিশেষ বন্দোবস্ত, কবে শেষ হচ্ছে এই শো? (ছবি-জি ফাইভ)

Dadagiri 10 Exclusive: ‘শ্যুটিং শুরুর আগে নিজে যেচে সবার সঙ্গে আলাপ করেন, একদম দাদার মতোই উনি মিশে যান। খুব মিশুকে মানুষ’, সঞ্চালক সৌরভের প্রশংসায় পঞ্চমুখ পরিচালক অভিজিৎ সেন।

২২ গজে ক্রিকেট ব্যাট হাতে তাঁর দাপট দেখেছে গোটা বিশ্ব। ক্রিকেট মাঠে তাঁর রাজকীয় প্রত্যাবর্তন, দক্ষ ক্রিকেট প্রশাসকের ভূমকায় একের পর এক মাইলস্টোন ছোঁয়ার সাক্ষী থেকেছে বাংলা। এর বাইরে বাঙালির কাছে সৌরভ গঙ্গোপাধ্যায় সঞ্চালক হিসাবেও সুপারহিট। দাদাগিরির মঞ্চে বছরের পর বছর ছক্কা হাঁকাচ্ছেন সৌরভ। এখন তিনি আরও পরিণত, আরও স্বতঃস্ফূর্ত। এই মুহূর্তে আইপিএল নিয়ে বেজায় ব্যস্ত মহারাজ। আরও পড়ুন-‘এটা আমার শিক্ষা…', সোহিনীর সঙ্গে শোভনের বিয়ে নিয়ে প্রথমবার মুখ খুললেন প্রাক্তন স্বস্তিকা

দিল্লি ক্যাপিটালস দলের ডিরেক্টর পদে রয়েছেন সৌরভ। দলের সারাক্ষণের সঙ্গী তিনি, অথচ দাদাগিরির ব্যাঙ্কিং এপিসোড শেষ! অগত্যা শ্যুটিং সারতেই হবে সৌরভকে, কিন্তু সময় কোথায় দাদার হাতে? তাই পরিচালক অভিজিৎ সেন সদলবদলে পৌঁছে গিয়েছিলেন দিল্লিতে। রাজধানীতে তৈরি হয়েছে দাদারিগির সেট, সেখানেই দুটো এপিসোডের শ্যুটিং করেছেন সৌরভ। কেমন ছিল সেই অভিজ্ঞতা হিন্দুস্তান টাইমস বাংলাকে জানালেন পরিচালক। 

অভিজিৎ সেন বলেন, ‘দাদাগিরির দুটো পর্ব দিল্লিতে শ্যুট হল। সেখানকার বাঙালিরা ছিলেন। দিল্লিতে প্রচুর বাঙালি রয়েছেন, তাঁদের মধ্যে প্রচুর উচ্ছ্বাস আর উদ্দীপনা ছিল। সব মিলিয়ে দারুণ সাড়া পেয়েছি’। প্রতিটা সিজনে নতুন কিছু করার চেষ্টা করেছি, এই সিজনেও প্রচুর মানুষ এসেছেন, অংশগ্রহণ করেছে। আমরা সবাই মিলে চেষ্টা করেছি। টিমের সব মেম্বাররাই সেরাটা দিয়ে চলেছেন। শেষ হলে একটা খারাপ লাগা তো থাকেই, তবে দাদাগিরি কিন্তু এখন শেষ নয়। আর যে কোনও শেষ কিন্তু নতুন কিছুকে শুরু হতে সাহায্য করে।

আইপিএলের পরেই কি শেষ হবে দাদাগিরি? পরিচালকের সটান জবাব, ‘এখনও কিছু চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। কথাবার্তা চলছে, দেখা যাক’। সৌরভ গঙ্গোপাধ্যায়কে দর্শক সঞ্চালক হিসাবে দশে দশ নম্বর দেবেন। 

আরও পড়ুন-রানির মুখে জয় শ্রীরাম ধ্বনি! হনুমান জয়ন্তীতে মন্দিরে বঙ্গসুন্দরী, মেয়ে আদিরা কোথায়?

 সৌরভের প্রশংসায় পঞ্চমুখ পরিচালক। বললেন, 'এত বছর ধরে উনি দাদাগিরির একজন গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন। সৌরভ গঙ্গোপাধ্যায় সকলকে নিয়ে চলতে জানেন, সকলকে ভালোবাসেন। সবসময় আমাদের সবাইকে উনি উদ্বুদ্ধ করেন। প্রতিযোগিদের সঙ্গে খুব সহজে উনি মিশে যেতে পারেন। শ্যুটিং শুরুর আগে নিজে যেচে সবার সঙ্গে আলাপ করেন, একদম দাদার মতোই উনি মিশে যান। খুব মিশুকে মানুষ, খুব ভালো মানুষ। খুব প্রাণোচ্ছ্বল ভাবে মিশে গিয়ে উনি কাজটা করেন'।  

সূত্রের খবর, দাদাগিরি শেষ হলে সেই স্লটে শুরু হবে ‘সারেগামাপা লেজেন্ডস’। যার শ্যুটিং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। 

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

পুজোর সময় লোকাল বাতিলের প্রতিবাদে অবরোধ, শিয়ালদা দক্ষিণে ব্যাহত রেল পরিষেবা ‘প্রতিটা সূর্যোদয় যেন এক একটা উপহার…’ মলদ্বীপে ছুটির মেজাজে সোনম! বচ্চন পরিবারের রান্নাঘরের রাশ জয়ার হাতেই! KBC-তে অমিতাভ বললেন, ‘৫০ বছর পরেও…’ ১০৩০০ থেকে বেতন বেড়ে ২৫০০০! পুজোর মাসে বড় প্রাপ্তি, কালীঘাটে সরকারি কর্মীরা পুজোর সময়ে ছোট ফ্ল্যাটে অতিথিরা আসবেন? কীভাবে সাজাবেন সুন্দর করে কেবল রূপসা-সায়নদীপ নন, দেবীপক্ষে গাঁটছড়া বাঁধলেন অহনা-দীপঙ্করও? পঞ্চমীর সন্ধ্যায় ভরা বাজারে যুবককে পিটিয়ে খুন, গ্রেফতার তৃণমূল নেতা এবার দুর্গাপুজোয় কী করছেন মুম্বইয়ের বাঙালি সেলেব টিনা, রোহিত, দেবিনারা? ‘কোটি-কোটি টাকার GST দুর্নীতি’, সাংবাদিককে গ্রেফতার গুজরাটে! FIR-এ নামই ছিল না পছন্দের জামা গায়ে হচ্ছে না? পুজোর মধ্যেই কমিয়ে ফেলুন পেটের বাড়তি মেদ!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.